উৎপাদন ও এর উপকরণসমূহের সম্পর্ক | এইচএসসি এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২১ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (৫ম সপ্তাহ) এসাইনমেন্ট -৩ | ২০২১ সালের এইচএসসি ৫ম সপ্তাহের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (১ম পত্র) এসাইনমেন্ট সমাধান /উত্তর


    এইচএসসি এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২১ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (৫ম সপ্তাহ) এসাইনমেন্ট -৩  


    উৎপাদন ও এর উপকরণসমূহের সম্পর্ক


    ভূমির ধারণা ও বৈশিষ্ট্য 

    সাধারণ অর্থে ভূমি বলতে ভূপৃষ্ঠের উপরিভাগকেই বুঝায় । কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে শুধুমাত্র ভূপৃষ্ঠের উপরিভাগকেই বুঝায় না বরং প্রাকৃতিক সব সম্পদকেই বুঝায় । অর্থাৎ অর্থনীতিতে ভূমি বলতে ভূপৃষ্ঠসহ , সূর্যকিরণ , বৃষ্টিপাত , বাতাস , নদনদী , সমুদ্র ও বনজ সম্পদ ইত্যাদি প্রকৃতির সকল অবাধ দান যা উৎপাদনের কাজে লাগে তাকে বুঝায় । 

    ভূমির বৈশিষ্ট্য হলাে 

    ( ১ ) ভূমি প্রকৃতির দান 

    ( ২ ) ভূমির যােগান দাম নেই 

    ( ৩ ) ভূমি অবিনশ্বর 

    ( ৪ ) ভূমি স্থানান্তর যােগ্য নয় , তবে মালিকানা হস্তান্তর যােগ্য 

    ( ৫ ) অবস্থাগত কারণে ভূমির মূল্যের পার্থক্য হয় 

    ( ৬ ) ভূমির যােগান সীমাবদ্ধ ।


    শ্রমের ধারণা ও বৈশিষ্ট্য 

    শ্রম বলতে সাধারণত মানুষের শারিরীক শ্রমকেই বুঝায় । কিন্তু অর্থনীতিতে শ্রম বলতে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের দৈহিক ও মানসিক সব শ্রমকেই শ্ৰম বুঝানাে হয় । 

    শ্রমের কতকগুলাে বৈশিষ্ট্য হলাে 

    ( ১ ) শ্রম সংরক্ষণ যােগ্য নয় 

    ( ২ ) শ্রমিক থেকে শ্রম আলাদা করা যায় 

    ( ৩ ) শ্রম সংরক্ষণ করা যায় না বিধায় শ্রমিকের দর কষাকষির ক্ষমতা কম ।


    মূলধনের ধারণা ও বৈশিষ্ট্য 

    মূলধন হলাে উৎপাদনের তৃতীয় উপকরণা সাধারণত : মূলধন বলতে টাকা পয়সা যা ব্যবসা কার্যে নিয়ােজিত হয় তাকেই বুঝায় । কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে , মানুষের শ্রম দ্বারা উৎপাদিত হয়ে যেসব দ্রব্য পূনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে বুঝায় । 

    যেমন যন্ত্রপাতি , কাঁচামাল , কলকারখানা প্রভৃতি মানুষের উৎপাদিত দ্রব্য যা পূনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়।  মূলধনের কতগুলাে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলাে : 

    ( ১ ) মূলধন প্রকৃতি প্রদত্ত নয়- এটি মানুষের সৃষ্টি 

    ( ২ ) এর উৎপাদন ব্যয় আছে 

    ( ৩ ) মূলধনের উৎপাদন সময় সাপেক্ষ ।


    সংঘঠনের ধারণা ও বৈশিষ্ট্য 

    সংগঠন হলাে উৎপাদনের গুরুত্বপূর্ণ উপাদান।  অর্থনীতিতে সংগঠন বলতে উৎপাদনের অপরাপর তিনটি মূল উপকরণ যথা ভূমি , শ্রম ও মূলধনের আনুপাতিক সংগ্রহ , সংযােজন ও নিয়ােগ প্রক্রিয়ার মাধ্যমে কোন নির্দিষ্ট লক্ষ্য অর্জন করার যে সুনিপুণ প্রচেষ্টা তাকে বুঝায় । 

    সংগঠন হলাে একটি বিশেষ ধরনের শ্রম যার কতকগুলি বৈশিষ্ট্য আছে । যেমন 

    ( ১ ) সংগঠন উৎপাদনের সাথে সম্পৃক্ত 

    ( ২ ) এটি একটি জীবন্ত উপকরণ 

    ( ৩ ) উৎপাদনের সাথে ঝুঁকি বহনের মানুষিক সক্ষমতা 

    ( ৪ ) সমাজের উদ্যোগী কর্মকুশল ও সম্পদশালী ব্যক্তিরা এর সাথে জড়িত ।


    উৎপাদের ধারণা ও বৈশিষ্ট্য 

    উৎপাদনের পরিমাণ উপকরণের উপর নির্ভরশীল । উপকরণ ছাড়া উৎপাদন সম্ভব নয় । উৎপাদনের উপরকরণ হচ্ছে ভূমি , শ্রম , মূলধন ও সংগঠন অর্থনীতিতে ভূমি বলতে ভূপৃষ্ঠসহ , সূর্যকিরণ , বৃষ্টিপাত , বাতাস , নদনদী , সমুদ্র ও বনজ সম্পদ ইত্যাদি প্রকৃতির সকল অবাধ দান যা উৎপাদনের কাজে লাগে তাকে বুঝায়।  ভূমি ছাড়া উৎপাদন সম্ভব নয়।  শ্রম বলতে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের দৈহিক ও মানসিক সব শ্রমকেই শ্ৰম বুঝানাে হয় । শ্রমের মাধ্যমেই উৎপাদন সম্ভব হয় । মূলধন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । সংগঠন উৎপাদনের বাকি তিনটি উপাদানের সমন্বয় ঘটায় । পরিশেষে বলা যায় উপকরণ ও উৎপাদনের সম্পর্ক গভীর ।


    ২০২১ সালের এইচএসসি ৫ম সপ্তাহের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (১ম পত্র) এসাইনমেন্ট সমাধান /উত্তর 



    Tag: এইচএসসি এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২১ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (৫ম সপ্তাহ) এসাইনমেন্ট -৩, ২০২১ সালের এইচএসসি ৫ম সপ্তাহের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (১ম পত্র) এসাইনমেন্ট সমাধান /উত্তর, উৎপাদন ও এর উপকরণসমূহের সম্পর্ক

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)