ষষ্ঠ/৬ষ্ট থেকে ১০ম/দশম শ্রেণির ক্লাস রুটিন ২০২৪ (PDF সহ) | মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন ২০২৪


ষষ্ঠ/৬ষ্ট থেকে ১০ম/দশম শ্রেণির ক্লাস রুটিন ২০২৪ (PDF সহ)  | মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন ২০২৪

২০২৪ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে এক শিফট ও দুই শিফটের স্কুলের জন্য আলাদা রুটিন করা হয়েছে। নিচে বিস্তারিত রুটিন পিকচার ও পিডিএফ আকারে দেওয়া হলো।

    সেশন রুটিন ব্যবহারের প্রয়োজনীয় নির্দেশনা 

    ১. ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য রুটিনে উল্লিখিত বিষয়সমূহ যেভাবে রয়েছে, সেভাবেই শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে কোনো প্রতিষ্ঠান বিশেষ প্রয়োজনে একই দিনের বিষয়সমূহের পিরিয়ড পারস্পারিকভাবে পরিবর্তন করতে পারবেন।

    ২ . দশম শ্রেণির জন্য রুটিনে উল্লিখিত দিন এবং সময়ে প্রত্যেক প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব সুবিধামত বিষয়সমূহ স্থাপন করে পূর্ণাঙ্গ রুটিন প্রণয়ন করতে হবে।

    ৩. নবম এবং দশম শ্রেণির জন্য রুটিন ছক অনুসারে সপ্তম পিরিয়ডে অতিরিক্ত একটি ক্লাস নিতে হবে। রুটিনে উল্লিখিত বিষয়ের গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টেশন, অনুশীলন অথবা হাতে-কলমে কাজগুলো সপ্তম পিরিয়ডে সম্পন্ন করতে হবে। তবে প্রয়োজনে রুটিনে উল্লিখিত বিষয়ের পরিবর্তে অন্যান্য বিষয়ের কার্যক্রমও উক্ত পিরিয়ডে করা যাবে।

    ৪. প্রথম থেকে তৃতীয় পিরিয়ড হবে ৬০ মিনিটের এবং চতুর্থ থেকে ষষ্ঠ পিরিয়ড হবে ৫০ মিনিটের ও সপ্তম পিরিয়ড হবে ৪৫ মিনিটের।

    ৫.প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই প্রতিদিন সমাবেশে শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত গাইবার ব্যবস্থা করবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের পরিকল্পনা অনুযায়ী শরীর চর্চা, পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণির বিভিন্ন উপস্থাপনা যেমন গান, নাটক, আবৃত্তি, নাচ, প্রভৃতিসহ অন্যান্য আয়োজন করতে পারে। এলক্ষ্যে সমাবেশের সময় বাড়াতে হলে প্রয়োজনে বিদ্যালয় শুরুর সময় এগিয়ে আনা যাবে। কিন্তু কোনোক্রমেই সেশনের সময় কমানো যাবে না।

    ৬. রুটিনে উল্লেখিত ষষ্ঠ থেকে নবম শ্রেণির কোনো বিষয়েরই সেশন সংখ্যা পরিবর্তন করা যাবে না। ৭. জাতীয় দিবসসমূহ উদযাপন (২১শে ফেব্রুয়ারি, ১৭ই মার্চ, ২৬ শে মার্চ, ১লা বৈশাখ, ১৫ই আগস্ট, ১৬ই ডিসেম্বর) শিখনকালীন কার্যক্রম হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। জাতীয় দিবসে সেশন রুটিন অনুসরণ না করে, দিবস পালনে বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকগণ আগে থেকেই পরামর্শ করে শিক্ষক সহায়িকার নির্দেশনা অনুসরণ করে বিদ্যালয়ে জাতীয় দিবসের কার্যক্রম সাজাবেন। যাতে করে এসকল দিবস পালনের মাধ্যমে শিক্ষার্থীদের যে অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন তা অর্জিত হয়।

    ৮. প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণই শুধু ষষ্ঠ থেকে নবম শ্রেণির সেশন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হবেন। একটি শ্রেণির একটি বিষয়ে একজন শিক্ষককেই দায়িত্ব দেওয়া যাবে। একই শ্রেণির একই বিষয়ে একাধিক শিক্ষককে দায়িত্ব দেওয়া যাবে না। যে শিক্ষক যে বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাকে সে বিষয়েরই সেশন/শ্রেণি কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিতে হবে।

    দুই শিফট- সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সেশন রুটিন ব্যবহারের প্রয়োজনীয় নির্দেশনা

    ১. ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য রুটিনে উল্লিখিত বিষয়সমূহ যেভাবে রয়েছে, সেভাবেই শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে কোনো প্রতিষ্ঠান বিশেষ প্রয়োজনে একই দিনের বিষয়সমূহের পিরিয়ড পারস্পারিকভাবে পরিবর্তন করতে পারবেন।

    ২. দশম শ্রেণির জন্য রুটিনে উল্লিখিত দিন এবং সময়ে প্রত্যেক প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব সুবিধামত বিষয়সমূহ স্থাপন করে পূর্ণাঙ্গ রুটিন প্রণয়ন করতে হবে।

    ৩. দশম শ্রেণির জন্য রুটিন ছক অনুসারে সপ্তম পিরিয়ডে অতিরিক্ত একটি ক্লাস নিতে হবে।

    ৪. রোল কলের কারণে প্রথম পিরিয়ড হবে ৪৫ মিনিটের এবং বাকী পিরিয়ডসমূহ হবে ৪০ মিনিটের। সপ্তম পিরিয়ড ৩০ মিনিটের। 

    ৫. প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই প্রতিদিন সমাবেশে শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত গাইবার ব্যবস্থা করবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের পরিকল্পনা অনুযায়ী শরীর চর্চা,পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণির বিভিন্ন উপস্থাপনা যেমন গান, নাটক, আবৃত্তি, নাচ, প্রভৃতিসহ অন্যান্য আয়োজন করতে পারে। এলক্ষ্যে সমাবেশের সময় বাড়াতে হলে প্রয়োজনে বিদ্যালয় শুরুর সময় এগিয়ে আনা যাবে। কিন্তু কোনো মতেই সেশনের সময় কমানো যাবে না।

    ৬. রুটিনে উল্লেখিত কোনো বিষয়েরই সেশন সংখ্যা পরিবর্তন করা যাবে না।

    ৭. জাতীয় দিবসসমূহ উদযাপন (২১শে ফেব্রুয়ারি, ১৭ই মার্চ, ২৬ শে মার্চ, ১লা বৈশাখ, ১৫ই আগস্ট, ১৬ই ডিসেম্বর) শিখনকালীন কার্যক্রম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় দিবসে সেশন রুটিন অনুসরণ না করে, দিবস পালনে বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকগণ আগে থেকেই পরামর্শ করে শিক্ষক সহায়িকার নির্দেশনা অনুসরণ করে বিদ্যালয়ে জাতীয় দিবসের কার্যক্রম সাজাবেন। যাতে করে এসকল দিবস পালনের মাধ্যমে শিক্ষার্থীদের যে অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন তা অর্জিত হয়।

    ৮. প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণই শুধু ষষ্ঠ থেকে নবম শ্রেণির সেশন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হবেন। একটি শ্রেণির একটি বিষয়ে একজন শিক্ষককেই দায়িত্ব দেওয়া যাবে। একই শ্রেণির একই বিষয়ে একাধিক শিক্ষককে দায়িত্ব দেওয়া যাবে না। যে শিক্ষক যে বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাকে সে বিষয়েরই সেশন/শ্রেণি কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিতে হবে।



    ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ক্লাস রুটিন ২০২৪

    ষষ্ঠ/৬ষ্ট থেকে ১০ম/দশম শ্রেণির ক্লাস রুটিন ২০২৪ (PDF সহ) | মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন ২০২৪

    ষষ্ঠ/৬ষ্ট থেকে ১০ম/দশম শ্রেণির ক্লাস রুটিন ২০২৪ (PDF সহ)  | মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন ২০২৪

    ষষ্ঠ/৬ষ্ট থেকে ১০ম/দশম শ্রেণির ক্লাস রুটিন ২০২৪ (PDF সহ)  | মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন ২০২৪

    ষষ্ঠ/৬ষ্ট থেকে ১০ম/দশম শ্রেণির ক্লাস রুটিন ২০২৪ (PDF সহ)  | মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন ২০২৪

    ষষ্ঠ/৬ষ্ট থেকে ১০ম/দশম শ্রেণির ক্লাস রুটিন ২০২৪ (PDF সহ)  | মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন ২০২৪

    ষষ্ঠ/৬ষ্ট থেকে ১০ম/দশম শ্রেণির ক্লাস রুটিন ২০২৪ (PDF সহ)  | মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন ২০২৪

    ষষ্ঠ/৬ষ্ট থেকে ১০ম/দশম শ্রেণির ক্লাস রুটিন ২০২৪ (PDF সহ)  | মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন ২০২৪


    Click Here To Download 

    Tag;ষষ্ঠ/৬ষ্ট থেকে ১০ম/দশম শ্রেণির ক্লাস রুটিন ২০২৪ (PDF সহ), মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস রুটিন ২০২৪,৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ক্লাস রুটিন,


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন