রৌদ্র লেখে জয় শামসুর রাহমান কবিতা
কবিতা রৌদ্র লেখে জয়
Kobita Rodro Lekhe Joy Samsur Rahman
শামসুর রাহমান
বর্গি এলাে খাজনা নিতে ,
মারল মানুষ কত ।
পুড়ল শহর , পুড়ল শ্যামল
গ্রাম যে শত শত ।
হানাদারের সঙ্গে জোরে
পড়ে মুক্তিসেনা ,
তাদের কথা দেশের মানুষ
কখনো ভুলবে না ।
আবার দেখি নীল আকাশে
পায়রা মেলে পাখা
মা হয়ে যায় দেশের মাটি ,
তার বুকেতেই থাকা ।
কাল যেখানে আঁধার ছিল
আজ সেখানে ভালাে ।
কাল যেখানে মন্দ ছিল ,
আজ সেখানে ভালো ।
কাল যেখানে পরাজয়ের
কালাে সন্ধ্যা হয় ,
আজ সেখানে নতুন করে
রৌদ্র লেখে জয়
Tag: রৌদ্র লেখে জয় শামসুর রাহমান কবিতা, কবিতা রৌদ্র লেখে জয়, Kobita Rodro Lekhe Joy Samsur Rahman, বর্গি এলো খাজনা নিতে কবিতা
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)