অনিয়মিত মাসিকের ঔষধের নাম |অনিয়মিত মাসিকের হোমিও ঔষধের নাম | অনিয়মিত মাসিকের চিকিৎসা ও কারন

অনিয়মিত মাসিকের ঔষধের নাম |অনিয়মিত মাসিকের হোমিও ঔষধের নাম | অনিয়মিত মাসিকের চিকিৎসা ও কারন


আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ বন্ধুরা আপনাদের সবাইকে Educationblog24.Com এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। 

প্রিয় পাঠকবৃন্দ বন্ধুরা আমাদের আজকের এই পোস্ট দ্বারা আপনারা জানতে পারবেন অনিয়মিত মাসিকের ঔষধ সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি অনিয়মিত মাসিকের হোমিও ঔষধের নাম ও অনিয়মিত মাসিক প্রতিরোধে ঔষধের অন্যান্য তথ্য জেনে আপনাদের উপকার আসবে। 

প্রিয় পাঠকবৃন্দ বন্ধু আপনারা অনেকেই এই অনিয়মিত মাসিকের বিষয়টা নিয়ে খুব চিন্তিত। এই অনিয়মিত মাসিক টা পরবর্তীতে শরীরে অনেক সমস্যার মূল কারণ হয়ে দাড়ায়। তাই যতো তাড়াতাড়ি সম্ভব এই অনিয়মিত মাসিক হওয়ার ব্যাপারে সচেতন হতে হবে। এবং এটা প্রতিরোধের উপায় ও ঔষধ সেবন করতে হবে। 

তো বন্ধুরা আপনারা যারা ইন্টারনেট বিভিন্ন মাধ্যম দিয়ে এই অনিয়মিত মাসিকের সমস্যা থেকে মুক্তির জন্য এর ঔষধ ও উপায় সম্পর্কে জানতে চান। আজকে আমরা তাদের জন্য এই পোস্টের মাধ্যমে শেয়ার করবো অনিয়মিত মাসিকের ঔষধের নাম, অনিয়মিত মাসিকের হোমিও ঔষধের নাম,  অনিয়মিত মাসিকের চিকিৎসা ও কারন সম্পর্কে বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি আমাদের দেওয়া পোস্টে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে আপনাদের অনেক উপকার হবে। 


    অনিয়মিত মাসিকের ঔষধের নাম 

    মাসিক নিয়মিতকরণে Renata Limited কোম্পানির বহুল প্রচলিত একটি মেডিসিন হচ্ছে Normens 5MG এই ট্যাবলেটগুলো শরীরের ন্যাচারাল হরমোনের ওপর কাজ করে থাকে এবং অনিয়মিত মাসিক থেকে মুক্তি দেয়।

    Normens ট্যাবলেট কোন কোন ক্ষেত্রে কাজ করে আসুন দেখে নেওয়া যাক —

    অনিয়মিত মাসিক হলে, খুব বেশি রক্তপাত হলে, ব্রেস্ট পেইন, মাথা ব্যাথা বা মুড স্যুইং হলে, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে


    অনিয়মিত মাসিকের হোমিও ঔষধের নাম  

    ঋতু প্রায়ই অনিয়মিত এবং অনেক দেরিতে হয়, ব্যাথা,ঋতু শুরু হবার আগে ওভারিতে ব্যাথা হওয়ার ক্ষেত্রে — Janosia Ashoka

    ঋতু অনিয়মিত,সময়ের বহুপূর্বে প্রকাশ, রজঃ অতি অল্পদিন বা অনেক দিন ধরে চলে,ঋতুর ২/১ দিন আগে তলপেটে ভীষণ ব্যখ্যা, রক্তের রঙ কালো ও চাপচাপ – Abroma augusta

    কেবলমাত্র অনিয়মিত ঋতুস্রাবকে লক্ষ করে ঔষধ প্রদান করলে- তাতে রোগীর প্রকৃত আরোগ্য কোনভাবেই আশা করা যায় না। এক্ষেত্রে রোগীর সার্বিক লক্ষণসমষ্টি, রোগীর অন্যান্য সমস্যা, তার রোগের পূর্ণ-পরিক্রমাসহ আনুষঙ্গিক সমস্ত তথ্য সহযোগে কেইস-টেকিং করে কন্সটিটিউশনাল ও মায়াজমেটিক চিকিৎসা করলে হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীর পূর্ণ আরোগ্যের সম্ভাবনা থাকে- তা রোগীর এই অনিয়মিত ঋতুস্রাব যে কারণেই হয়ে থাকুক না কেন। 


    অনিয়মিত মাসিকের চিকিৎসা ও কারন

    অনিয়মিত মাসিকের কারন—

    ★বয়ঃসন্ধি।

    ★জন্ম দমনের ওষুধ।

    ★স্ট্রেস।

    ★অ্যানোরেক্সিয়া, বুলিমিয়ার কারণে খারাপ আহার আপনার হরমোনকে প্রভাবিত করতে পারে।

    ★অত্যধিক ওজন হ্রাস বা বাড়ানো।

    ★তীব্র ব্যায়াম।

    ★স্তন্যদুগ্ধ খাওয়ানো।

    ★গর্ভাবস্থা নিয়ে উদ্বেগ।

    ★রক্তশূন্যতা।

    ★মেনোপজ।

    ★জরায়ু মধ্যস্ত ফাইব্রয়েড,সিস্ট, পলিপ।

    ★শ্রোর্ণীর সংক্রমণ।

    ★ডিম্বাশয় ক্যান্সার।

    ★প্রদাহজনক গর্ভের রোগ।

    ★থাইরয়েড রোগ।

    ★হৃদরোগ।

    অনিয়মিত মাসিকের চিকিৎসা—

    অনিয়মিত মাসিকের চিকিৎসা পেতে অবশ্যই ডাক্তারের নিকট গিয়ে পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে। 

    তার পাশাপাশি নিজে যে সচেতনা অবলম্বন করতে হবে সেগুলো হলো—

    ★শরীরের ওজন সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে।

    ★মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করতে হবে।

    ★পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে।

    ★আয়রন জাতীয় খাবার খেতে হবে যাতে শরীরে পরিমিত পরিমাণে রক্ত থাকে।

    ★আরাম করুন এবং চাপ কমান।

    ★ক্লান্তিকর শারীরিক ব্যায়াম এড়িয়ে চলুন।

    ★কোন খাওয়ার ব্যাধি নির্মূল করুন।

    ★প্রচুর পরিমাণে তাজা ফল এবং সবজি দিয়ে একটি সুষম খাদ্য খান।

    ★লবণ এবং ক্যাফিন গ্রহণের পরিমাণ কমান।


    বিঃদ্রঃ ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ঔষধ সেবন করবেন না। 



    Tag: অনিয়মিত মাসিকের ঔষধের নাম, অনিয়মিত মাসিকের হোমিও ঔষধের নাম,  অনিয়মিত মাসিকের চিকিৎসা ও কারন

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)