১৭ তম নিবন্ধন স্পেশাল গণিত(বীজ+পাটী+জ্যামিতি) সাজেশন | ১৭ তম নিবন্ধন পরীক্ষার গনিত সাজেশন

১৭ তম নিবন্ধন স্পেশাল গণিত(বীজ+পাটী+জ্যামিতি) সাজেশন | ১৭ তম নিবন্ধন পরীক্ষার গনিত সাজেশন      

১৭ তম নিবন্ধন স্পেশাল গণিত(বীজ+পাটী+জ্যামিতি) সাজেশন | ১৭ তম নিবন্ধন পরীক্ষার গনিত সাজেশন

#Stay_Home
 ১। ৫০ পয়সার ৫০ দিনের সুদ ৫০ পয়সা হলে দৈনিক সুদের হার কত?
- ২ টাকা
২। a–b=4, ab=3 হলে,  a³–b³=?
- 100
 ৩। x+y=6 হলে,xy এর বৃহত্তর মান কত?
-  9
 ৪। সুষম বাহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫° হলে এর বাহুর সংখ্যা কত?
- ৮
৫। ১ থেকে ৩০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?
- ১০ টি
৬। ১৭:২৫ কে শতকরায় প্রকাশ করলে পাওয়া যায়?
- ৬৮%
৭। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর----
- অর্ধেক
৮। ৫ টাকায় ২ টি কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রি করলে ৪০% লাভ হবে?
- ১০ টি
৯। ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে----
- ১২ টি
১০। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত?
- ৬০°
১১। এক ডজন কমলা ২৪ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
- ৩০ টাকা
১২। একটি বৃত্তাকার পার্কের ব্যাস ৬০ মি. এবং π=৩.১৪১৬ হলে পার্কটির পরিধির দৈর্ঘ্য কত?
- ১৮৮.৪৯৬মি.
১৩। ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার গড় কত?
-২৫
১৪। •০৫ এর ৩% কত?
- •০০১৫%
১৫। দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু. ৯৬ হলে গ.সা.গু. কত?
- ১৬
৬। নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘপথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে?
- ১২ ঘণ্টা
১৭। x+y= 12, x–y= 2 হলে xy=?
- 35
১৮। a+b+c=9, a²+b²+c²=29 হলে, ab+bc+ca=?
- 26
 ১৯। a³+1 এবং a³–1 রাশিগুলোর গু.সা.গু. কত?
-  1
 ২০। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোনদ্বয় পরস্পর ---
- সম্পূরক
২১। ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
- ৮ মিটার
২২। ঘড়িতে এখন ৮টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো
- ১২০°
২৩। একটি পঞ্চভুজের সমষ্টি
- ৬ সমকোণ
২৪। একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেন্টিমিটার ও ১৩৮৬ বর্গসেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত?
- ৪২ সেন্টিমিটার
২৫। x+y=2, x²+ y²=4 হলে x³+ y³ = কত?
- 8
২৬। ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ-এর সংগে ক-এর সম্পর্ক কি?
- ক এর মামা চ
২৭। ০.০৩, ০.১২, ০.৪৮, -- শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
- ১.৯২
২৮। একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ২৫ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট ৭৫ টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রী সংখ্যা কত?
- ৭৫
২৯। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুন; সংখ্যা তিনটির গড় কত?
- ৪
৩০। √169 is equal to -
- 13
৩১। একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে?
- ১৯৬ বর্গমিটার
৩২। তিন সদস্যের একটি বিতর্কদলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয় তবে তাদের কোন এক জনের সর্বোচ্চ বয়স কত হতে পারে ?
- ৩০বছর

১৭ তম নিবন্ধন পরীক্ষার সাজেশন | ১৭ তম নিবন্ধন পরীক্ষার গনিত সাজেশন  ২০২০


৩৩। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে:মি: ছোট ; কিন্তু অতিভুজ ২ সে:মি: বড় । অতিভুজের দৈর্ঘ্য কত ?
- ১০সে:মি:
৩৪। একটি সাবানের আকার ৫ সে:মি:× ৪ সে:মি:× ১.৫ সে:মি: হলে ৫৫ সে:মি: দৈর্ঘ্য, ৪৮সে:মি: প্রস্থ এবং ৩০ সে:মি: উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে ?
- ২৬৪০টি
৩৫। ১,১,২,৩,৫,৮,১৩,২১,........ ধারার ১০ম পদটি কত ?
- ৫৫
৩৬। 4x+4x+4x+4x এর মান কত ?
- 22x+2
৩৭। ৫ জন তাঁত শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে। একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭ জন শ্রমিকের কত দিন লাগবে ?
- ৫দিন
৩৮। 3x–8 = 32 হলে x এর মান কত ?
- 2
৩৯। (x–y, 3) = ( 0, x+2y) হলে (x,y) = কত ?
- (–1,–1)
৪০। x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?
- x+y
৪১। ১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় ৩০ কিমি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
- ৫৪ সেকেন্ড
৪২। ৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় ৩৬ কিমি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?
- ৫ সেকেন্ড
৪৩। একজন ট্রাক ড্রাইভারকে ৪ ঘন্টায় ১৮০ মাইল অবশ্যই ভ্রমণ করতে হবে। যদি সে প্রথম ৩ ঘন্টা ৫০ মাইল বেগে যায় তবে শেষ ঘন্টায় সে কত মাইল বেগে যাবে?
- ৩০
৪৪। ঘন্টায় ৪ কিমি গতি বৃদ্ধি করায় ৩২ কিমি পথ অতিক্রম করতে ৪ ঘন্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতি কত ছিল?
- ৪ কি.মি
৪৫। একটি গাড়ি ঘন্টায় ৪৫ মাইল বেগে ২০ মিনিট চলার পর ঘন্টায় ৬০ মাইল বেগে ৪০ মিনিট চলে। সম্পূর্ণ পথের জন্য গাড়িটির গতিবেগের গড় কত?
- ৫৫ মাইল/ঘন্টা
৪৬। এক ব্যক্তি সকালে ৬ কিমি/ঘন্টা বেগ হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকালে ৪ কিমি/ঘন্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন, এতে তার ১ ঘন্টা বেশি লাগে। বাসা থেকে অফিসের দূরত্ব-
- ১২ কিমি
৪৭। ভ্রমণের প্রথম ৬ ঘন্টায় একটি গাড়ির গড় বেগ ছিল ৪০ কিমি/ঘন্টা এবং বাকি অংশের গড় বেগ ছিল ৬০ কিমি/ঘন্টা। যদি সম্পূর্ণ ভ্রমণে গাড়িটির গড় বেগ ৫৫ কিমি/ঘন্টা হয় তবে ভ্রমণের মোট সময়কাল কত?
- ২৪ ঘন্টা
৪৮। একটি কুকুর একটি শৃগালের ৫০০ মিটার পেছন থেকে তাড়া করলো। যদি ১ কিমি যেতে শৃগালের ১০ মিনিট এবং কুকুরের ৬ মিনিট লাগে তবে কতক্ষণ পর কুকুর শৃগালকে ধরতে পারবে?
- ৭.৫ মিনিট
 ৪৯। রেজা গাড়ি ভাড়া করে ১৮০ টাকা স্থির এবং ১ টাকা হারে প্রতি মাইল। আসিফ গাড়ি ভাড়া করে ২৫০ টাকা স্থির এবং ০.৫০ টাকা হারে প্রতি মাইল। যদি প্রত্যেক্ষে d মাইল ভ্রমণ করে এবং প্রত্যেকের মোট ভাড়া সমান হয়, তাহলে d এর মান কত?
- ১৪০
 ৫০। এক ব্যক্তি খাড়া পূর্বদিকে ৫ মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া পশ্চিম দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। ঐ ব্যীক্তর গড় গতিবেগ ঘন্টায় কত মাইল।
- ৪৮ মাইল
৫১। একটি রম্বসের প্রতিটি বাহু ১৩ সেমি, একটি কর্ণ ২৪ সেমি হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত?
- ১০ সেমি
৫২। X⁴–x² +1 = 0 হলে  x²+1/x² এর মান কত?
- 1
৫৩। দুইটি সংখ্যার গ.সা.গু. এবং ল.সা.গু. যথাক্রমে ২ এবং ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপরটি কত?
- ৭২
৫৪। দুটি সংখ্যার অনুপাত ৫:৮ , সংখ্যা দুইটির সাথে ২ যোগ করলে অনুপাত হয় ২:৩। সংখ্যা দুইটি কি কি?
- ১০ এবং ১৬
৫৫। কোন বাহিনীতে যদি আরো ১১ জন সদস্য নিয়োগ করা যেত, তাহলে তাদের ২০, ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত, ঐ বাহিনীতে সদস্য কত ছিল?
- ৫৮৯
৫৬। x+1/x = √3 হলে x³ + 1/x³ এর মান কত?
- 0
৫৭। ১৩ সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরে জ্যা এর দৈর্ঘ্য কত?
- ১২ সেমি
৫৮। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
- ২২/৭
৫৯। √2 কোন ধরনের সংখ্যা?
- অমূলদ
৬০। পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
- ১
৬১। যদি x+5y=16 এবং x=-3y হয় তাহলে y=?
- 8 [Raisul Islam Hridoy]
৬২। ১৫ ইউনিটের বিক্রয়মূল্য ২০ ইউনিটের ক্রয়মূল্যের সমান হলে বিক্রেতা কত লাভ করবে?
- ৩৩.৩%
৬৩। একটি গ্রামের লোকসংখ্যা ৮% হারে বেড়ে ১৬২০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
- ১৫০০ জন
৬৪। একটি কলম ২৭০ টাকায় বিক্রয় করতে ১০% ক্ষতি হয়। কলমটির ক্রয়মূল্য কত ছিল?
- ৩০০ টাকা
৬৫। ২০০ এর ১২% এর সাথে ১০০ যোগ করলে কত হবে?
- ১০১

১৭ তম নিবন্ধন পরীক্ষার সাজেশন | ১৭ তম নিবন্ধন পরীক্ষার গনিত সাজেশন  ২০২০


৬৬। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে তার পরিসীমা কত?
- ৬০ মিটার
৬৭। a+b = 9m এবং ab = 18m² হলে a–b এর মান কত?
-  3m
৬৮। বার্ষিক শতকরা ৫% হার সুদে ৭২০ টাকার ২ বছর ৪ মাসের সুদ কত?
- ৮৪ টাকা
৬৯। টাকায় ৩ টি করে আম ক্রয় করে টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
- ৫০%
 ৭০। ABC ত্রিভুজের E ও F যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু হলে EF = কত?
- 12BC
৭১। ১+২+৩+...........+৫০ = কত?
- ১২৭৫
৭২। একটি সংখ্যার ৩ গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
- ১৮
৭৩। ২% সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৩% সুদে ঐ টাকায় ৩ বছরের সুদ কত বেশি হবে?
- ৩ টাকা
৭৪। একটি অয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৮ মিটার ও প্রস্থ ১৮ মিটার। ক্ষেত্রের বাইরে চার দিকে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
- ১৬৮ বর্গ মিটার
৭৫। ৯০ থেকে ১০০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?
- ১ টি
৭৬। একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
- ৭৮৬
৭৭। a+b = 13 এবং a–b = 3 হলে a²+b² এর মান কত?
-  89
৭৮। x²–13x–48 এর উৎপাদক কত?
- x+3
 ৭৯। ১ মণ কত কেজির সমান?
- ৩৭.৩২ কেজি
৮০। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার যোগফল কত?
- ৫০৫০
৮১। বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা কে কি বলা হয়?
- ব্যাস
৮২। a+b=7 এবং a²+b²=25 নিচের কোনটি ab এর মান হবে?
- 12
৮৩। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?
- 50 মিটার
৮৪। x > y এবং z < 0 এর জন্যকোণ মান সঠিক?
- xz < yz
৮৫। f(x)=x³+kx²–6x–9; k এর সমান কত হলে f(3)=0 হবে?
- 0
৮৬। ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। ক একা কাজটি কতদিনে করতে পারবে?
- ৩০ দিনে
৮৭। একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
- ৩৪১
৮৮।  কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
- ৭০
৮৯।দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে?
- সম্পূরক কোণ
৯০। ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
- ১০৭
৯১। a+b=8 এবং ab=15 হলে, a²+b² এর মান নির্ণয় কর।
- ৩৪
৯২। x–y=3 এবং xy=10 হলে, (x+y)² এর মান নির্নয় কর।
- ৪৯
৯৩। x–1/x=5 হলে, (x+1/x)² এর মান নির্ণয় কর।
- ২৯
৯৪। x–1/x= 4 হলে, x²+(1/x)² =?
- 18
৯৫। 8a + ax³ এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
- a(2+x)(4–2x+x³)
৯৬। দুটি সংখ্যার যোগফল ১৬০ এবং একটি অপরটির ৩ গুণ হলে, সংখ্যা দুটি কত?
- ১২০,৪০
৯৭। কোন ভগ্নাংশের লবের সাথে ৫ যোগ করলে এর মান ২ হয়। আবার হর হর থেকে ১ বিয়োগ করলে এর মান ১ হয়। ভগ্নাংশটি নির্ণয় করো।
- ভগ্নাংশটি ৩/৪
৯৮। ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘন্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?
- ৯ ঘণ্টা
৯৯। ৫০ জন লোক ২০টি নলকূপ বসাতে ১০০ দিন সময় নেয়। তাহলে ২৫ জন লোকের ১০টি নলকূপ বসাতে কত সময় লাগবে?
- ১০০ দিন
১০০। একটি পুকুর খনন করতে ৩০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ১ দিনে খনন করতে কত জন লোকের দরকার হবে?
- ৭৫০০ জন

১৭ তম নিবন্ধন পরীক্ষার সাজেশন ২০২০ | ১৭ তম নিবন্ধন পরীক্ষার গনিত সাজেশন  ২০২০


১০১। একটি কাজ ১৫ জন লোক ১০ দিনে করতে পারে। কত জন লোক ঐ কাজ ১ দিনে সম্পন্ন করতে পারবে?
- ১৫০ জন
 ১০২। যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিন চলে ঐ পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কত দিন চলবে?
- ১৫ দিন
১০৩। যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিন চলে, ঐ পরিমাণ খাদ্যে ২০ জন লোকের কতদিন চলবে?
- ৩০ দিন
 ১০৪। যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ঐ সময়ে ২৫ সের ছোলা খাবে?
- ৫টি
১০৫। যদি ১০টি বলদ ২০ দিনে ৫০ বিঘা জমি চাষ করতে পারে, তবে ১২টি বলদ ১৫ দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে?
- ৪৫ বিঘা
১০৬। যদি ১৫টি বলদ ১০ দিনে ১২ বিঘা জমি চাষ করতে পারে, তবে ৯টি বলদ কত দিনে ১৮ বিঘা জমি চাষ করবে?
- ২৫ দিন
 ১০৭। যদি ১২ জন শ্রমিক ৪ দিনে টাকা ২৮৮০ আয় করে, তবে ৮ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?
- ৬ দিন
১০৮। একজন লোক সপ্তাহে ২২০০ টাকা আয় করেন এবং ১৬৫০ টাকা ব্যয় করেন। তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত হবে-
- ১:৪
১০৯। একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?
- ৫:১
১১০। একটি মাছ ২৫% লাভে বিক্রি করা হলে উহার ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত নির্ণয় করুন।
- ৪:৫
১১১। একজন লোক সপ্তাহে ৪,৫০০ টাকা আয় করেন এবং ৩,০০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে-
- ৩:১
১১২। A:B=3:4 এবং B:C=6:5 হলে, A:C = কত?
- 9:10
১১৩। করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩:৪ এবং রহিম ও মোহনের নম্বরে অনুপাত ৬:৭। তাহলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত?
- ৯:১৪
১১৪। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১:৪। পুত্রের বয়স ১৬ হলে পিতার বয়স কত?
- ৪৪ বছর
১১৫। দুইটি সংখ্যার অনুপাত ৫:৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে, বড় সংখ্যাটি কত?
- ১০৪
১১৬। দুইটি সংখ্যার বিয়োগফল ৬৬। তাদের অনুপাত ৭:৫ হলে সংখ্যা দুটি কত?
- ২৩১,১৬৫
১১৭। কোনো ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৪:৫:৯ হলে প্রথম কোণটি কত (ডিগ্রিতে)?
- ৪০
১১৮। ১৫ টি ভেড়ার মূল্য ৫ টি গরুর মূল্যের সমান। ২ টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে ৬ টি ভেড়ার মূল্য কত?
- ৩০০০ টাকা
১১৯। ১,২,৩,৫,৮,১৩,২১,৩৪ .........ধারাটির পরবর্তী সংখ্যা কত?
- ৫৫
১২০। কোন ত্রিভুজের তিনটি বাহুকে একই ভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
- ৩৬০°
১২১। যদি ১০ টি বলদ ২০ দিনে ৫০ বিঘা জমি চাষ করতে পারে, তবে ১২ টি বলদ ১৫ দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে?
- ৪৫ বিঘা
১২৩। একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে, দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে?
- ১২ মিটার, ১০ মিটার
১২৪। a+b=c হলে, a³+b³+3abc = কত?
- c³
১২৫। তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?
- ৫২ বছর
১২৬। 3x+7y=10 এবং 4x–y=3 হলে,  x ও y এর মান কত?
- 1,1
১২৭। বর্তমানে ৫ কেজি আলুর দাম পূর্বে ৪ কেজি আলুর দামের সমান হলে আলুর দাম শতকরা কত কমেছে?
- ২০%
১২৮। ১০ থেকে বড় কিন্তু ৫০ থেকে ছোট সংখ্যাগুলোর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?
- ১১ টি
১২৯। একটি গাড়ি ৩,৫০,০০০ টাকায় খরিদ করা হল। গাড়িটি কত টাকায় বিক্রি করলে শতকরা ১০ টাকা হারে লাভ থাকবে?
- ৩৮৫০০০ টাকা
১৩০। কোন সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪,৩৬ ও ৪৮ দ্বারা  বিভাজ্য হবে?
- ১৪১
১৩১। একটি ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ১৫ দিনের খাদ্য মজুদ আছে। কয়েকজন নতুন ছাত্র ছাত্রাবাসে ভর্তি হওয়ায় ঐ খাদ্য ১০ দিনে শেষ হয়ে গেল। কতজন নতুন ছাত্র ভর্তি হয়েছে?
- ১৫ জন
১৩২। ১১+১৮+২৫+৩২+....... ধারাটির ২৯তম পদের সমষ্টি কত?
- ৩১৬১
১৩৩। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
- ৪৮০০ বর্গমিটার
১৩৪। ax²+ (a²+1) x+a কে উৎপাদকে বিশ্লেষন করলে পাওয়া যায়—
- (x+a) (ax+1)
১৩৫। 5x–3 = 2x+9 এর সমাধান সেট হবে—
- 4
১৩৬। ৮৭৩৬০ মিনিটকে মাস, দিন ও ঘণ্টায় পরিণত করলে পাওয়া যায়—
- ২ মাস ১৬ ঘণ্টা
১৩৭। ৮,১০,৭,১১ সংখ্যাগুলোর গড় কোনটি?
- ৯
১৩৮। ৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?
- ৯৬
১৩৯। 3x²–7x–6 এর উৎপাদকে বিশ্লেষণ —
- (3x+2) (x–3)
১৪০। x–y = 10, xy = 5 হলে, (x+y)² = কত?
- 120
১৪১। x+y = 5, xy = 6 হলে, x³+y³ = কত?
- 35 [Raisul Islam Hridoy]
১৪২। p–1/p = 3 হলে, p³–1/p³ = কত?
- 36
১৪৩। 4a²+11a+6 = 0 হলে, a =?
- (–2)
১৪৪। একজন লোক মাসে ২০০০০ টাকা আয় করেন এবং ১৮০০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত?
- ৯:১
১৪৫। ৩ হতে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
- ৯ টি
১৪৬। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে—
- ৬ ঘণ্টা
১৪৭। একটি চৌবাচ্চায় দুটি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল যথাক্রমে ৬ ও ১২ ঘণ্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে। দুটি নল একসাথে খোলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘণ্টায় পূর্ণ হবে?
- ৪ ঘণ্টা
১৪৮। ১ পাউন্ড = কত গ্রাম?
- ৪৫৩.৬০ গ্রাম
১৪৯। 2x²–x–3 এর উৎপাদক কত?
- (2x–1) (x+1)
১৫০। একজন লোক কোন দেয়াল থেকে কমপক্ষে কত দূরে দাঁড়ালে নিজের কথার প্রতিধ্বনি শুনতে পরে?
- ৫৬ ফুট
১৫১। সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে তার বাহুর সংখ্যা কত?
- ৮
১৫২। গণিতের প্রতীক চিহ্ন কয়টি?
- ৪ টি
১৫৩। ১৫ মিটার দৈর্ঘ্য, ৭ মিটার প্রস্থ ও ৫ মিটার গভীর একটি পুকুর খনন করতে কি পরিমাণ মাটি কাটতে হবে?
- ৫২৫ ঘন মিটার
১৫৪। যত দাতা প্রত্যেকে ততো ১০ টাকা দেয়াতে মোট ২৫০ টাকা হলে দাতার সংখ্যা কত?
- ৫ জন

১৭ তম নিবন্ধন পরীক্ষার সাজেশন | ১৭ তম নিবন্ধন পরীক্ষার গনিত সাজেশন  ২০২০


১৫৫। দুটি রাশির যোগফল ২৪২ এবং তাদের অনুপাত ৬:৫ হলে সংখ্যাদ্বয় কত?
- ১৩২ ও ১১০
১৫৬। একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি. ও উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?
- ৩ ঘন মিটার
১৫৭। একটি আয়তাকার মসজিদের ১৫ মিটার দীর্ঘ্য এবং ১১ মিটার প্রশস্থ মেঝে ২.২ মিটার লম্বা ও ১.২৫ মিটার চওড়া কতটি মাদুর দিয়ে ঢাকা যাবে?
- ৬০ টি
১৫৮। একটি সংখ্যার ১২% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত?
- ৮০০
১৫৯। প্রতিদিন কচুরিপানা দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। ৩০ দিনে পুকুরটি কচুরিপানায় ভর্তি হলে কত দিনে শেষ অর্ধাংশ ভর্তি হয়েছে?
- ১ দিনে
১৬০। দুটি সংখ্যার অন্তর ১২, বড়টির সাথে ১ যোগ করলে  ছোটটির দ্বিগুণ হয়। সংখ্যা দুটি কি?
- ২৫,১৩
১৬১। চা পাতার মূল্য ২৫% কমলে পূর্বে যে চায়ের পাতার মূল্য প্রতি কেজি ৭২ টাকা ছিল, বর্তমানে সে চা পাতার মূল্য প্রতি কেজি কত?
- ৫৪ টাকা
১৬২। ক্রয়মূল্যঃবিক্রয়মূল্য = ৫:৬, এতে শতকরা কত লাভ হবে?
- ২০%
১৬৩। কোন সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪,৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
- ১৪১
১৬৪। ২+৪+৮+১৬+.......... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি ২৫৪ হলে, n এর মান কত?
- ৭
১৬৫। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৮৪০ বর্গমিটার এবং দৈর্ঘ্য ৪০ মিটার হলে প্রস্থ কত?
- ২১ মিটার
১৬৬। ১ টন কত কেজির সমান?
- ১০০০ কেজি
১৬৮। বৃত্তের কেন্দ্রের নিকটবর্তী জ্যা দূরবর্তী জ্যা–
- অপেক্ষা বড় হবে
১৬৯। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত?
- ২৪ একক
১৭০। প্রকৃত গতিবেগ ঘণ্টায় ৭ কিমি এরূপ নৌকায় নদীর স্রোতের অনুকূলে ৩৩ কিমি যেতে ৩ ঘণ্টা লেগেছে। ফিরে আসতে কত সময় লাগবে?
- ১১ ঘণ্টা
১৭১। ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ জন ফেল করলে পাশের হার কত?
- ৭৫%
১৭২। একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হল। ছাগলটি আরো ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হত। ক্রয়মূল্য কত?
- ৫০০০ টাকা
১৭৩। ১৫০ টাকায় একটি জিনিস ক্রয় করে দামে বিক্রয় করলে ৩০% লাভ হবে?
- ১৯৫ টাকা
১৭৪। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২৫ বছরে সুদে-মূলে ৪ গুণ হবে?
- ১২ টাকা
১৭৫। ১,৩,৬,১০,১৫,২১,............... ধারাটির দ্বাদশ পদ কত?
- ৭৮
১৭৬। ৫ সন্তানের বয়সের গড় ৭ বছর এবং পিতা সহ তাদের বয়সের গড় ১৩ বছর। পিতার বয়স কত?
- ৪৩ বছর
১৭৭। কোন গ্রামের লোকসংখ্যা ৩% বৃদ্ধি পেয়ে ২০৬০ জন হল। পূর্বে ঐ গ্রামের লোকসংখ্যা কত ছিল?
- ২০০০ জন
১৭৮। বৃত্তের একটি চাপের ওপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃতস্থ কোণের কত অংশ?
- দ্বিগুন
১৭৯। ১৮০° বা দুই সমকোণ বড় কিংবা ৩৬০° বা চার সমকোণ অপেক্ষা ছোট কোণ কে কি বলে?
- প্রবৃদ্ধ কোণ
১৮০। ১২০ টি ২৫ পয়সার মুদ্রা ও ১০ পয়সার মুদ্রা একত্রে ২৭ টাকা হলে, ২৫ পয়সার মুদ্রার সংখ্যাব কত?
- ১০০ টি
১৮১। ৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?
- ৫ সেকেন্ড
১৮২। শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরে ৪০০ টাকার সুদ ১৪০ টাকা হবে?
- ৭ টাকা
১৮৩। যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে কি বলে?
- প্রকৃত ভগ্নাংশ
১৮৪। দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গ.সা.গু. ৪ হলে, সংখ্যা দুটির ল.সা.গু কত?
- ১২০
১৮৫। ৫+৮+১১+.............ধারার কোন পদ ৩৮৩?
- ১২৭
১৮৬। a–1/a = 5 √3 হলে, a²+1/a² = কত?
- 77
১৮৭। x²–7x+12 = কত?
- (x–4) (x–3)
১৮৮। m²+n² = 8 এবং  mn =7 হল (m+n)² এর মান কত?
- 22
১৮৯। p+q+r = 0 হলে, p³+q³+r³ এর মান কত?
- 3pqr
১৯০। p+q = 5 এবং p–q = 3 হলে pq এর মান কত?
- 4
১৯১। 9a²+16b² রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?
- 24ab
১৯২। m এর মান কত হলে, 4x²– mx+9 এ m এর মান কত?
- 12
১৯৩। একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ  থেকে ২১ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?
- 18
১৯৪। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
- ৯৬ মিটার
১৯৫। বৃত্তের কেন্দ্র হতে ২৪ মিটার দীর্ঘ জ্যা- এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫ সেমি হলে ব্যাসার্ধ্যের দৈর্ঘ কত হবে?
- ১৩ সেমি
১৯৬। একটি ফুটবলের ব্যাস ১০ ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত?
- ৫২৩.৬০ ঘণ ইঞ্চি
১৯৭। ১৬,২২,৩৪,৫৮,১০৬, ..........ধারাটির পরের পদ কত?
- ২০২
১৯৮। ৩ জন লোকের গড় ওজন ৫৩ কেজি। এদের কারো ওজন ৫১ কেজির কম নয়। এদের একজনের সর্বোচ্চ ওজন কত হবে?
- ৫৭ কেজি
১৯৯। শতকরা বার্ষিক ৫ টাকা হার মুনাফায় ৭৫০ টাকায় ৪ বছরের মুনাফা কত?
- ১৫০ টাকা
২০০। একটি গ্রামের বার্ষিক মৃত্যুর হার জনসংখ্যার ৪%। ঐ গ্রামের জনসংখ্যা ১২৫০ জন হলে বছরে কতজন মারা যায়?
- ৫০ জন

যারা আগের ২ টি সাজেশন পড়েন নাই নিচে থেকে পড়ে নিনঃ-

১৭ তম নিবন্ধন পরীক্ষার বাংলাভাষা ও সাহিত্য সাজেশন
১৭ তম নিবন্ধন পরীক্ষার ইংরেজি সাজেশন    
      


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               
Previous Post Next Post


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন