আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ বন্ধুরা। আপনাদের সবাইকে Educationblog24.Com এ স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।
প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে আজকের এই পোস্ট দ্বারা নিয়ে হাজির হলাম ছেলে/মেয়েদের মুখের ব্রণ দাগ দূর করার উপায় /ঔষধ সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য।
প্রিয় পাঠকবৃন্দ বন্ধুরা চেহারা হল মানুষের সকল সুন্দর্য্যের মূল। চেহারার মধ্যে যদি ব্রণ বা কালো দাগ থাকে তাহলে মানুষের সামনে যেতে খুবই লজ্জাবোধ হয়, নিজের কাছে অনেক বিরক্তি লাগে। তাই আমরা আপনাদের আজকে এই পোস্টে দেখাবো মুখের ব্রণ দূর করার উপায়/ওষুধ এবং ক্রিম সম্পর্কে। ব্রণ ত্বকের সৌন্দর্য ও উজ্জ্বলতাকে নষ্ট করে। এছাড়াও, ব্রণ চলে যায় ঠিকই কিন্তু রেখে যায় দাগ ও ক্ষত। তাই ব্রন থেকে বাচতে হলে নিজের ত্বকের যত্ন নেওয়াটা খুবই জরুরি। তো বন্ধু আপনারা যারা ব্রণের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে মুখের ব্রণ দূর করার উপায়, ও ছেলেদের/মেয়েদের ব্রণ দূর করার ক্রিম ও ঔষধ সম্পর্কে খোজাখুজি করছেন। আজকে তাদের জন্যই আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো মেয়েদের ব্রণ দূর করার ক্রিম, মেয়েদের ব্রণ দূর করার ঔষধের নাম,ছেলেদের ব্রণ দূর করার ক্রিম,ব্রণের দাগ দূর করার ঔষধের নাম, মুখের ব্রণ দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি আমাদের পোস্টে দেওয়া দরকারি ও গুরুত্বপূর্ণ সব তথ্য পেয়ে আপনাদের অনেক উপকার হবে।
মেয়েদের ব্রণ দূর করার ক্রিম
আসুন বন্ধুরা আমরা নিচে মেয়েদের ব্রণ দূর করার কিছু ক্রিম বা ফেসওয়াশের নাম দেখে আসি যেগুলো ব্রণ দূরকরণে কার্যকরী।
★The Body Shop Tea Tree Skin Clearing Face Wash
★Nivea Men Dark Spot Reduction Face Wash
★Mankind Acnestar removal gel
★Clean & Clear Pimple Clearing Face Wash
মেয়েদের ব্রণ দূর করার ঔষধের নাম
নিচে আরো কিছু মেয়েদের ব্রণ দূর করার ওষুধ বা ক্রিমের নাম দেওয়া হলো যেগুলা ব্রণ করতে সাহায্য করে।
★acnegal
★Aclene Plus Gel
★Adaben Duo Gel
★Freshlook
★Nomark gel
★Fona Plus
★Adagel plus
★Pimplex cream
★Adgar gel
★Fona cream plat
ছেলেদের ব্রণ দূর করার ক্রিম
নিচে ছেলেদের ব্রণ দূর করার ক্ষেত্রে কিছু কার্যকরী ক্রিম ও ফেসওয়াশের নাম উল্লেখ করা হলো —
★Nivea Whitening Oil Control Moisturizer for Men
★Garnier Men Oil Clear Fairness cream
★Garnier Acno Fight 6 in1 Pimple Clearing Face Wash
★Pond’s Men Oil Control Face Wash
★Clean & Clear Pimple Clearing Face Wash Men
ব্রণের দাগ দূর করার ঔষধের নাম
ব্রণ সেরে গেলেও কিছু সময় এর কালো দাগ ব্রণের স্থানে থেকে যায়। আর সেই কালো দাগগুলো দূর করার জন্য কিছু ঔষধের নাম নিচে দেওয়া হলো —
★স্কীন স্পট ও ক্লিন ক্রিম
★মেছতা গার্ড
★ব্রণ কিউর
★বেটনোভেট
★আফটান ফেসপ্যাক
★মিডারমা
মুখের ব্রণ দূর করার উপায়
মুখের ব্রণ দূর করার জন্য নিচে কিছু ঘরোয়া উপায় ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে যা ব্রণ দূর করার জন্য কার্যকরী ফর্মূলা।
★টি-ট্রি অয়েল বা স্যালিসিলিক অ্যাসিড আছে এমন কোনো ক্রিম ব্রণে সারারাত লাগিয়ে রাখলে পরের দিন অনেকটাই ঠিক হয়ে যায় ব্রণ।
★টুথপেস্টও ব্রণ সারাতে কাজ করে। ব্রণে এটি লাগালে ফোলাভাব কমে যায় কয়েক ঘণ্টাতেই। তবে জেল টুথপেস্ট ব্যবহার করবেন না।
★বাড়িতে অ্যাসপিরিন থাকলে ট্যাবলেট নিয়ে গুঁড়া করে পেস্ট তৈরি করে ব্রণে লাগিয়ে রাখুন সারারাত। লালচেভাব কমে যাবে এক রাতেই।
★কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো— কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো ব্রণের জন্য খুবই কার্যকর দুটো উপাদান। সমপরিমাণ বাটা কাঁচা হলুদ এবংচন্দন কাঠের গুঁড়ো একত্রে নিয়ে এতে পরিমাণ মত পানি মিশিয়ে পেষ্ট তৈরি করতে হবে। মিশ্রণটি এরপর ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
★আপেল এবং মধুর মিশ্রণ হচ্ছে ব্রণের দাগ দূর করার সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া পদ্ধতি।
ব্রণের দাগ দূর করার উপায়
★অ্যালোভেরার জেল দিয়েও ব্রণের জেদি দাগ দূর করতে পারবেন। এজন্য সকালে ও রাতে জেল মুখে লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন। ধীরে ধীরে দাগ চলে যাবে
★প্রাকৃতিক ব্লিচের আরেকটি উৎস হলো বেকিং সোডা। ব্রণের দাগ দূর করতে ২ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে অল্প একটু পানি মিশিয়ে দাগের জায়গায় ২-৩ মিনিট লাগিয়ে শুকিয়ে ধুয়ে ফেলুন। দ্রুত ব্রণের দাগ দূর হবে।
★আয়ুর্বেদিক গুণসমৃদ্ধ তুলসির পাতা ত্বকের যত্নে অপরিসীম। ব্রণের দাগ সারাতে তুলসির রস দুর্দান্ত উপকারী। নিয়মিত এই পাতার রস ব্যবহারে দ্রুত দাগ দূর হবে।
★শসার রস ব্রণের দাগ দূর করতে দারুণ কাজ করে। এজন্য সমপরিমাণ শসা ও টেমেটোর রস মিশিয়ে ব্রণের দাগে ব্যবহার করে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
সর্বশেষ— ব্রণ এড়াতে ও ব্রণের দাগ এড়াতে
★নিজের স্কিনের যত্ন নিন।
★খাদ্যতালিকা থেকে ফাস্টফুড ভাজাপোড়া খাবার বাদ দিন।
★বেশি পরিমাণ পানি পান করুন।
★টেনশনমুক্ত থাকুন।
★বাইরে থেকে এসে হাত মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার রাখুন।
Tag: মেয়েদের ব্রণ দূর করার ক্রিম, মেয়েদের ব্রণ দূর করার ঔষধের নাম,ছেলেদের ব্রণ দূর করার ক্রিম,ব্রণের দাগ দূর করার ঔষধের নাম, মুখের ব্রণ দূর করার উপায়
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)