এসএসসি (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৬ষ্ট সপ্তাহের উইভিং-১ (এসাইনমেন্ট ৪)
অ্যাকরাইলিক ফাইবার এর প্রস্তুত প্রণালী ও গুণাবলী ব্যাখ্যাকরণ
১. অ্যাকরাইলিক ফাইবার প্রস্তুতপ্রণালীঃ
অ্যালুমিনিয়াম পারসালফেট ও সােডিয়াম বাই সালফাইড প্রথমে পানিতে ৪০ ° তাপমাত্রায় দ্রবীভূত করা হয় । এরপর অ্যাকরাইলে নাইট্রাইল ও কিছু ভিনাইল সনােমর একটি পাত্রে ২ ঘণ্টা যাবৎ নাড়া হয় । এতে পলিমারের দানা পড়ে তা ধৌত ও ফিল্টার করে শুকানাে হয় । এই অ্যাকরাইলে নাইট্রাইলের মনােমার পানিতে দ্রবণীয় কিন্তু পলিমার পানিতে দ্রবণীয় । এ ছাড়া পলিমারাইজেশন পাত্র বাতাস মুক্ত রাখতে হবে এবং দ্রবণের p " 2.5 রাখা প্রয়ােজন ।
২ . অ্যাকরাইরাইলিক ফাইবার এর ভৌত গুণাবলীঃ
৩. অ্যাকরাইলিক ফাইবার এর ব্যবহারঃ
১. উলের মতাে অনুভব ও গুণাগুণের কারণে অ্যাকরাইলিক ফাইবার নিটেড ফেব্রিক , সােয়েটার ও কম্বল তৈরিতে ব্যবহার হয় ।
২. এটি পলিয়েস্টার ফাইবারের সাথে ব্লেন্ডেড করে বিভিন্ন ধরনের কাপড় তৈরিতে ব্যবহৃত হয় ।
৩. এটি কটনের সাথে ব্লেন্ডেড করে স্পাের্টস শার্ট তৈরিতে ব্যবহৃত হয় ।
৪. ভালাে রেসিলিয়েন্সি ও উজ্জ্বলতার কারণে এটি পাইল ফেব্রিক তৈরিতে ব্যবহৃত হয় ।
৫. কার্পেট ও ছােট গালিচা তৈরিতে ব্যবহৃত হয় ।
২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) ৬ষ্ট সপ্তাহের উইভিং-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান
Tag: এসএসসি (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৬ষ্ট সপ্তাহের উইভিং-১ (এসাইনমেন্ট ৪), ২০২১ সালের এসএসসি (ভোকেশনাল) ৬ষ্ট সপ্তাহের উইভিং-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান, অ্যাকরাইলিক ফাইবার এর প্রস্তুত প্রণালী ও গুণাবলী ব্যাখ্যাকরণ
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)