একাদশে ভর্তির আবেদন শুরু ৯ আগস্ট থেকে-ভর্তির সকল নীতিমালা দেখুন এখানে

আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমারা যারা একাদশে ভর্তি হবার জন্য অপেক্ষায় আছো। আগামী ৯ আগস্ট থেকে তোমাদের একাদশে ভর্তি কার্যক্রম শুরু। এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। তাই ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নীতিমালা ২০২০ এর সকল তথ্য জেনে নিন।     

২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২০ | একাদশে ভর্তির নীতিমালা ২০২০-২১ |একাদশ শ্রেণিতে ভর্তি ২০২০-২১ |একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২০ |একাদশ শ্রেণিতে ভর্তি ২০২০-২০২১     

  

১.০ সংজ্ঞা : এই নীতিমালায়। 
১.১ ‘ বাের্ড ' বলতে স্বীকৃত কোন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড বাংলাদেশ মাদরাসা শিক্ষা বাের্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড বুঝাৰে ; 
১.২ কলেজ / সমমানের শিক্ষা প্রতিষ্ঠান বলতে দেশের কোন বাের্ড হতে উচ্চমাধ্যমিক / সমমানের স্তরে পাঠদানের জন্য অনুমতিপ্রাপ্ত বা স্বীকৃতিপ্রাপ্ত কোন শিক্ষা প্রতিষ্ঠানকে বুঝাবে ;
১.৩ নির্ধারিত ফরম ' বলতে ভর্তির জন্য নির্ধারিত অনলাইন আবেদন ফরম বুঝবে ; 
১.৪ শিক্ষার্থী / প্রার্থী ’ বলতে ছাত্র ও ছাত্রী উভয়কে বুঝাবে ।  


একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময়সূচী 2020


  • একাদশে ভর্তি শুরু হবে আগামী ৯ আগস্ট থেকে এবং ২০ আগস্ট পর্যন্ত আবেদন নেওয়া হবে।            


২.০ একাদশে ভর্তির যােগ্যতা ও গ্রুপ নির্বাচন:
  • ২০১৮ , ২০১৯ , ২০২০ সালে দেশের যে কোন শিক্ষা বাের্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ , ২০১৯ ও ২০২০ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ ২০২০-২১ শিক্ষাবর্ষে নীতিমালার অন্যান্য বিধানাবলি কোন কলেজ / সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির যােগ্য বিবেচিত হবে ।উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বয়স হবে সর্বোচ্চ ২২ ( বাইশ ) বছর।

  • ২.২ বিদেশি কোন বাের্ড বা অনুরূপ কোন প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড , ঢাকা কর্তৃক তার সনদের মান নির্ধারণের পর দফা ( ২.১ ) এর অধীনে ভর্তির যােগ্য বিবেচিত হবে ।
 ২.৩ ভর্তির জন্য একজন প্রার্থী নিমরূপ গ্রুপ নির্বাচন করতে পারবে:-
  •  ২.৩.১ বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান , মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ এর যে কোন একটি । 
  • ২.৩.২ গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ এর যে কোন একটি এবং
  •  ২.৩.৩ ব্যবসায় শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপ এর যে কোন একটি 
  • ২.৩.৪ যে কোন বিভাগ ( বিজ্ঞান , মানবিক ও ব্যবসায় শিক্ষা ) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত এর যে কোন একটি ।
৩.০ একাদশে প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতিঃ-

  • ৩.১ ভর্তির জন্য কোন বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না । কেবল শিক্ষার্থরি এস.এস.সি , বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে । 
  • কলেজ / সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ / সমমানের প্রতিষ্ঠানের ৯৫ % আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে । মেধার ভিত্তিতে ভর্তির পরে মােট আসনের ৫ % মুক্তিযােদ্ধার সন্তান / সন্তানের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে । উপযুক্ত কোটায় যদি প্রার্থী না পাওয়া যায় তবে এ আসন কার্যকরী থাকবে না । মুক্তিযােদ্ধার সন্তান / সন্তানের সন্তানদের সনাক্তকরণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে । যে সকল শিক্ষার্থী প্রতিবন্ধী হিসেবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল তারাই সংশ্লিষ্ট বাের্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবে । প্রবাসীদের সন্তান / বি.কে.এস.পি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী খেলাধুলা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তির জন্য বাের্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে । এ ক্ষেত্রে বাের্ড উপযুক্ত প্রমাণপত্র যাচাই বাছাই পূর্বক শিক্ষার্থীকে কাঙ্খিত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ন্যূনতম জি পি এ থাকা সাপেক্ষে ) ভর্তির ব্যবস্থা নিবে ।

২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২০ | একাদশে ভর্তির নীতিমালা ২০২০-২১ |একাদশ শ্রেণিতে ভর্তি ২০২০-২১ |একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২০ |একাদশ শ্রেণিতে ভর্তি ২০২০-২০২১

  •  ৩.৩  ৩.৩.১ সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমােট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে । বাংলাদেশ মাদরাসা শিক্ষা বাের্ড , কারিগরি শিক্ষা বাের্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর ক্ষেত্রে গ্রেড পয়েন্ট প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে । তাছাড়া বিভিন্ন সালের গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে ।
  •  ৩,৩.২ বিজ্ঞান গ্রুপে ভর্তির ক্ষেত্রে সমান মােট নম্বর প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত ও উচ্চতর গণিত / জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে ।
  •  ৩.৩.৩ দফা ৩,৩.২ এর বিধান সত্ত্বেও যদি প্রার্থী বাছাইকল্পে উদ্ভূত জটিলতা নিরসন না হয় , তবে পর্যায়ক্রমে ইংরেজি , পদার্থ বিজ্ঞান , রসায়নে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে ।
  •  ৩.৩.৪ মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ এর ক্ষেত্রে সমান মােট নম্বর বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে পর্যায়ক্রমে ইংরেজি , গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে । 
  • ৩-৩.৫ এক গ্রুপের প্রার্থী অন্য গ্রুপে ভর্তির ক্ষেত্রে জি.পি.এ একই হলে সর্বমােট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে । এক্ষেত্রে প্রার্থী বাছাই কল্পে উদ্ভুত জটিলতা নিরসন না হলে পর্যায়ক্রমে ইংরেজি গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে ।
  • ৩.৪ এ নীতিমালায় যা কিছুই থাকুক না কেন স্কুল এন্ড কলেজসমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ শিক্ষার্থীগণ প্রতিষ্ঠান নির্ধারিত যােগ্যতা সাপেক্ষে স্ব স্ব বিভাগে ( বিজ্ঞান , মানবিক ও ব্যবসায় শিক্ষা ) অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযােগ পাবে । প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগে ভর্তি নিশ্চিত করেই কেবল অবশিষ্ট শূন্য আসনে প্রযােজ্য ক্ষেত্রে ধারা ৩.০ এর উপবিধান ( ৩.২ ) ও ( ৩.৩ ) অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি করানাে যাবে । তবে এ সকল প্রতিষ্ঠানের সকল ভর্তিই অনলাইনে হবে । 
  • ৩.৫ কোন কলেজ / সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ন্যূনতম যােগ্যতা নির্ধারণ করতে পারবে ।
  • ৩.৬ কলেজ / সমমানের প্রতিষ্ঠানকে তাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইট এবং নােটিশ বাের্ডে প্রকাশ করতে হবে ।
  •  ৩. ৭ সকল কলেজ / উচ্চমাধ্যমিক / সমমানের প্রতিষ্ঠান স্ব স্ব প্রতিষ্ঠানে মন্ত্রণালয় তথা শিক্ষা বাের্ড কর্তৃক ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ও সময় অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে । কোন প্রতিষ্ঠান মন্ত্রণালয় ও বাের্ড নির্ধারিত তারিখের বাইরে নিজ ইচ্ছামাফিক ভর্তি পরিচালনা করতে পারবে না ।
৪.০ একাদশে অনলাইনে ভর্তিঃ-
  • ৪.১ শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট এর ঠিকানা : www.xiclassadmission.gov.bd 
  • ৪.২ শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে । অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ / - ( একশত পঞ্চাশ ) টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫ ( পাঁচ ) টি এবং সর্বোচ্চ ১০ ( দশ ) টি কলেজ / সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে । একজন শিক্ষার্থী যতগুলাে কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা , কোটা ( প্রযােজ্য ক্ষেত্রে ) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা।
৫.০ একাদশে ভর্তি বিজ্ঞপ্তি , ভর্তি ও ফি : 


  • ৫.১অনুচ্ছেদ ৮.২ অনুসরণপূর্বক কলেজসমমানের প্রতিষ্ঠান বাের্ড কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা ( বিজ্ঞান , মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ , শিফট , পুরুষ / মহিলাসহশিক্ষা , ভার্সন ) এবং বাের্ড কর্তৃক নির্ধারিত ভর্তি ফিসহ অনুমােদিত অন্যান্য সকল ফিচ , ভর্তির ন্যূনতম যােগ্যতা ইত্যাদি তথ্য ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে প্রতিষ্ঠানের নােটিশ বাের্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করবে । 
  • ৫.২ বাের্ডের পূর্বানুমতি ব্যতীত নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না । বাের্ডসমূহ স্ব স্ব অধিক্ষেত্রে অবস্থিত কলেজ / সমমানের প্রতিষ্ঠানে এই বিধানের ব্যত্যয় রােধে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 
  • ৫.৩ অনলাইনে বাের্ড থেকে প্রাপ্ত ভর্তিযােগ্য প্রার্থীদের মেধাক্রম তালিকা কলেজের নােটিশ বাের্ড ও সংশ্লিষ্ট কলেজ সমমানের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করব।

২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২০ | একাদশে ভর্তির নীতিমালা ২০২০-২১ |একাদশ শ্রেণিতে ভর্তি ২০২০-২১ |একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২০ |একাদশ শ্রেণিতে ভর্তি ২০২০-২০২১

  • ৫.৪ ভর্তির সময় প্রার্থীকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট / নম্বরপত্র এবং যে শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রার্থী এস.এস.সি. / সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক ইস্যুকৃত প্রশংসাপত্র দাখিল করতে হবে ; 
  • ৫.৫  ৫.৫.১ বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজে সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল / পৌর এলাকায় , পৌর ( জেলা সদর ) এলাকায় , ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটান এলাকায় সরকার কর্তৃক নির্ধারিত পরিপত্র অনুসারে গ্রহণ করতে। 
  • ৫.৫.২ ঢাকা মেট্রোপলিটন কিংবা ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় অবস্থিত এম.পি.ও ভুক্ত আংশিক এমপি , ও ভুক্ত বা এম.পি.ও. বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ভর্তি ফি , সেশন চার্জ ও উন্নয়ন খাতে চার্জসমূহ সরকার কর্তৃক নির্ধারিত পরিপত্র অনুসারে গ্রহণ করতে হবে ।
  •  ৫.৫.৩ সরকারি কলেজসমূহ সরকারি পরিপত্র অনুযায়ী প্রয়ােজনীয় ফি সংগ্রহ করবে । 
  • ৫.৫.৪ দরিদ্র , মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ উল্লিখিত ফি যতদূর সম্ভব মওকুফের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবে । 
  • ৫.৬ ভর্তি প্রক্রিয়ার পূর্বেই বেসরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফিসহ মাসিক বেতন এবং অন্যান্য যাবতীয় খরচ এর লিস্ট স্ব স্ব কলেজের নােটিশ বাের্ডে এবং ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে ,
  • ৫.৭ কোন শিক্ষার্থীর নিকট হতে অনুমােদিত ফি - এর অতিরিক্ত কোন অর্থ গ্রহণ করা যাবে না এবং অনুমােদিত সকল ফি যথাযথ রশিদ প্রদানের মাধ্যমে গ্রহণ করতে হবে । শিক্ষা বাের্ড শিক্ষার্থীর হতে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করার সময় শিক্ষার্থী প্রতি নিম্নোক্ত ফি গ্রহণ করবে। 
বাকি অংশ পিকচার দেওয়া আছে বিস্তারিত পড়ুন     


একাদশ শ্রেণিতে ভর্তি ২০২০-২১ |একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২০ |একাদশ শ্রেণিতে ভর্তি ২০২০-২০২১     

২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২০ | একাদশে ভর্তির নীতিমালা ২০২০-২১ |একাদশ শ্রেণিতে ভর্তি ২০২০-২১ |একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২০ |একাদশ শ্রেণিতে ভর্তি ২০২০-২০২১

২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২০ | একাদশে ভর্তির নীতিমালা ২০২০-২১ |একাদশ শ্রেণিতে ভর্তি ২০২০-২১ |একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২০ |একাদশ শ্রেণিতে ভর্তি ২০২০-২০২১

২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২০ | একাদশে ভর্তির নীতিমালা ২০২০-২১ |একাদশ শ্রেণিতে ভর্তি ২০২০-২১ |একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২০ |একাদশ শ্রেণিতে ভর্তি ২০২০-২০২১

টাগঃ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২০, একাদশে ভর্তির নীতিমালা ২০২০-২১,একাদশ শ্রেণিতে ভর্তি ২০২০-২১,একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২০,একাদশ শ্রেণিতে ভর্তি ২০২০-২০২১, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময়সূচী 2020,
কাদশ শ্রেণীর ভর্তি 2020,একাদশ শ্রেণিতে ভর্তি ২০২০ কবে,কিভাবে অনলাইনে ভর্তির আবেদন করতে হয়,একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন 2020,একাদশ শ্রেণীর ভর্তি ২০২০-২০২১,কলেজে ভর্তির যোগ্যতা ২০২০,একাদশ শ্রেণিতে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র,আলিম ভর্তি নির্দেশিকা ২০২০

  

                               
Previous Post Next Post


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)