এস এস সি ও এইচ এস সি বাংলা ১ম পত্রে A+ পাবার টিপস
✒Mission A+
📡বাংলা ১ম পত্র
কঠিন
আরো কঠিন
তারপর আসে বাংলা ১ম পত্রে এ+ পাওয়া।
আসলেই কি?
আজ কয়েকটি টেকনিক শিখে নাও।..
আমাদের সময় ৬ টা সৃজনশীল ছিলো আর ৪০ মার্ক এম সি কিউ তে।
আমি কোনো মতে এ+ পাইছিলাম😓 যদিও প্রস্তুতি অনেক ভালো ছিলো। ৮৬ উঠছিলো সর্ব সাফল্যে।.
প্রথমত প্রস্তুতি,
গল্পগুলো খুব ভালোমতো পড়বে, খুব ই ভালোমত যাতে প্রত্যেক লাইন মুখস্থ থাকে।
কখন কোন প্রসংগে কে বলছিলো এই কথা তাও যেন বলতে পারো। আরে বাঙালি হয়্র যদি বাংলা নিয়া এতো ভয় থাকে তাহলে ত লজ্জ্বা লজ্জ্বা 🙊।
গল্পগুলো পড়ার আগে মুলভাব/মুলকথা পড়ে নিবে, তারপর শুরু করবে গল্প পড়া। যেভাবে সিনেমা দেখো মনোযোগ দিয়ে সেভাবেই পড়বে এক একটা গল্প। একটু ঠান্ডা মাথায় পড়লে দেখবে প্রত্যেক লাইন মুখস্থ হয়ে যাবে। তারপর শব্দার্থ/টিকা গুলো পড়ে ফেলবে। প্রত্যেক গল্প ২/৩ বার পড়ে নিবে একবারেই। ফেলে রেখে দিবে না। একবার পড়ে সাথে সাথে আবার পড়বে।
কবিতার ক্ষেত্রে ও একই আগে সারমর্ম পড়ে নিবে তারপর শুরু করবে কবিতা পড়া,
কোনো লাইন যেন গ্যাপ না যায়,আর প্র্যত্যেক লাইন বুঝে বুঝে পড়বে, একলাইন ও যেন মিস হয় না। বুঝতে না পারলে শব্দার্থ বা টিকা দেখবে, তাহলে ঐ লিন ক্লিয়ার হবে।
কবিতাও ২/৩ বার পড়বে একটানা। আজ একবার, কাল আরেকবার এভাবে না। আজই এবং এখন ই।. অন্যান্য সাবজেক্ট এর মত না বাংলা। বাংলা একবারে পড়ে নিতে হয়। তাহলে মনে থাকবে ভালো।
আর প্লিজ বাংলা পড়ার সময় একটি প্রেমিক প্রেমিকা সাজার চেস্টা করিও😍। এতে অনেক লাভ হয়,😉। কিছুদিন আগে বাংলা পড়তে যেয়ে ভালোবাসা নিয়ে একটা কবিতাই লিখে ফেলছি🙊। কিন্তু দুঃখিত কাউকে দেওয়া যাবে না কবিটা😏।
প্রস্তুতি এমন হবে যে তোমাকে লাইন বললে ঐ লাইনে কি বুঝাতে চেয়েছে ঐটাসহ পরের লাইন বলে দিবে। আমি যেভাবে বলছি ঐভাবেই এখন থ্রকে দিনে
২/৩ টা করে গল্প বা কবিতা পড়ে ফেলো। সময় ১ ঘন্টার বেশি লাগবে না।
এখন ১ ঘন্টা সময় দিলে তুমি বাংলার বস হয়ে যাবে😍।
পরিক্ষার আগে কি করবে?
শুধু আর একবার দেখে যাবে চোখ বুলিয়ে যাবে আর যা যা এখন দাগিয়ে রাখবে সেগুলো দেখবে, সর্বশেষ পুরা বই আরেকবার পড়ে ফেলবে।
বই পড়ার পর মুলভাব গুলো আবার দেখবে। কারন লিখিত অংশের জন্য ঐগুলা প্রয়োজন। তারপর যদি সময় থাকে আর একবার শব্দার্থ থেকে যাবে।
পরিক্ষার সময় ত আবার মনে করিয়ে দিবো টেনশন নিও না।
আর পরিক্ষার ৩ দিন আগে থেকেই বাংলা পড়া শুরু করবে। বাংলা ১ম + ২য়।
লিখবে কিভাবে?
১. জ্ঞান মুলক এর জন্য লেকচার গাইডের যত ক আছে ঐগুলা পড়িলেই হবে।
২.অনুধাবন মুলক এর জন্য ত ব্যখ্যামুলক আসে যার উপর প্রস্তুতি তোমার আছে ঐ যে লাইন বাই লাইন বুঝে পড়েছিলে। কি ভাবছ এমনি এমনি বলছি?
আর লিখনে দুই প্যারায়। এক প্যারায় কখনোই অনুধাবন লিখবে না।
যা বলছে ঐ লাইন টা,
তারপর ছোট ব্যাখা
আর লিখবে একটু বড় করে মানে ক খ তে যেন এক পৃষ্ঠা লাগে।
৩. প্রয়োগ,
তিনটা প্যারায় লিখবে, প্রথমে উদ্দীপকে কি আছে তার সাথে কি মিল/ একমত/ বৈশাদৃশ্য/ইত্যাদি এক লাইনে।
তারপর উদ্দীপক থেকে কি কি বৈশিষ্ট্য
তারপর গল্প বা উপন্যাসের সাথে বা কবিতাংশ থেকে ব্যাখ্যা।
মুটামুটি ১.৫ পৃষ্ঠা লেখার চেস্টা করবে। লেখাগুলো পড়ো হলেও সমস্যা নাই
৪. উউচ্চতর দক্ষতা
চার প্যারায় লিখবা,
জ্ঞান মুলক,
উদ্দীপক ব্যাখ্য
গল্প থেকে
তারপর তমার মতামত বা সমন্বিত মতামত।
১.৫ বা ২ পৃষ্ঠা লিখবে।
সময় পাওয়া যাবে না তাইত?
প্রথম দিকে ২ টা এমন লিখিবে
মাঝে ৩ টা একটু ছোট করে লিখে দিবে আর কিছু লিখতেও না পারলে কলম টেনে যাবে, স্যারের বুঝার দরকার নাই তুমি কি লিখছ আমি কিনতি এমন ও করেছিলাম
শুধু প্যাচিয়ে গেছি😂😂
আমি কিছুই লিখি নাই তাই সন্দেহ ছিলো
অথচ স্যার নাম্বার দিছিলো।
কারণ প্রথম দুইটা অনেক ভাল লিখছিলাম।
লাস্ট দুইটা আবার ভালো লিখবা।
সময় মেইন্টেইন অবশ্যই করবা।
কোনো ভাবেই এক টা দাগ ও ছাড়া যাবে না না না না না না না........
মনে থাকে যেনো। সব প্রশ্নে টাচ করবে।
প্রথম ১ ঘন্টারয় ২ টা,
পরের ১ ঘন্টায় ৪ টা
বাকি একটা,
পরের টা ভালোমতো ই লিখবে আর ক দাগ গুলোর দিক নজর দিবে। ঠিক আছে কিনা।
আরো বলব পরিক্ষার সময়।
সর্বশেষ এম সি কিউ?...
প্রস্তুতি ত হয়েই গেছে, আর চেস্ট পেপার থেকে অনেক গুলা কলেজ করে যাইও তাহলে পারবে, কারণ প্রাক্টিস করলে মানুষের ব্রেইন খুলে MCQ তে ২৫ পাইতেই হবে। তাহলে তুমি এ+ পাবে ইন শা আল্লাহ।
আর MCQ হার্ড হলেও একটু চিন্তা করেই উত্তর দিবা। পাশের থেকে হেল্প নিও না তাহলে কিন্তু তুমি যা জানতে তাও যাবে গা!...
বাংলায় টার্গেট ৮০
৮২/৩/৪ এত্তো লাগবে না।
এই পোস্ট লিখার জন্য টাকা পাইনা আমি বা আমরা। বিভিন্ন খারাপ বইয়ের বিজ্ঞাপন দেয় অনেকে। কিন্তু মনে রাখবা বইয়ের বিকল্প নেই। আমাদের টাকার প্রয়োজন নেই শুধু ১ টি কমেন্ট করো এতে আমাদের নতুন পোস্ট লিখার আগ্রহ বাড়বে।
সবার জন্য রইল অনেক অনেক শুভ কামনা
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)