who এর পূর্ণরূপ কি । who Full Meaning

who এর পূর্ণরূপ কি,who Full Meaning,who এর সম্পূর্ণ রুপ কি,

হ্যালো আসসালামু আলাইকুম প্রান প্রিয় পাঠকবৃন্দু কেমন আছেন সবাই,আশা করি ভাল আছেন। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমরা অনেক ভাল আছি। আজ আপনাদের জন্য who এর পূর্ণরূপ কি ,who Full Meaning নিয়ে হাজির হলাম। আ
শা করি আপনাদের কাজে আসবে। ভাল থাকবেন সবাই।

who এর পূর্ণরূপ কি ,who Full Meaning এই বিষয়গুলো লিখে অনলাইনে সার্চ দিয়ে আমাদের Educationblog24 ওয়েব সাইটে আসছেন আপনাদের সবাইকে জানায় একরাশ লাল গোলাপের শুভেচ্ছা। আজকের পোস্টে  এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে  শেয়ার করবো who এর পূর্ণরূপ কি ,who Full Meaning আশা করি সঠিক তথ্য পাবেন।

who এর পূর্ণরূপ কি

who এর পূর্ণরূপ কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘের একটি সহযোগী সংস্থা বা এজেন্সী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিষয়ে সমন্বয়কের ভূমিকা পালন করে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।who এর পূর্ণরূপ কি এটা আমাদের সবারই জানা দরকার।সেজন্য আজ আপনাদের সাথে শেয়ার করলাম who এর পূর্ণরূপ কি।

👉 who এর পূর্ণরূপ কি - World Health Organization - বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

👉 আশা করি আমাদের who এর পূর্ণরূপ কি ,who Full Meaning পোস্টটি আপনাদের ভাল লেগেছে,যদি ভাল লেগেই থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।আর আমাদের Educationblog24 সাইটটি ফলো করে রাখুন সঠিক ও্ নির্ভূল যে কোন তথ্য পাওয়ার জন্য।ভাল থাকবেন সবাই।

Tags: who এর পূর্ণরূপ কি,who Full Meaning,who এর সম্পূর্ণ রুপ কি,

                               
Previous Post Next Post
আমাদের ফেসবুক পেইজে যুক্ত হতে ক্লিক করুন