অনার্স ১ম বর্ষ হিসাববিজ্ঞান (বাজারজাতকরণ নীতিমালা) সাজেশন ২০২২ -কোড ২১২৫০৫| Honours 1st Year Principles of Marketing Suggestion 2022 | বাজারজাতকরণ নীতিমালা সাজেশন ২০২২ (অনার্স ১ম বর্ষ)



আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আজকে আমরা অনার্স ১ম বর্ষ শিক্ষার্থীদের জন্য বাজারজাতকরণ নীতিমালা সাজেশন ২০২২  নিয়ে হাজির হয়েছি। আসা করি আমাদের দেওয়া অনার্স ১ম বর্ষ বাজারজাতকরণ নীতিমালা সাজেশন ২০২২ কমন আসবে।

    
       

     অনার্স ১ম বর্ষ হিসাববিজ্ঞান (বাজারজাতকরণ নীতিমালা) সাজেশন ২০২২



    #অধ্যায়-০১


     (ক-বিভাগ

     ১. বাজারের সংজ্ঞা দাও?

     ২. বাজারজাতকরণের সংজ্ঞা দাও?

     ৩. আধুনিক বাজারজাতকরণের জনক কে?

     ৪. ভোক্তার সংজ্ঞা দাও?

     ৫. বাজারজাতকরণ মিশ্রণের হাতিয়ারসমূহ কি?

     ৬. CRM এবং PRM এর পূর্ণরূপ লিখ।

     ৭. বাজারজাতকরণ জীবনযাত্রার মান নির্ধারক-এই উক্তিটি কার?

     ৮. ক্রেতা ইক্যুইটি কী?

     ৯. 4P এর জনক কে?

     ১০. ক্রেতা সন্তুষ্টি কী?

     ১১. অভীষ্ট ক্রেতা কী?

     ১২. বাজারজাতকরণ দ্বারা কি কি উপযোগ সৃষ্টি হয়?

      ১৩. বাজারজাতকরণ ভ্যালু বলতে কি বুঝ?


    (খ-বিভাগ)


     ১. বাজারজাতকরণ বলতে কী বুঝ? ১০০%

     ২. বাজার ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্যসমুহ কী? 100%

     ৩. বাজারজাতকরণ জীবনযাত্রার মান নির্ধারক _ব্যাখ্যা কর।১০০%


     (গ-বিভাগ)

     ১. নতুন সহস্রাব্দে বাজারজাতকরণ চ্যালেঞ্জসমুহ কী?

     কোম্পানিগুলো এবং বাজারজাতকারীরা কিভাবে এই চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করছে?

     ২. বাজারজাতকরণ ব্যাবস্থাপনা দর্শন কী? দর্শনগুলো আলোচনা কর। ১০০%

     ৩. বাজারজাতকরণের গুরুত্ব আলোচনা কর।


    #অধ্যায়-২


     (ক-বিভাগ)


     5. কৌশলগত পরিকল্পনা কি?

     ২. কৌশলগত ব্যাবসায় এককের সংজ্ঞা দাও।

     ৩. বাজারজাতকরণ মিশ্রনের কেন্দ্রতে কোন উপাদান থাকে?

     ৪. বাজারজাতকরন নিয়ন্ত্রণ কাকে বলে?

     ৫. মিশন কী?

     ৬. ভিশন এবং মিশন এর পার্থক্য কী?

    ৭. স্টারস পণ্য কী?

    ৮. বিসিজি বলতে কী বুঝায়?

    ৯. SWOT কি?

    ১০. SWOT বিশ্লেষণ কি?


    (খ-বিভাগ)

    ১. ভোক্তাকে বাজারজাতকরণ মিশ্রনের কেন্দ্রস্থলে দেখানো হয় কেন? ১০০%

    ২. ব্যাখ্যা করঃ স্টারস,কোয়েশ্চেন মার্কস,ক্যাশ কাউস এবং ডগস। ১০০%


    (গ-বিভাগ)

    ১. বাজারজাতকরন কৌশল কী?কৌশলগত পরিকল্পনার বিবেচ্য বিষয় সমুহ আলোচনা কর। ১০০%

    ২. বাজারজাতকরণ পরিকল্পনার উপাদানসমুহ বর্ণনা কর।


    #অধ্যায়-৩


     (ক-বিভাগ)


     ১. বাজারজাতকরন পরিবেশ কাকে বলে?

     ২. ব্যাষ্টিক পরিবেশ কি?

     ৩. সামষ্টিক পরিবেশ কাকে বলে?

     ৪. বাজারজাতকরনের সামষ্টিক পরিবেশের উপাদানগুলো কী কী? 

    ৫. ব্যাষ্টিক ও সামষ্টিক পরিবেশের কোনটা অধিক পরিবর্তনশীল?


     (খ-বিভাগ

     ১. বাজারজাতকরণ পরিবেশ অধ্যায়ন গুরুত্বপূর্ণ কেন? ১০০%

    ২. ব্যাষ্টিক ও সামষ্টিক পরিবেশের পার্থক্যসমুহ আলোচনা কর ।


     (গ-বিভাগ)

     ১. বাজারজাতকরণ পরিবেশের ব্যাষ্টিক উপাদানগুলো কীভাবে বাজারজাতকরণ কার্যাবলির উপর প্রভাব সৃষ্টি করে- ব্যাখ্যা কর। ১০০%


    #অধ্যায় -০৪


     (ক-বিভাগ)

     ১. ভোক্তা বাজার কাকে বলে?

     ২. ভোক্তা আচরণ কাকে বলে?

     ৩. প্রত্যক্ষণ কাকে বলে?

     ৪. শিক্ষন কাকে বলে?

     ৫. চাহিদা সোপান তত্ব কে উন্নয়ন করেছেন?

     ৬. ভোক্তা-ক্রেতা আচরনের সুত্রটি লিখ।


     (খ-বিভাগ)

     ১. ভোক্তা বাজার ও ব্যাবসায়ীক বাজারের পার্থক্য কি কি? ১০০%

     ২. ভোক্তা বাজারের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।


    (গ -বিভাগ)

    ১. ভোক্তার ক্রয় আচরনে প্রভাববিস্তারকারী উপাদান সমূহ আলোচনা করো? ১০০%

    ২. ক্রয় সিদ্ধান্ত গ্রহনে ক্রেতার ব্যক্তিগত উপাদানসমূহের প্রভাব আলোচনা করো?


    #অধ্যায় ৫


    (ক-বিভাগ)


     ১. বাজার বিভক্তিকরণ বলতে কী বোঝায়?

     ২. বাজার পৃথকীকরন কী?

     ৩. গণ বাজারজাতকরণ কাকে বলে?

     ৪. কোটর/ নিশ বাজারজাতকরণ কাকে বলে?

     ৫. পৃথকীকরন কী?

     ৬. ভৌগলিক বিভক্তিকরনের কয়টি চমক আছে?


     (খ-বিভাগ

     ১. বাজার বিভাজন/বিভক্তিকরনের সংজ্ঞা দাও।

     ২. ভোক্তাবাজার বিভক্তিকরনের ভিত্তিসমুহ কি কি? ১০০%


     (গ-বিভাগ

     ১. বাজার বিভক্তিকরনের স্তরগুলো আলোচনা কর ।

     ২. বাজার লক্ষ্য নির্দিষ্টকরণে কৌশলসমূহ বর্ণনা কর।




    #অধ্যায়-৬


     (ক-বিভাগ)


     ১. পণ্য কী?

     ২. ভোগ পণ্য কাকে বলে?

     ৩. শিল্প পণ্যের সংজ্ঞা দাও।

     8. BSTI এর পুর্ণরুপ কি?

     ৫. অযাচিত পণ্য কাকে বলে?

     ৬. ব্রান্ড ইক্যুইটি কি?

     ৭. ট্রেডমার্ক কি?

     ৮. লেবেল কি?

     ৯. পণ্য মিশ্রন কী?

     ১০. পণ্য সারি বা লাইন কাকে বলে?

     ১১. সেবার পচনশীলতা কি?

     ১২. পণ্য ও সেবার স্তর কয়টি?


    (খ-বিভাগ

     ১. ভোগ্যপণ্যের বাজারজাতকরণের বিবেচ্য বিষয়সমূহ নিরুপণ কর।

     ২. বাজারজাতকরণের দৃষ্টিতে পণ্য, সেবা ও বাজার- এর ধারনা ব্যখ্যা কর।

    ৩. সেবার বৈশিষ্ট্যগুলো কি কি?১০০%

     ৪. শিল্পপণ্য বাজারজাতকরণের বিবেচ্য বিষয়গুলো কী কী?


     (গ-বিভাগ)

     ১. পণ্য ও সেবার সংজ্ঞা দাও। পণ্য ও সেবার স্তরগুলো ব্যাখ্যা কর। ১০০%

     ২. ব্রান্ড ও ইক্যুইটির সংজ্ঞা দাও। শক্তিশালী ব্রান্ড গঠন করার ক্ষেত্রে প্রধান ব্রান্ড কৌশলগত সিদ্ধান্তসমূহ কি তা বর্ণনা কর।১০০%



    #অধ্যায় ৭


    (ক-বিভাগ)

    ১. নতুন পণ্যের সংজ্ঞা দাও।

    ২. পণ্যের জীবনচক্রের সংজ্ঞা দাও।

    ৩. স্টাইল কি?

    ৪. ফ্যাড (FAD) কি?

    ৫. FAD এবং Fashion এর মধ্যে পার্থক্য কি?

    ৬. কাচামাল কি?


    (খ-বিভাগ

    ১. নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়াসমুহ ব্যাখ্যা কর। ১০০%


    (গ-বিভাগ

    ১. পণ্য জীবনচক্রের প্রতিটি ধাপে অনুসৃত কৌশল বর্ণনা কর।১০০%

    ২. নতুন পণ্যের ক্ষেত্রে ক্রেতার সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়া বর্ণনা কর।



    #অধ্যায়-৮


     ১. মুল্য বলতে কি বুঝ?

     ২. বাজার সরতোলা মুল্য নির্ধারন কি ( Marketing Skmming Pricing)?

     ৩. ভ্যালুভিত্তিক মুল্য নির্ধারণ কাকে বলে?

     ৪. চাহিদার মুল্য স্থিতিস্থাপকতার সুত্রটি লিখ।

     ৫. ব্রেক-ইভেন বিন্দুর অন্য নাম কী?

     ৬. সমচ্ছেদ বিন্দু কি?


     (খ-বিভাগ


     ১. নতুন পন্যের মূল্য নির্ধারনের কৌশলগুলো ব্যাখ্যা কর।

     ২. বাজার সরতোলা মূল্য নির্ধারণ কাকে বলে?


     গ-বিভাগ)

     ১. মুল্য নির্ধারনের পদ্ধতি হিসেবে ব্রেক ইভেন বর্ণনা কর।


    #অধ্যায়-৯


     (ক-বিভাগ)


     ১. প্রণালির দ্বন্দ্ব কাকে বলে?

     ২. খুচরা ব্যাবসায়ী কে?

     ৩. সুপার মার্কেট কাকে বলে?

     ৪. পাইকারী ব্যাবসায় কাকে বলে?

     ৫. বাজারজাতকরণ তথ্য ব্যাবস্থা (MIS) কি?

     ৬. ড্রপ শিপারস কি?

     ৭. আনুভুমিক দ্বন্দ্ব বলতে কি বোঝায়?

     ৮. VAT ও VMS এর পূর্ণরূপ লিখ।

     ৯. ভ্যালু সরবরাহ নেটওয়ার্ক কি?

     ১০. বাজারজাতকরণ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি?


    (খ-বিভাগ)

     ১. পাইকারি ব্যাবসায় ও খুচরা ব্যাবসায়ের মধ্যে পার্থক্য লিখ।


     (গ-বিভাগ)


     ১. বিভিন্ন ধরনের বন্টন প্রণালীর বিবরণ দাও। বন্টন প্রণালির স্তরসমূহ বর্ণনা কর।

     ২. পাইকারি ব্যবসায় বলতে কি বোঝায়? এর কার্যাবলী আলোচনা কর।

     ৩. খুচরা ব্যাবসায়ের মুল্য নির্ধারন পদ্ধতি আলোচনা কর।


    #অধ্যায় ১০


    (ক বিভাগ)

    ১. প্রমোশন মিশ্রনের উপাদানগুলো কি কি?

     ২. প্রসার মিশ্রন কি?

     ৩. ভোগ পণ্য কী?

     ৪. অনলাইন বাজারজাতকরণ কি?

     ৫. ই-বাজারজাতকরন কি ?

     ৬. বিজ্ঞাপনের সংজ্ঞা দাও ।

     ৭. ই-মেইল কি?


     (খ-বিভাগ


     ১. বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য কি?

     ২. প্রমোশন মিশ্রনের হাতিয়ারগুলো আলোচনা কর।

     ৩. বাজারজাতকরণ প্রসার ও বিক্রয় প্রসারের মধ্যে পার্থক্য দেখাও।


     (গ-বিভাগ)

     ১. বিক্রয় প্রসারের উদ্দেশ্যসমুহ বর্ণনা কর।

     ২. কার্যকরী বাজারজাতকরণ যোগাযোগ সংগঠনের বিভিন্ন পদক্ষেপ ব্যাখা কর।


    #অধ্যায়-১১


     (ক-বিভাগ)


     ১. বিশ্বব্যাপী বাজারজাতকরণ বলতে কী বোঝায়?

     ২. অভ্যন্তরীণ বাজারজাতকরণ বলতে কি বোঝায়?

     ৩. শুল্ক কাকে বলে?

     8. ASEAN- এর পূর্ণ নাম কী?

     ৫. APEC- এর পুর্ননাম কি?

     ৬. NAFTA কি?

     ৭. GATT কি?

     ৮. গ্লোবাল ফার্ম কি?

     ৯. GATT ও WTO এর পূর্ণরূপ লিখ।


     (খ-বিভাগ)


     ১. অভ্যন্তরীণ বাজারজাতকরণ ও বিশ্বব্যাপী বাজারজাতকরণের মধ্যে পার্থক্য দেখাও।


    #অধ্যায়-১২


     (ক-বিভাগ)


     ১. টেকসই বাজারজাতকরণ কী?

     ২. CAB এর পূর্ণরূপ লিখ?

     ৩. ট্রেডমার্ক আইন চালু হয় কত সালে?


     (খ-বিভাগ


     ১. টেকসই বাজারজাতকরণের নীতিগুলো আলোচনা কর ।

     ২. ভোক্তাদের অধিকারসমুহ আলোচনা কর।

     ৩. পরিবেশবাদ কিভাবে বাজারজাতকরণ কৌশলকে প্রভাবিত করে?


     (গ-বিভাগ)

     ১. টেকসই (অস্তিত্বমুলক) বাজারজাতকরণের সসংজ্ঞা দাও এবং বাজারজাতকরণের সামাজিক দায়িত্বপুর্ণ ও নৈতিকতা ব্যাখ্যা কর।


    Honours 1st Year Principles of Marketing Suggestion 2022


     বাজারজাতকরণ নীতিমালা সাজেশন ২০২২ (অনার্স ১ম বর্ষ)



    Tag:অনার্স ১ম বর্ষ হিসাববিজ্ঞান (বাজারজাতকরণ নীতিমালা) সাজেশন ২০২২ -কোড ২১২৫০৫| Honours 1st Year Principles of Marketing Suggestion 2022 | বাজারজাতকরণ নীতিমালা সাজেশন ২০২২ (অনার্স ১ম বর্ষ)

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)