এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৮ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান-১ (এসাইনমেন্ট ৪)
নির্দিষ্ট কম্পাংকের শব্দের বেগ এর তরঙ্গ দৈর্ঘের সমানুপাতিক, ব্যাখ্যা কর
১. তরঙ্গ এর ধারণাঃ
যে পর্যাবৃত্ত আন্দোলন মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলাে স্থানান্তরিত হয় না সেই পর্যাবৃত্ত আন্দোলনকে তরঙ্গ বলে । যেমন - পানির ঢেউ এক ধরনের তরঙ্গ ।
তরঙ্গ দুই প্রকার । যথা- ১ ) অনুপ্রস্থ তরঙ্গ ২ ) অনুদৈর্ঘ্য তরঙ্গ ।
অনুপ্রস্থ তরঙ্গ : যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে । পানির তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ ।
★মাধ্যমের কণাগুলাের স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয় কিন্তু কণাগুলাের স্থায়ী স্থানান্তর হয় না ।
★যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়ােজন ।
★ তরঙ্গ একস্থান থেকে অন্যস্থানে শক্তি সঞ্চালন করে ।
★ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে ।
★তরঙ্গের প্রতিফলন ও প্রতিসরণ ও উপরিপাতন ঘটে ।
৩. তরঙ্গ সংশ্লিষ্ট রাশিঃ
তরঙ্গ বেগ ( Wave velocity ) : তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ঐ তরঙ্গের বেগ বা সংক্ষেপে তরঙ্গ বেগ বলে । তরঙ্গ বেগকে V দ্বারা প্রকাশ করা হয় ।
কম্পাঙ্ক ( Frequency ) : তরঙ্গ সঞ্চারণকারী কোনাে কণা এক সেকেন্ডে যতগুলাে স্পন্দন সম্পন্ন করে তাকে ঐ কণার বা তরঙ্গের সম্পন্ন করে কম্পাঙ্ক বলে । কম্পাঙ্ককে সাধারণত f দ্বারা প্রকাশ করা হয় । কম্পাঙ্কের একক হার্জ । সংক্ষেপে লেখা হয় , Hz ।
২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৮ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান-১ এসাইনমেন্ট সমাধান
Tag: এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৮ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান-১ (এসাইনমেন্ট ৪), ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৮ম সপ্তাহের পদার্থ বিজ্ঞান-১ এসাইনমেন্ট সমাধান, নির্দিষ্ট কম্পাংকের শব্দের বেগ এর তরঙ্গ দৈর্ঘের সমানুপাতিক, ব্যাখ্যা কর
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)