জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৫-২৬: ডিসেম্বরের শেষেই শুরু
বাংলাদেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে আগামী ডিসেম্বরের শেষের দিকে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
তিনি জানান, “আগামী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ডিসেম্বরের শেষ দিক থেকেই শুরু হবে। গত বছরের মতো এবারও বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।”
ভর্তি পদ্ধতি
২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হতো। পরে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে শুধুমাত্র এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ-এর ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চালু হয়।
দীর্ঘ বিরতির পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবারও ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করে জাতীয় বিশ্ববিদ্যালয়। চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও সেই একই নিয়মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
পরীক্ষার ধরণ ও মূল্যায়ন পদ্ধতি
ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে, সময় ১ ঘণ্টা।
প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর
ভুল উত্তরে কোনো নম্বর কাটা হবে না
বিষয়ভিত্তিক নম্বর বণ্টন:
- বাংলা: ২০
- ইংরেজি: ২০
- সাধারণ জ্ঞান: ২০
- বিষয়ভিত্তিক (শাখাভেদে): ৪০
মোট = ১০০ নম্বর
পাস নম্বর: ৩৫
মেধা তালিকা গঠন:
- এসএসসি জিপিএ (চতুর্থ বিষয়সহ) = ৪০ নম্বর
- এইচএসসি জিপিএ (চতুর্থ বিষয়সহ) = ৬০ নম্বর
- ভর্তি পরীক্ষা = ১০০ নম্বর
মোট = ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত হবে
ভর্তিযোগ্য আসন সংখ্যা ও কোটা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ৮৮১টি কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু আছে —
- সরকারি কলেজ: ২৬৪
- বেসরকারি কলেজ: ৬১৭
২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে মোট ৪,৩৬,২৮৫টি আসন ছিল।
ডিগ্রি (পাস) কোর্সে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আসন সংখ্যা ছিল ৪,২১,৯৯০টি।
সংরক্ষিত কোটা:
- বীর মুক্তিযোদ্ধা: ৩
- আদিবাসী: ১
- প্রতিবন্ধী: ১
- পোষ্য: ৩
মোট ৮টি আসন সংরক্ষিত থাকবে প্রতি বিষয়ে।
গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| ভর্তি পরীক্ষার সময় | ডিসেম্বর ২০২৫ এর শেষের দিকে |
| পরীক্ষা পদ্ধতি | এমসিকিউ (১০০ নম্বর) |
| সময়কাল | ১ ঘণ্টা |
| পাস নম্বর | ৩৫ |
| মেধা তালিকা | মোট ২০০ নম্বরের ভিত্তিতে |
| কলেজ সংখ্যা | ৮৮১টি |
| মোট আসন (সম্মান) | ৪,৩৬,২৮৫টি |
সারসংক্ষেপ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবারও একই MCQ ভিত্তিক পদ্ধতি বজায় থাকছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হবে ভর্তি কার্যক্রম, যা দেশের লাখো শিক্ষার্থীর উচ্চশিক্ষার নতুন যাত্রা সূচনা করবে।
Tag:জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৫, NU Admission 2025, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, NU Honours Admission, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি তারিখ ২০২৫
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


