নতুন কবিতা ২০২৪
আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা আজকে আপনাদের মাঝে Educationblog.Com নিয়ে আসলো নতুন কবিতা ২০২২, নতুন কবিতা, নতুন প্রেমের কবিতা, নতুন কবিতা অসমীয়া এই সম্পর্কে পোস্টে পাবেন সবকিছু।
নতুন কবিতা
★আশ্চর্য সূর্য
ইশরাত তানিয়া
ঈশ্বর জানেন,,,, কতবার হাত গুটিয়ে নিয়েছি
স্পর্শকাতর মুঠোফোন থেকে,,,,,
ক্ষুদে বার্তা থেকে ছেঁটেছি একের পর এক অক্ষর,,,
তারপর মুছে দিয়ে সবটুকু রঙ,,,,
সাদা ক্যানভাস ধরে হেঁটে গেছি,,,
দূর ব্যবধান স্থাপন করেছি দেশে-মহাদেশে,,,,,
নির্বাসনে ভোরের জানালায় আনমনে,,,,,
তোমার বাষ্প ওঠা ফুটন্ত জলে কফি দেই,,,,
টোস্ট আর বাটারের গন্ধ মিশে বাতাসের দীর্ঘশ্বাসে,,,,
সে আজ কতকাল যোগাযোগ ছিন্ন করে,,,,
ভালোবাসার উৎস থেকে ক্রমাগত দূরে,,,,,
তবু সঠিক বুঝে যাও কখন,,,,,
এ দু’টি চোখ অন্ধ হয়ে যায়,,,,,
তক্ষনি সামনে এসে দাঁড়াও সূর্য হয়ে,,,,!!!!
★শূন্যতা
পূর্বালী দে
শূন্যতার কোনো অনুবাদ হয় না,,,,,
নির্ঝরের রাতে পালিয়ে আসা অভিব্যাক্তির খোঁজে,,,,,
হারিয়ে গেছে বিষন্নতার মেঘ,,,,,
কিংবা না আসা অনুভূতিরা,,,,
তুমি যাকে বলতে চাও,,,,,
তাকে ঠিক গুছিয়ে বলতে পারছো না,,,,,,
বারবার জিভের সাথে জিভ জড়িয়ে ফেলছো,,!!
কিন্তু বলে ওঠা হচ্ছে না,,,,
কোন অনুসন্ধিৎসুর খোঁজে,,,,,
তোমার প্রকাশের দীর্ঘতা কমেছে,,,,,,
শরীরের প্রাণবায়ু আর প্রকৃতির প্রাণবায়ু মিলেমিশে একাকার হয়েছে,,,,
তবুও যেন এই মৃদুমন্দের খেয়ালে ভাঁটা পড়েছে,,,,,
না জেনে না বুঝে এমনিভাবেই,,,!!!!
নতুন প্রেমের কবিতা
★দূরে গেলে তুমি,,,,,হারিয়ে যাবাে আমি,,!!
ভালােবাসি তােমায়,,,,বােঝনা কেন তুমি,,!!
ছােট্ট এই জীবনে,,,,একটাই শুধু চাওয়া,,,!!!
তােমাকে আপন করে,,,,আমার শুধু পাওয়া,,!!!
★এক পৃথিবী চেয়েছি তোমাকে,,,,,
এক সাগর ভালবাসা রয়েছে এই বুকের ভিতরে,,,,,
যদি কাছে আসতে দাও,,,,,
অনেক ভালবাসতে দাও,,,,,
এক জনম নয় হাজার জনম ভালবাসবো তোমাকে,,,,!!!!
★আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,,,,,
আমার জীবনে কোন সপ্ন নেই তুমি ছাড়া,,,,,
আমার দুচোখ কিছুই দেখেনা তুমি ছাড়া,,,,,
আমার মন কিছু ভাবতে পারেনা তুমি ছাড়া,,,,
আমি কিছু লিখতে পারিনা তুমি ছাড়া,,,,,
আমি কিছু বুঝতে চাইনা তুমি ছাড়া,,,,
তাইতো তুমি আমার জান,,,, তুমি আমার প্রাণ,,!!!
নতুন কবিতা অসমীয়া
★সেদিনা যে তুমি দিছিলা,,,,,
তেনে এপাহি গোলাপ তেজরঙা,,,
আজিও সাঁচি থৈছোঁ জানা,,,,!!
তারেই গোন্ধেরে আমোলমোল,,,,
মোর হৃদয় সরু খোটালি,,,!!
য'ত তোমার বসতি,,,!!
অভিমান বোঝে যে জনে,,,
বারে বারে আহে,,,
অরশ্যে নাহিবনো কিয়,,,,
ফাগুন যদি প্ৰেম, পছোরা তার স্নেহ ।
ফাগুনে হৃদয় বান্ধে,,,,
পছোৱাই কাষ চপাই আনে ।
বহাগে ৰহন সানে, শাওনে জীপাল কবে,
আরু আহিনে,,,,,
আহিনে কান্দোন জোবে,,,,
যি কান্দোনে চকুহাল মেলে
কণমানি এপাহি ফুল হৈ,,,,!!!!
Tag: নতুন কবিতা ২০২৪, নতুন কবিতা, নতুন প্রেমের কবিতা, নতুন কবিতা অসমীয়া
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)