কলেজে ছাত্রাবাস সমস্যা সংক্রান্ত প্রতিবেদন
বরাবর
অধ্যক্ষ জাজিরা ডিগ্রি মহাবিদ্যালয়
নড়াইল সদর , নড়াইল
বিষয় : কলেজ ছাত্রাবাস সমস্যা সংক্রান্ত প্রতিবেদন ।
সূত্র : জামা / ১০৮ ( ৩ ) / ২০১৬
জনাব ,
সবিনয় নিবেদন এই যে , উল্লিখিত সূত্র ও বিষয়ের আলােকে জাজিরা ডিগ্রি মহাবিদ্যালয়ের ছাত্রাবাস সম্পতি প্রতিবেদনটি আপনার সদয় অবগতির জন্য উপস্থাপন করছি ।
১. কলেজটি জাতীয়করণ করার পর ছাত্রদের আবাসন সংকট নিরসনে ছাত্রাবাসটি স্থাপন করা হয় । কি বর্তমানে ছাত্রাবাসটির অবস্থা খুবই করুণ । কলেজ উন্নয়ন ও ছাত্রসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ছাত্রাবাসে উন্নয়ন ও সংস্কার হয়নি । ফলে আবাসন সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে । প্রয়ােজনীয় কক্ষ না থাকার ফা একই কক্ষে ৮/১০ জন ছাত্রকে ডাবলিং করে অবস্থান করতে হচ্ছে । এ কারণে ছাত্রদের পড়াশােনার পরিবেশ নেই।
২. ছাত্রাবাসের প্রতিষ্ঠাকালীন আসবাবপত্র এখন ব্যবহার করা হয়ে যায় । অনেকগুলাে নষ্ট হয়ে গেছে । চেয়ার , টেবিল , খাট প্রভৃতি অংশবিশেষ বা পূর্ণাঙ্গরূপে নষ্ট হয়ে গেলেও এ যাবৎ সেগুলাে মেরামত কি নতুন করে তৈরি করা হয়নি । এ কারণে ছাত্ররা ঠিকমতাে পড়াশােনা করতে পারছে না ।
৩. ডাইনিং পরিচালক তার ইচ্ছামতাে খাবার পরিবেশন করছে । এসব খেয়ে ছাত্ররা ডায়রিয়া , আমাশয় , আবাসিক শিক্ষক ছাত্রাবাসে অবস্থান করেন না , কারণ তার জন্য কোনাে কক্ষের ব্যবস্থা নেই । তত্ত্বাবধায়কের জন্য একটি রুম বরাদ্দ থাকলেও তিনি সপরিবারে বাইরে অবস্থান করেন । ফলে কতিপয় । উচ্ছল ছাত্র ছাত্রাবাসে নিয়মিত শিক্ষাবহির্ভূত নানা কর্মকাণ্ড সংঘটিত করে থাকে ।
৪. ডাইনিং - এ নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে । খাবারের মান নিয়ন্ত্রণে কোনাে নিয়মনীতি না থাকার ফলে । গ্যাস্ট্রিকসহ নানা সমস্যায় আক্রান্ত হচ্ছে । ,
৫.ছাত্রাবাসে কোনাে গ্রন্থাগার ও রিডিং রুম না থাকার ফলে ছাত্ররা প্রয়ােজনীয় বই ও পড়ার পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে।
৬.সংস্কারের অভাবে বহু দরজা - জানালা নষ্ট হয়ে যাচ্ছে । তা ছাড়া ছাদের অবস্থাও করুণ । বৃষ্টি হলেই ছাদ থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ে । এমতাবস্থায় ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনার ভয়ে আছে ছাত্ররা ।
৭. বাথরুম সমস্যা প্রকট আকার ধারণ করেছে । ময়লা , দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ বাথরুমগুলাে স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । এগুলাে নিয়মিত পরিষ্কার করা হয় না ।
৮. দলীয় রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টায় কতিপয় ছাত্র সদা তৎপর হয়ে আছে । ফলে রুম দখল , প্রতিপক্ষের প্রতি হুমকি , সাধারণ ছাত্রদের দলীয় কার্যক্রমে অংশ নিতে বাধ্য করা , সর্বোপরি পেশিশক্তি বিস্তারের ফলে সাধারণ ছাত্ররা হয়ে পড়েছে অসহায় ।
উপরি - উক্ত সমস্যাসমূহ সমাধানকল্পে অবিলম্বে প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করে ছাত্রাবাসটিকে ছাত্রদের বাসযােগ্য ও পাঠের উপযুক্ত পরিবেশ গড়ে তােলার জন্য আবেদন জানানাে হলাে ।
নিবেদক
কাইয়ুম রানা
হােস্টেল সুপার
জাজিরা ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রাবাস-১
Tag: প্রতিবেদন - কলেজে ছাত্রাবাস সমস্যা সংক্রান্ত, কলেজে ছাত্রাবাস সমস্যা সংক্রান্ত প্রতিবেদন রচনা, প্রতিবেদন রচনা কি

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)