স্বদেশ আহসান হাবীব কবিতা
কবিতা স্বদেশ
Kobita Sodesh Ahsan Habib
স্বদেশ
আহসান হাবীব
এই যে নদী
নদীর জোয়ার
নৌকা সারে সারে ,
একলা বসে আপন মনে
বসে নদীর ধারে
এই ছবিটি চেনা ।
মনের মধ্যে যখন খুশি
এই ছবিটি আঁকি ,
এক পাশে তার জারুল গাছে
দুটি হলুদ পাখি
এমনি পাওয়া এই ছবিটি
কড়িতে নয় কেনা ।
মাঠের পরে মাঠ চলেছে
নেই যেন এর শেষ
নানা কাজের মানুষগুলাে
আছে নানান বেশ ।
মাঠের মানুষ যায় মাঠে আর
হাটের মানুষ হাটে ।
দেখে দেখে একটি ছেলের
সারাটি দিন কাটে ।
এই ছেলেটির মুখ
সারাদেশের সব ছেলেদের
মুখেতে টুকটুক ।
কে তুমি ভাই ,
প্রশ্ন করি যখন
ভালােবাসার শিল্পী আমি
বলবে হেসে তখন ।
এই যে ছবি এমন আঁকা
ছবির মতাে দেশ ,
দেশের মাটি দেশের মানুষ
নানা রকম বেশ ,
বাড়ি বাগান পাশাপাশি
সব মিলে এক ছবি ,
নেই তুলি নেই রঙ , তবুও
আঁকতে পারি সবই ।
Tag: স্বদেশ আহসান হাবীব কবিতা, কবিতা স্বদেশ, Kobita Sodesh Ahsan Habib
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)