ফেমিকন খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া | ফেমিকন খেলে কি ক্ষতি হয় |famicon pill side effects

 

ফেমিকন খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া | ফেমিকন খেলে কি ক্ষতি হয়
বাজারে অনেক রকমের জন্মনিয়ন্ত্রণ পিল পাওয়া যায়। তার মধ্যে সব চেয়ে কমন যেই পিলের নাম আমরা সবাই জানি সেটা হলো ফেমিকন পিল। এই ফেমিকন পিলের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আজকে আমাদের এই পোস্ট। আসা করি বিস্তারিত পড়লে ফেমিকন খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া - ফেমিকন খেলে কি ক্ষতি হয় জানতে পারবেন।

   
       

    ফেমিকন খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া 

     ফেমিকন খেলে কি ক্ষতি হয়

    এই পিলের তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে ফেমিকন পিল নিয়মিত না খেলে স্বাভাবিক নিয়মে গর্ভধারণ হয়ে যাবে। এক এক ধরণের খাবার পিল এক এক ধরণের মহিলার শরীরের সাথে মানিয়ে যায় । তবে কোনো কোনো মহিলার প্রাথমিক পর্যায়ে পিল খেলে কিছু অসুবিধা দেখা দিতে পারে । যেমনঃ-

    •  মাথা ঘোরা 
    •  মাথা ব্যাথা 
    • বমি বমি ভাব 
    •  পিল খাওয়াকালীন সামান্য ফোঁটা ফোঁটা রক্ত মাসিকের আকারে বের হতে পারে । 

    নিয়মিত পিল খেতে থাকলে ২/৩ মাসের মধ্যেই এ সমস্ত উপসর্গ স্বাভাবিকভাবেই দুর হয়ে যায় । যেসব মহিলার ক্ষেত্রে এ ধরণের উপসর্গ ২/৩ মাসের পরেও থেকে যায় , তাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের নির্দেশমত পরবর্তী মাসিক শুরু থেকে অন্য কোনো পদ্ধতি নিতে হবে।


    Tag:-ফেমিকন খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া,ফেমিকন খেলে কি ক্ষতি হয়
                                   
    Previous Post Next Post
    আমাদের ফেসবুক পেইজে যুক্ত হতে ক্লিক করুন  

     


    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)