আজকের সাধারণ জ্ঞান ৭ ফেব্রুয়ারি ২০২১
পত্রিকা থেকে সংগৃহীত (০৭ ফেব্রুয়ারি, ২০২১)
বাংলাদেশ বিষয়াবলী
০১. দেশজুড়ে করোনার গণ টিকা কার্যক্রম কবে শুরু হয়?
উত্তরঃ ৭ ফেব্রুয়ারি, ২০২১.
## সারা দেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ১ হাজার ৫টি হাসপাতালে টিকা দেওয়া হবে, ঢাকায় ৫০টি হাসপাতালে।
## প্রথম টিকাদান কর্মসূচী চালু হয় - ২৭ জানুয়ারি, ২০২১.
০২. কমলাপুর রেলস্টেশন কবে নির্মিত হয়?
উত্তরঃ ১৯৬৮ সালে।
## স্থপতি - ড্যানিয়েল বার্নহ্যাম এবং বব বুই (দুজনই মার্কিন নাগরিক)।
## সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে এই নান্দনিক স্থাপনা ভেঙ্গে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করছে।
০৩. বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে কলকাতায় ভাষণ দেন?
উত্তরঃ ৬ ফেব্রুয়ারি, ১৯৭২.
## গত কাল এই ভাষণের ৪৯তম বার্ষিকী পালিত হলো।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. সম্প্রতি কোন সশস্ত্র গোষ্ঠীকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে যাচ্ছে?
উত্তরঃ ইয়েমেনের হুতি বিদ্রোহী।
## ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয় - ২০১৪ সালে।
০২. যুক্তরাষ্ট্রের বর্তমান সেনাপ্রধানের নাম কী?
উত্তরঃ ম্যাক কনভেল।
## গত ২৯ জানুয়ারি বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্র সফরে যান এবং মি. কনভেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
০৩. দ্বিতীয় করোনার টিকা হিসেবে চীনে সম্প্রতি কোন প্রতিষ্ঠানের টিকা অনুমোদন পেলো?
উত্তরঃ সিনোভ্যাক।
## অনুমোদন প্রদান - ৬ ফেব্রুয়ারি, ২০২১.
## এর আগে চীনে প্রথম করোনা টিকা হিসেবে অনুমোদন পায় - সিনোফার্মের টিকা।
০৪. মিয়ানমারের বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ ইয়াঙ্গুন।
## প্রশাসনিক রাজধানী - নাইপিদো।
০৫. যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে?
উত্তরঃ অ্যান্টনি ব্লিঙ্কেন।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. বর্তমান বিশ্বের ক্ষুদ্রতম সরীসৃপের নাম কী?
উত্তরঃ ব্রুকেসিয়া নানা।
## হাতের আঙ্গুলের ডগায় বসতে পারে এমন ক্ষুদ্রতম প্রাণীটি সম্প্রতি আফ্রিকার দেশ মাদাগাস্কারের পার্বত্য এলাকায় পাওয়া গেছে।
০২. মানবদেহের ওজনের কত শতাংশ লবণ থাকে?
উত্তরঃ ১ শতাংশ।
করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
০৬ ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ১০ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৩৩ জন (বাংলাদেশে আক্রান্ত – ৫ লাখ ৩৭ হাজার ৭৭০ জন)।
মোট সুস্থ – ৭ কোটি ৭৬ লাখ ৪৩ হাজার ৫৭ জন (বাংলাদেশে সুস্থ – ৪ লাখ ৮২ হাজার ৮৪১ জন)।
মোট মৃত্যু – ২৩ লাখ ১১ হাজার ১ জন (বাংলাদেশে মৃত্যু – ৮ হাজার ১৯০ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২২১টি দেশ ও অঞ্চলে।
খেলাধুলা
০১. টেস্টে বাংলাদেশের হয়ে সবেচেয়ে বেশী সেঞ্চুরির বর্তমান মালিক কে?
উত্তরঃ মুমিনুল হক (১০টি)।
## গত ৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে এই রেকর্ড গড়েন তিনি।
## বাংলাদেশের পঞ্চম খেলোয়াড় হিসেবে ছুঁয়েছেন - ৩ হাজার রানের মাইলফলক।
০২. প্রথমবারের মতো কোনও খেলোয়াড় হিসেবে ব্যক্তিগত শততম টেস্টে সম্প্রতি কে ডাবল সেঞ্চুরি করেছেন?
উত্তরঃ জো রুট, ইংল্যান্ড।
## গত ৬ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে তিনি মাইলফলক ছুঁয়েছেন।
সেরা_উক্তি
“একজন মানুষ এখন কতটা উপরে আছে, তা দিয়ে আমি তার সাফল্য মাপি না। একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা ওপরে তুলতে পারে – সেটাই আসল কথা।”
- জর্জ এস, প্যাটন (২য় বিশ্বযুদ্ধে আমেরিকান সেনাবাহিনীর জেনারেল)।
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)