
একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৫-২৬: আবেদন শুরু ৩০ জুলাই
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে (HSC Admission 2025-26) ভর্তির অনলাইন আবেদন ৩০ জুলাই ২০২৫ থেকে শুরু হবে এবং চলবে ১১ আগস্ট ২০২৫ পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৪ জুলাই) ভর্তি নীতিমালা প্রকাশ করেছে।
📅 গুরুত্বপূর্ণ তারিখসমূহ
ধাপ সময়সীমা অনলাইনে আবেদন শুরু ৩০ জুলাই ২০২৫ আবেদন শেষ ১১ আগস্ট ২০২৫ ১ম পর্যায়ের ফল প্রকাশ ২০ আগস্ট ২০২৫ ২য় ও ৩য় ধাপে আবেদন ফল প্রকাশের পর ভর্তির সময় ৭ সেপ্টেম্বর – ১৪ সেপ্টেম্বর ২০২৫ ক্লাস শুরু ১৫ সেপ্টেম্বর ২০২৫
📌 ভর্তি প্রক্রিয়া ও নীতিমালা
ধাপ | সময়সীমা |
---|---|
অনলাইনে আবেদন শুরু | ৩০ জুলাই ২০২৫ |
আবেদন শেষ | ১১ আগস্ট ২০২৫ |
১ম পর্যায়ের ফল প্রকাশ | ২০ আগস্ট ২০২৫ |
২য় ও ৩য় ধাপে আবেদন | ফল প্রকাশের পর |
ভর্তির সময় | ৭ সেপ্টেম্বর – ১৪ সেপ্টেম্বর ২০২৫ |
ক্লাস শুরু | ১৫ সেপ্টেম্বর ২০২৫ |
- একাদশ শ্রেণিতে কোনো বাছাই পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির মেধা তালিকা তৈরি হবে।
- ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠান আদালতের নির্দেশে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিতে পারবে।
🧾 আসন বণ্টন নীতিমালা
✅ মোট আসনের মধ্যে:
- ৯৩% আসন সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত (মেধার ভিত্তিতে ভর্তি)।
- ১% আসন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য।
- ১% আসন মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য (শুধু মহানগর, বিভাগীয় ও জেলা সদরের জন্য)।
- ৫% আসন মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সংরক্ষিত।
🔔 সংরক্ষিত কোটায় যদি যোগ্য আবেদনকারী না থাকে, তবে সেই আসন মেধাতালিকা অনুযায়ী ভর্তি করতে হবে। কোনো আসন ফাঁকা রাখা যাবে না।
সেশন চার্জ ও ভর্তি ফি :
ক) আবেদন ফি:
- “একাদশ শ্রেণি ভর্তি নীতিমালা” ও উপবৃত্তি ৪.১ অনুযায়ী অনলাইনে আবেদন ফি:
২২০/- (দুইশত বিশ) টাকা
২২০/- (দুইশত বিশ) টাকা
খ) রেড ক্রিসেন্ট ফি:
- শিক্ষাপ্রতিষ্ঠান প্রতি শিক্ষার্থীর নিকট থেকে রেড ক্রিসেন্ট ফি বাবদ (৮০/- টাকার ৬০%)
৪৮/- টাকা গ্রহণযোগ্য
৪৮/- টাকা গ্রহণযোগ্য
গ) ক্রীড়া ও স্কাউট ফি:
- প্রতি শিক্ষার্থী প্রতিষ্ঠানকে বার্ষিক ক্রীড়া ও স্কাউট ফি বাবদ
৮০০/- টাকা বোর্ডে প্রেরণযোগ্য
৮০০/- টাকা বোর্ডে প্রেরণযোগ্য
ঘ) এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিয়োগকৃত শিক্ষার্থীদের ভর্তি ও সেশন ফি:
এলাকা বাংলা ভার্সন ইংরেজি ভার্সন ঢাকা মেট্রোপলিটন ৫,০০০/- ৫,০০০/- মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) ৩,০০০/- ৩,০০০/- জেলা ২,০০০/- ২,০০০/- উপজেলা/মফস্বল ১,৫০০/- ১,৫০০/-
এলাকা | বাংলা ভার্সন | ইংরেজি ভার্সন |
---|---|---|
ঢাকা মেট্রোপলিটন | ৫,০০০/- | ৫,০০০/- |
মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) | ৩,০০০/- | ৩,০০০/- |
জেলা | ২,০০০/- | ২,০০০/- |
উপজেলা/মফস্বল | ১,৫০০/- | ১,৫০০/- |
অ-এমপিও/আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নিয়োগকৃত শিক্ষার্থীদের ফি:
এলাকা বাংলা ভার্সন ইংরেজি ভার্সন ঢাকা মেট্রোপলিটন ৭,৫০০/- ৮,৫০০/- মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) ৫,০০০/- ৬,০০০/- জেলা ৩,০০০/- ৪,০০০/- উপজেলা/মফস্বল ২,৫০০/- ৩,০০০/-
এলাকা | বাংলা ভার্সন | ইংরেজি ভার্সন |
---|---|---|
ঢাকা মেট্রোপলিটন | ৭,৫০০/- | ৮,৫০০/- |
মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) | ৫,০০০/- | ৬,০০০/- |
জেলা | ৩,০০০/- | ৪,০০০/- |
উপজেলা/মফস্বল | ২,৫০০/- | ৩,০০০/- |
📋 শিক্ষাবোর্ডের শিক্ষার্থী ভর্তির সময় প্রাথমিক নির্দেশনা অনুযায়ী ফি:
ক্রমিক | ফি’র ধরণ | পরিমাণ |
---|---|---|
১ | রেজিস্ট্রেশন ফি | ১৪২/- |
২ | ক্রীড়া ফি | ৫০/- |
৩ | রোভার/রেঞ্জার ফি | ১৫/- |
৪ | রেড ক্রিসেন্ট ফি (৪০/-টাকার ৪০% =১৬-/টাকা) | ১৬/- |
৫ | বিজ্ঞান ও প্রযুক্তি ফি | ৭/- |
৬ | বি.এন.সি.সি. ফি | ৫/- |
৭ | শিক্ষকের কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতা ফি | ১০০/- |
মোট | ৩৩৫/- টাকা |
📝 অতিরিক্ত তথ্য
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ জুলাই ২০২৫ প্রকাশিত হয়েছে।
- আবেদন, মেধা তালিকা, ফলাফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে।
👉 উপসংহার: একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া এবারও সম্পূর্ণ অনলাইনেই সম্পন্ন হবে। শিক্ষার্থীদের সময়মতো আবেদন ও তথ্য যাচাই করার অনুরোধ করা হচ্ছে। ভালো কলেজে ভর্তির জন্য SSC ফলাফলের ভিত্তিতে তালিকা তৈরি হওয়ায় যথাযথভাবে পছন্দক্রম দিয়ে আবেদন করাটাই মূল চাবিকাঠি।
একাদশ শ্রেনীর ভর্তি নীতিমালা ২০২৫
একাদশ শ্রেনীর ভর্তি নীতিমালা ২০২৫ PDF
👉 উপসংহার: একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া এবারও সম্পূর্ণ অনলাইনেই সম্পন্ন হবে। শিক্ষার্থীদের সময়মতো আবেদন ও তথ্য যাচাই করার অনুরোধ করা হচ্ছে। ভালো কলেজে ভর্তির জন্য SSC ফলাফলের ভিত্তিতে তালিকা তৈরি হওয়ায় যথাযথভাবে পছন্দক্রম দিয়ে আবেদন করাটাই মূল চাবিকাঠি।
Tag:একাদশ শ্রেনীর ভর্তি নীতিমালা ২০২৫-২৬ PDF(আবেদন শুরু ও শেষ,ভর্তি ফি) বিস্তারিত

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)