একদা ছিল না জুতা চরণ যুগলে
একদা ছিল না জুতা চরণ যুগলে ,
দহিল হৃদয় মন সেই ক্ষোভানলে ।
ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে ,
গেলাম ভজনালয়ে ৬ জন কারণে ।
দেখি সেথা একজন , পদ নাহি তার ,
অমনি জুতার খেদ ঘুচিল আমার ।
অপরের দুঃখ কথা করিলে চিন্তন ,
আপনা মনে দুঃখ থাকে কতক্ষণ ?
সারমর্ম : মানুষ সর্বদাই প্রয়ােজনীয় বস্তুর অভাববােধে তাড়িত হয় ; আর এ কারণেই তার ভেতরে ক্ষোভ ও দুঃখ জন্ম নেয় । কিন্তু সে যদি তার পারিপার্শ্বিক জগতে দৃষ্টি দেয় , তাহলে সে তার চেয়েও দুঃখী মানুষ দেখতে পাবে । তখন তার আর নিজের অভাববােধের দুঃখ থাকবে না ।
Tag: সারমর্ম - একদা ছিল না জুতা চরণ যুগলে, একদা ছিল না জুতা চরণ যুগলে সারমর্ম, বাংলা ২য় পত্র সারমর্ম পাঠ বইয়ের
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)