৮ম/অষ্টম শ্রেণির ১২শ/দ্বাদশ সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান কর্ম ও জীবনমুখী শিক্ষা (এসাইনমেন্ট-২) | ২০২১ সালের ৮ম/অষ্টম শ্রেণির ১২শ/দ্বাদশ সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর


    ৮ম/অষ্টম শ্রেণির ১২শ/দ্বাদশ সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান কর্ম ও জীবনমুখী শিক্ষা (এসাইনমেন্ট-২) 


    উত্তরঃ

    প্লাস্টিকের বােতল দিয়ে ঘর সাজানাে : 

    সেখানেই চাষবাসের ব্যবস্থা ? অতি সহজ উপায়ে এমনটা করা সম্ভব প্রায় বিনা ব্যয়েই পরিবেশ সংরক্ষণ ও পুষ্টিকর খাদ্যের জোগান নিশ্চিত করা যায় ট্রাকের মাল ঢাকার পুরানাে চাদর থেকে ব্যাগ , সাইকেলের টায়ারের টিউব দিয়ে বেল্ট অথবা পুরানাে পর্দা দিয়ে মানিব্যাগা আবর্জনা এড়ানাের সৃজনশীল প্রচেষ্টা বা ' আপসাইক্লিং - এর কদর বাড়ছে । এর ফলে পরিবেশ সংরক্ষণও হচ্ছে ৷


    রাজহাঁস তৈরির উপকরণঃ 

    1.একটি 5 লিটারের বােতল 

    2.পনেরাে বােতল দুধ বা কেফির ( প্লামেজ তৈরির জন্য প্রয়ােজন ) 

    3.তার এবং কাঁচি 

    4.পায়ের পাতার মােজাবিশেষ টুকরা 

    5.সমাপ্ত পণ্য রং করার জন্য পেইন্ট দিন


    রাজহাঁস তৈরি করাঃ 

    সুতরাং , শুরুতে একটি কালাে মার্কার নিন এবং বােতলে লাইন আঁকুন , যার সাথে পরে একটি খােলার কাটা হবে ( এতে ফুলের পাত্রগুলি সন্নিবেশ করা সম্ভব হবে । আপনি উপরের ছবিতে এটি কীভাবে করবেন তা দেখতে পারেন ।


    এর পরে , প্রয়ােজনীয় দৈর্ঘ্যের পায়ের পাতার মােজাবিশেষের একটি টুকরাে নিন , এতে একটি মােটা তার ins কান এবং তারপরে ওয়ার্কপিসটিকে এমন আকারে রূপান্তর করতে আপনার হাত ব্যবহার করুন যা দৃশ্যত রাজহাঁসের ঘাড়ের অনুরূপ । সমাপ্ত ওয়ার্কপিসটি পাঁচ লিটারের বােতলের গলায় ডোকান ।

    পরবর্তী ধাপে , আমাদের রাজহাঁসের পালক তৈরি করা শুরু করুন । এটি করার জন্য , দুধের বােতল থেকে একটি পালক অনুকরণ করে ফাঁকাগুলি কেটে ফেলুন । এবং এটিকে যতটা সম্ভব প্রাকৃতিকভাবে কাছাকাছি করতে , ধারালাে কাঁচি দিয়ে প্রান্ত বরাবর কেটে ফেলুন , এবং তারপরে একটি প্রজ্জ্বলিত মােমবাতির উপর ফলপ্রসূ ঝাল গরম করুন ( এটি পালক ঝাঁকতে সাহায্য করবে ) ।

    এর পরে , আমরা বেশ কয়েকটি দুধের বােতলের ঘাড় এবং নীচের অংশটি কেটে দিয়ে পায়ের পাতার মােজাবিশেষে রাখি ( আমরা রাজহাঁসের গলার অনুকরণ করি ) । সবচেয়ে চরম বােতলে , আমরা কেবল পাছা কেটে ফেলি , এবং ঘাড়টি জায়গায় রেখে দেই এবং এটি থেকে আমাদের আলংকারিক পাখির মাথা তৈরি করি । চূড়ান্ত পর্যায়ে , আমরা পূর্বে প্রস্তুত পালকগুলি গ্রহণ করি এবং সেগুলি সাবধানে ফলিত দেহে আঠালাে করি । 


    অতএব , উপরােক্ত উপায়ে আমরা প্লাস্টিকের বােতল দিয়ে রাজহাস বানাতে পারি ।


    ২০২১ সালের ৮ম/অষ্টম শ্রেণির ১২শ/দ্বাদশ সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর



    Tag: ৮ম/অষ্টম শ্রেণির ১২শ/দ্বাদশ সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ উত্তর/সমাধান কর্ম ও জীবনমুখী শিক্ষা (এসাইনমেন্ট-২),  ২০২১ সালের ৮ম/অষ্টম শ্রেণির ১২শ/দ্বাদশ সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা এসাইনমেন্ট সমাধান/উত্তর

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)