খাদিজাতুল কুবরা জীবনী pdf | খাদিজা রাঃ এর জীবনী বই | Ma khadijar jiboni kahini

 

খাদিজাতুল কুবরা জীবনী pdf | খাদিজা রাঃ এর জীবনী বই | Ma khadijar jiboni kahini

   
       

    খাদিজা রাঃ এর জীবনী বই 

    নারীকুল শিরোমণি উম্মুল মু'মিনীন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে , “ আখেরী নবীর স্ত্রীদের মধ্যে ( সত্য ও ন্যায়ের প্রতিযোগিতার ক্ষেত্রে ) হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি আমার যে ঈর্ষা ছিলো অন্য কারো প্রতি তা ছিলো না । অথচ আমি তাঁকে কখনো দেখিনি । বিশ্বনবী প্রায়ই তাঁর কথা স্মরণ করতেন বলেই আমি তাঁকে ঈর্ষা করতাম । ” 

    উপরোল্লিখিত বাক্যগুলো বিখ্যাত হাদীসের কিতাব মেশকাত শরীফের একটি হাদীসের প্রথমাংশের অনুবাদ । এ হাদীস আমাদের সেই সম্মানিয়া মা বর্ণনা করেছেন , যার জ্ঞান গরিমা , ইজতিহাদী প্রতিভা এবং শ্রেষ্ঠত্বের কথা হাদীস গ্রন্থসমূহে অসংখ্য স্থানে উল্লিখিত আছে । এই সর্বগুণ সম্পন্না মহীয়সী স্ত্রীর উপস্থিতি সত্ত্বেও হযরত রাসূলুল্লাহর বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বার বার স্মরণ করার দ্বারা এটাই প্রমাণিত হয় যে , হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা অসাধারণ গুণাবলী এবং যোগ্যতার অধিকারিণী ছিলেন । আসুন এখন আমরা দেখি কি কারণে আখেরী নবী তাঁকে এত অধিক স্মরণ করতেন : 

    হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি অসাধারণ রূপবতী ও সৌন্দর্যের অধিকারিণী মহিলা ছিলেন । তাঁর রূপ ও সৌন্দর্য সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর একটু অগ্রসর হয়ে বলেন : “ হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন বিগত যৌবনা বৃদ্ধা মহিলা ছিলেন । ” অন্যান্য হাদীস দ্বারাও জানা যায় যে , উম্মুল মু'মিনীনদের মধ্যে খোদ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা , হযরত সুফিয়া রাদিয়াল্লাহু আনহা এবং হযরত যয়নব রাদিয়াল্লাহু আনহা বেশী সৌন্দর্যের অধিকারিণী ছিলেন । সাথে সাথে আমাদের একথাও স্মরণ রাখা দরকার যে , বাহ্যিক ও দৈহিক সৌন্দর্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কারো প্রতি আকৃষ্ট করাতে পারেনি । এখন প্রশ্ন হলো , তাহলে কি কারণে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে এত অধিক স্মরণ করতেন ?

     হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা জ্ঞানের দিক দিয়ে কি শীর্ষস্থানীয়া ছিলেন ? তাও ছিলেন না । কেননা এ সম্পর্কে কোথাও কোনো উল্লেখ পাওয়া যায় না । সকল মুহাদ্দিস এ ব্যাপারে একমত যে , জ্ঞান ও গুণের দিক দিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যেও প্রথম কাতারের । এত জ্ঞানী - গুণী স্ত্রীর উপস্থিতিতেও কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে স্মরণ করতেন ? 

    উন্মুল মু'মিনীন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি ধন - সম্পদ ও বংশ মর্যাদার দিক থেকে শীর্ষস্থানীয়া ছিলেন ? হ্যাঁ তাঁর মধ্যে এই গুণাবলী ছিল । তাই বলে অন্যান্য উম্মুল মু'মিনীন এই ব্যাপারে কেউ কম ছিলেন না । হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মক্কার অন্যতম নেতা ও খলীফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা ছিলেন । হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ দাতা , গরীব দুঃখীদের প্রতিপালক এবং বংশ মর্যাদায় শ্রেষ্ঠ ছিলেন । হযরত সুফিয়া রাদিয়াল্লাহু আনহা খায়বারের সর্দারের কন্যা এবং হযরত হারুন আলাইহিস সালামের বংশধর ছিলেন । হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা ফারুকে আযম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা ছিলেন এবং হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা মক্কার সরদার আবু সুফিয়ানের কন্যা ছিলেন । এভাবে অন্যান্য সব উন্মুল মু'মিনীন বংশ , মর্যাদা ও ধন - সম্পদে শীর্ষস্থানীয়া ছিলেন । হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আত্মীয়তা , মান - মর্যাদা ও বংশ - গৌরব সব ক্ষেত্রেই আরবের শ্রেষ্ঠ এবং শীর্ষস্থানীয় গোত্রসমূহের সাথে সম্পর্কযুক্ত ছিলো । এটা স্পষ্ট যে , কেবল মাত্র হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা একাই এ সমস্ত গুণাবলীর অধিকারিণী ছিলেন না । তাছাড়া এটাও প্রশ্ন যে , ধন - সম্পদ ও বংশ মর্যাদাই কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাল লাগা না লাগা , পসন্দ অপসন্দের মাপকাঠি হতে পারে ? যখন আমরা দেখতে পাই সমগ্র আরববাসীর পক্ষ থেকে কুরাইশ সরদার উত্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইসলামের প্রচার ও প্রসার কার্যের ব্যাপারে শিথিলতা এবং সমঝোতার প্রশ্নে প্রস্তাব দিয়েছিলেন যে , যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলাম প্রচারের ক্ষেত্রে আপোষে রাজী হন , তবে তার বিনিময়ে তারা তাঁকে আরবের সবচেয়ে সুন্দরী মহিলা , অগণিত ধন - সম্পদ এবং গোটা আরবের কর্তৃত্ব দিতে প্রস্তুত । কিন্তু মাহবুবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ প্রস্তাব শোনা মাত্রই দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করলেন । যদি এ লোভনীয় প্রস্তাবগুলো আকর্ষণের কারণ না হয়ে থাকে , তবে এমন কি কারণ থাকতে পারে , যার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এত অধিক স্মরণ করতেন ? 

    এ সমস্ত বিচার - বিশ্লেষণের পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এত প্রিয়পাত্রী হওয়ার আসল কারণ সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত একটি হাদীসের শেষাংশের দিকে ফিরে যাব । সেখানে তিনি বলেছেন যে , বিশ্বনবী এরশাদ করেছেন : “ আল্লাহর কসম তিনি আমাকে খাদিজার চেয়ে ভালো স্ত্রী দান করেননি । খাদিজা ঐ সময় আমার উপরে ( নবী হিসেবে ) বিশ্বাস স্থাপন করেছেন , যখন জনসাধারণ আমাকে অবিশ্বাস করেছে । তিনি আমাকে ঐ সময় ( দীনের প্রতিষ্ঠার জন্য ) ধন - সম্পদ দিয়েছেন , যখন কোনো ব্যক্তি আমাকে দিতে প্রস্তুত ছিলো না । ” অন্য এক হাদীসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনাতে পাওয়া যায় যে , “ যখন আমার কোনো সাহায্যকারী ছিল না , তখন তিনি ( ইকামাতে দীনের জন্য ) আমাকে সাহায্য করেছেন । ” 

    এখন এটা স্পষ্ট প্রমাণিত হলো যে , উপরোক্ত বিষয়ই তাঁকে বেশী বেশী স্মরণ করার প্রত্যক্ষ কারণ ছিল । যেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন , সে দিন থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত তনু , মন , ধন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য উৎসর্গীকৃত প্রাণ ছিলেন । অতপর ইসলাম গ্রহণের পরে তো সমগ্র জানমালই কুরবান করে দিয়েছিলেন । তার বাকী জীবনের প্রতিটি শ্বাস - প্রশ্বাস আমাদের একথার সত্যতা প্রমাণ করে । দীন প্রতিষ্ঠার ব্যাপারে উম্মুল মু'মিনীনদের মধ্যে তাঁর উদাহরণ একমাত্র তিনিই ছিলেন । আজ দীন প্রতিষ্ঠার জন্য বিশ্বব্যাপী যে ইসলামী আন্দোলন চলছে সেখানে পুরুষদের পাশাপাশি মহিলারাও অংশ নিচ্ছেন । এ প্রেক্ষিতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘটনাবহুল জীবন বৃত্তান্ত বার বার আমাদের সম্মুখে আসা উচিত । এজন্য যেন আমরা তাঁর অনুকরণীয় মহান আদর্শের মাধ্যমে সঠিক পথের সন্ধান পাই । যার অছিলায় আমরা আমাদের মনযিলে মকসুদে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে পারি । 

    নোটঃ বিস্তারিত জীবনী পড়তে নিচের বইটি ডাউনলোড করুন।

    খাদিজাতুল কুবরা জীবনী pdf

    Title  খাদিজাতুল কুবরা জীবনী PDF
    PDF Size

    1 Mb
      Total Page   33


    Ma khadijar jiboni kahini



    Tag:-খাদিজাতুল কুবরা জীবনী pdf খাদিজা রাঃ এর জীবনী বই, Ma khadijar jiboni kahini


                                   
    Previous Post Next Post
    আমাদের ফেসবুক পেইজে যুক্ত হতে ক্লিক করুন  

     


    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)