এই অবেলায় গান লিরিক্স | শিরোনামহীন এই অবেলায় লিরিক্স


    এই অবেলায় গান লিরিক্স  

    আসসালামুআলাইকুম সবাইকে Educationblog.Com এ স্বাগতম। 

    আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

    প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই গানপ্রিয় মানুষ আছেন। আর এখন শিরোনামহীনের আবেগময়ী এই অবেলায় তোমারি আকাশে গানটি অনেক জনপ্রিয় হয়ে আছে। আপনারা অনেকেই এই গানটির লিরিক্স অনেকভাবে খোজার চেষ্টা করছেন। তাই আজকে আপনাদের মাঝে শিরোনামহীনের এই অবেলায় তোমারি আকাশে গানটির পুরো লিরিক্স শেয়ার করবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। 


    শিরোনামহীন এই অবেলায় লিরিক্স

    গান : এই অবেলায় 

    ব্যান্ড : শিরোনামহীন 

    কথা : জিয়াউর রহমান 

    সুর : কাজী শাফিন আহমেদ


    এই অবেলায় তোমারই আকাশে নীরব আপসে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায়। 

    কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত অবেলায় কতকাল আর ভুল - অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখাইনি তোমায়। 

    সেই কবে কার ভায়োলিন বেজে যায় কতদিন প্রাণে চাপা ঢেউ দেখেনি আর কেউ। 

    কখনো অভিমান, অবাধ্য পিছুটান জানি না কী কষ্টে এই অবেলায় নির্বাসন বাসর সাজিয়ে তবুও ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়। 

    ঘুণে খাওয়া মেঘে কালো হয়ে যায় এ হৃদয় যখন একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন আজও তাই অবাক রঙে এঁকে যাই সাদা কালো রঙ মাখা ফানুসের মুহূর্ত রাঙাই ভীষণ কালো মেঘ পুড়ে ছাই আবেগে আজও তাই। 

    অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখাইনি তোমায়। 

    এই অবেলায় তোমারই আকাশে নীরব আপসে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায়। 

    কেউ কোথাও ভালো নেই যেন সেই অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই এই সন্ধ্যায় দু'চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায় কতকাল আর হাতে হাত অবেলায় কতকাল আর ভুল  অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখাইনি তোমায়। 


    এই অবেলায় তোমারি আকাশে নিরব আপোষে ভেসে যাই


    Tag: এই অবেলায় গান লিরিক্স, শিরোনামহীন এই অবেলায় লিরিক্স, এই অবেলায় তোমারি আকাশে নিরব আপোষে ভেসে যাই


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     


     পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন