আসছালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন। আসা করি সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। বন্ধুরা কুরবানী আমাদের যাদের উপর ফরজ,কুরবানী দেওয়ার সময় আমাদের অনেক বিষয় লক্ষ রাখতে হবে এবং অনেক বিষয় জানা ও জরুরি তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে সেটা হলো কুরবানীর গরু,ছাগল,ভেড়া-দুম্ভা বয়স কত হতে হবে। আমরা কোরবানির গরুর বয়স,ছাগল,ভেড়া-দুম্ভার বয়স কত লাগবে সেটা হাদিসের আলোকে জানার চেষ্টা করবো।
কোরবানির গরুর বয়স
কুরবানীর গরু,ছাগল,ভেড়া-দুম্ভা বয়স কত হতে হবে
কোরবানির পশুর বয়স কত হতে হবে
কুরবানীর পশুর বয়সঃ- জাবির রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা (কুরবানীতে) ‘মুছিন্না’ ছাড়া যবেহ করবে না। তবে সংকটের অবস্থায় ছ’মাস বয়সী ভেড়া-দুম্বা যবেহ করতে পারবে।’-সহীহ মুসলিম ২/১৫৫
কুরবানীর উট অন্তত পাঁচ বছর বয়সী হতে হবে। গরু, মহিষ দুই বছর এবং ছাগল, ভেড়া ও দুম্বা এক বছর হতে হবে। ভেড়া ও দুম্বার ক্ষেত্রে উপরোক্ত হাদীস থেকে জানা গেল যে, তা ছয় মাসের হলেও চলবে।
প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আসা করি আপনাদের প্রশ্নের উত্তর হাদিসের আলোকে পেয়েছেন। আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুক। আমিন
Tag: কোরবানির গরুর বয়স,কুরবানীর গরু,ছাগল,ভেড়া-দুম্ভা বয়স কত হতে হবে

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)