বি ৫০ ফোর্ট কিসের ঔষধ | বি ৫০ ফোর্ট ক্যাপসুল খাওয়ার নিয়ম | বি 50 ফোর্ট এর দাম


বি ৫০ ফোর্ট কিসের ঔষধ | বি ৫০ ফোর্ট ক্যাপসুল খাওয়ার নিয়ম | বি 50 ফোর্ট এর দাম


   
       

    বি ৫০ ফোর্ট কিসের ঔষধ

    ভিটামিন-বি এর অভাবজনিত রোগের চিকিতসায় এটি ব্যবহৃত হয়। পরিপাকতন্ত্রের কার্যকারীতায় গোলযোগম এলকোহল সেবন, জ্বর জনিত অসুস্থতা, হাইপারথায়রয়ডিজম, নিউরাইটিস, সঠিক খাবার গ্রহণ না করা, এনোরেক্সিয়া ভিটামিন-বি এর অভাবে হয়।


    উপাদান : (থায়ামিন হাইড্রোক্লোরাইড ৫ মি.গ্রা., রিবোফ্ল্যাভিন ২ মি.গ্রা., পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড ২ মি.গ্রা. এবং নিকোটিনামাইড ২০ মি.গ্রা.)/ট্যাবলেট, ক্যাপসুল ও প্রতি ৫ মি.লি. সিরাপ। (থায়ামিন হাইড্রোক্লোরাইড ৫০ মি.গ্রা., রিবোফ্ল্যাভিন ৪ মি.গ্রা., পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড ১০ মি.গ্রা., নিকোটিনামাইড ১০০ মি.গ্রা., ডি-প্যানথেনল ৫ মি.গ্রা.)/ইঞ্জেকশন।

    নির্দেশনা : মুখে, ঠোঁটে অথবা জিহবায় ঘা, বেরিবেরি, এবং স্নায়ু প্রদাহ, শিশুদের প্রারম্ভিক জীবনের স্বাস্থ্য এবং বৃদ্ধি নিয়ন্ত্রণ, বয়স্কদেরক্ষুধামন্দা, বি ভিটামিনের অভাব পূরণে, বিশেষতঃ গর্ভাবস্থায়, স্তন্যদানকালে অথবা নির্দিষ্ট খাবার গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে ঘাটতি দেখা দিলে ব্যবহার্য।

    বি ৫০ ফোর্ট ক্যাপসুল খাওয়ার নিয়ম


    মাত্রা ও ব্যবহার বিধি : ট্যাবলেট/ক্যাপসুল : ১-২টি দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। সিরাপ : দিনে ২-৩ চা চামচ। ইঞ্জেকশন : কেবলমাত্র মাংসপেশীতে বা শিরায় ব্যবহারের জন্য, ২ মি.লি. দিনে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

    সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : এর যে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

    পার্শ্ব প্রতিক্রিয়া : কিছু ক্ষেত্রে এলার্জিক বিক্রিয়া দেখা দিতে পারে।

    গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে নিরাপদে ব্যবহার করা যেতে পারে।

    সরবরাহ :
    বি-৫০® ফোর্ট ট্যাবলেট : ৪৫ টি।
    বি-৫০®ফোর্ট ক্যাপসুল : ২৫ x ১০ টি।
    বি-৫০® ফোর্ট সিরাপ : ১০০ মি.লি ও ২০০ মি.লি.।
    বি-৫০® ফোর্ট ইঞ্জেকশন : ২ x ৫ টি।


    বি 50 ফোর্ট এর দাম

    বি 50 ফোর্ট প্রতি পিসের দাম ১.২৫ টাকা


    টাগঃবি ৫০ ফোর্ট কিসের ঔষধ, বি ৫০ ফোর্ট ক্যাপসুল খাওয়ার নিয়ম | বি 50 ফোর্ট এর দাম


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


    Facebook SDK

     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন