৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২৫ সকল বিষয় (প্রশ্ন,সমাধান সহ মডেল টেস্ট)

৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২৫ সকল বিষয় (প্রশ্ন,সমাধান সহ মডেল টেস্ট)




🛠️ সাজেশন পড়ার নিয়ম

১️⃣ প্রথমে মূল বই পড়া

  • সাজেশনের প্রশ্ন আসলে মূল বই থেকেই নেয়া হয়।

  • তাই সাজেশন পড়ার আগে প্রতিটি অধ্যায় একবার ভালোভাবে পড়ে নিন।

২️⃣ সাজেশনের টপিক অনুযায়ী পড়া

  • সাজেশনে যেসব অধ্যায়/টপিক বারবার আসে সেগুলোতে বেশি মনোযোগ দিন।

  • যেমন: গণিতের সূত্র, বাংলার ব্যাকরণ, ইংরেজির গ্রামার, বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায়

৩️⃣ লিখে লিখে অনুশীলন

  • শুধু পড়লে মনে থাকে না, তাই সাজেশনের প্রশ্ন লিখে লিখে সমাধান করুন।

  • বিশেষ করে রচনা, অনুচ্ছেদ, গণিতের সমস্যা লিখে প্র্যাকটিস করুন।

৪️⃣ সময় বেঁধে প্র্যাকটিস

  • পরীক্ষার সময় অনুযায়ী সাজেশনের প্রশ্ন লিখুন।

  • যেমন: এক ঘণ্টায় কতগুলো প্রশ্ন শেষ করতে পারলেন, সেটা মেপে দেখুন।

৫️⃣ মডেল টেস্টে সাজেশন ব্যবহার

  • সাজেশনের প্রশ্ন নিয়ে সাপ্তাহিক মডেল টেস্ট দিন।

  • এতে বুঝবেন কোন জায়গায় দুর্বল আছেন।

৬️⃣ গুরুত্বপূর্ণ অংশে বেশি জোর

  • সাজেশনের মধ্যে সব প্রশ্ন সমান গুরুত্বপূর্ণ নয়।

  • প্রশ্নের পাশে টিক (✓) বা চিহ্ন দিয়ে রাখুন, যেগুলো অনেকবার সাজেশনে এসেছে।

  • এগুলো আগে মুখস্থ করুন, তারপর বাকি অংশ পড়ুন।

৭️⃣ পুনরাবৃত্তি (Revision)

  • সাজেশন পড়ার পর সপ্তাহে অন্তত ২ বার রিভিশন করুন।

  • শেষ ১৫ দিনে শুধু সাজেশন + পূর্বের প্রশ্নপত্র অনুশীলন করুন।


✅ সাজেশন পড়ার সময় করণীয়

  • Highlight বা আন্ডারলাইন করুন গুরুত্বপূর্ণ শব্দ

  • ছোট নোট বানান (এক পাতায় টপিক লিখে ফেলুন)

  • বন্ধুদের সাথে সাজেশন প্রশ্ন করে পরীক্ষা নিন

📋 ২০২৫ সালের পরীক্ষার তথ্য ও সিলেবাস

প্রথমে পরীক্ষার কাঠামো ও সিলেবাস বুঝে রাখা জরুরি:

  • ২০২৫ থেকে বাংলাদেশ সরকার ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করেছে। 
  • প্রাথমিক স্কুলগুলোর জন্য পরীক্ষার বিষয় সাধারণত: বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়। 
  • প্রতিটি বিষয় মোট ১০০ নম্বর হিসেবে হবে; বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের পরীক্ষা যৌগিক (৫০ + ৫০) হবে। 
  • মাদরাসা শিক্ষার্থীদের জন্য “ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা” হবে এবং বিষয়ভিত্তিক (আল-কুরআন, আকাইদ ও ফিকহ, আরবি, বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান) প্রশ্ন থাকবে। 
  • পরীক্ষার তারিখ সাধারণত ডিসেম্বরের ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ তারিখে অনুষ্ঠিত হবে। 

🛠️ প্রস্তুতির ধাপ ও কৌশল

নিচে ধাপে ধাপে প্রস্তুতির পরিকল্পনা দেওয়া হলো:

ধাপকরণীয়বিস্তারিত
১. সঠিক পাঠ্যবই ও উৎস নির্বাচনNCTB-এর ৫ম শ্রেণির পাঠ্যবই মূল বই হিসেবে ব্যবহার করুননতুন সিলেবাস ও বইয়ের আলোকে পড়াশোনা করতে হবে
২. রুটিন তৈরিদৈনিক সময়ে বিভাগ করে পড়ুনযেমন: সকালে বাংলা, বিকেলে গণিত, বিকেলের শেষে বিজ্ঞান/বিজ্ঞান + BGS
৩. অধ্যায়ভিত্তিক প্রশ্ন ও নোটপ্রতিটি অধ্যায়ের মূল বিষয়গুলো চিনি নিন, সংক্ষিপ্ত নোট তৈরি করুনবিশেষ করে সূত্র, সংজ্ঞা, প্রয়োগমূলক ধাপ
৪. মডেল টেস্ট ও পুরনো প্রশ্নপত্রপ্রতি সপ্তাহে মডেল টেস্ট দিনপ্রশ্নপত্রের টাইম মেনেজমেন্ট অনুশীলন করুন
৫. দুর্বল বিষয় নির্ণয় ও পুনরাবৃত্তিকোন বিষয় কঠিন হচ্ছে, সেটি চিহ্নিত করুনসেই বিষয়ে অতিরিক্ত চর্চা দিন
৬. সময় ব্যবস্থাপনাপরীক্ষার সময় অনুযায়ী অনুশীলনএকটি প্রশ্নে অতিরিক্ত সময় নষ্ট করবেন না
৭. গ্রুপ স্টাডি ও সহপাঠী আলোচনাবন্ধুদের সঙ্গে সমস্যার সমাধান আলোচনা করুনএকে অপরকে প্রশ্ন দিন ও উত্তর পরীক্ষা করুন
৮. বিশ্রাম ও সুস্থতাপর্যাপ্ত ঘুম, খাদ্য ও বিশ্রাম নিশ্চিত করুনমানসিক চাপ কম রাখুন

✅ বিষয়ভিত্তিক প্রস্তুতির টিপস

বাংলা

  • ব্যাকরণ (সন্ধি, সমাস, বর্ণ ইত্যাদি) ভালোভাবে অনুশীলন করুন
  • অনুবাদ, অনুচ্ছেদ, রচনা (নিবন্ধ বা চিঠি) চর্চা করুন
  • কবিতা ও গদ্য পাঠ করে মূল ভাব ও শব্দার্থ ধরুন

ইংরেজি

  • Grammar (Tenses, parts of speech, WH questions) ভালোভাবে শিখুন
  • Vocabulary ও Sentence Formation অনুশীলন করুন
  • Comprehension (Seen / Unseen) ও রচনা (Short composition, letter) লিখুন

গণিত

  • মৌলিক Four operations, ভগ্নাংশ, গুণ ভাগ, LCM/HCF, শতাংশ, গড়
  • জ্যামিতি (আকৃতি আঁকা, ক্ষেত্রফল)
  • সময়, দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন ইত্যাদি সমস্যা সমাধান করতে অনুশীলন করুন

বিজ্ঞান + বাংলাদেশ ও বিশ্বপরিচয় (BGS)

  • বিজ্ঞান: উদ্ভিদ, প্রাণি, মানব দেহ, শক্তি, পদার্থ, প্রাকৃতিক ঘটনা
  • BGS: বাংলাদেশের ইতিহাস, ভূগোল, সামাজিক কাঠামো, বিশ্ব পরিচয়
  • মানচিত্র, সময়রেখা, চিত্র ও ডায়াগ্রাম ভালোভাবে বুঝুন

📅 ৩–৪ মাসের প্রস্তুতির উদাহরণ রুটিন

মাসকরণীয়লক্ষ্য
১ম মাসসব বিষয় একবার পড়া, অধ্যায়ভিত্তিক নোট তৈরিধারণা পরিষ্কার হওয়া
২য় মাসমডেল টেস্ট শুরু করা, কমজোর বিষয় চিহ্নিত করাভুল কমিয়ে আনা
৩য় মাসনিয়মিত মডেল টেস্ট, সময়মত উত্তর দেওয়াপরীক্ষার টেম্পো অর্জন
শেষ ২–৩ সপ্তাহপূর্ণাঙ্গ পরীক্ষার ড্রিল, পুনরাবৃত্তিআত্মবিশ্বাস বৃদ্ধি

৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২৫ পিডিএফ

Subjectলিংক

৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষার বাংলা সাজেশন ২০২৫ 

Click Here

৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষার ইংরেজি সাজেশন ২০২৫ 

Click Here

৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষার গণিত সাজেশন ২০২৫ 

Click Here

৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষার বিজ্ঞান সাজেশন ২০২৫ 

Click Here

৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় সাজেশন ২০২৫ 

Click Here

৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষার ইসলাম শিক্ষা সাজেশন ২০২৫ 

Click Here


৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ বিষয়ভিত্তিক সাজেশন


📌 ৫ম শ্রেণির বৃত্তি সাজেশন ২০২৫

✍️ বাংলা

  1. ব্যাকরণ

    • সন্ধি, সমাস, বাক্য রূপান্তর

    • এক কথায় প্রকাশ, সমার্থক ও বিপরীত শব্দ

    • বিশেষণ, সর্বনাম, ক্রিয়া চিহ্নিতকরণ

    • বাক্যের শুদ্ধরূপ

  2. সাহিত্য/গদ্য-কবিতা

    • গুরুত্বপূর্ণ কবিতা: আমার সোনার বাংলা, খোকা আর তার মা, নদীর গান

    • গদ্যাংশ: গল্পের মূলভাব, লেখকের নাম

  3. রচনা/অনুচ্ছেদ

    • আমার বিদ্যালয়

    • স্বাধীনতা দিবস / বিজয় দিবস

    • পরিবেশ দূষণ

    • গ্রন্থাগারের উপকারিতা


✍️ ইংরেজি

  1. Grammar

    • Parts of speech

    • Tense (Present, Past, Future)

    • WH-questions (What, Where, When, How)

    • Degree of comparison

    • Voice change (Active → Passive সহজ রূপ)

  2. Composition

    • My School

    • A Cow / A Village Fair / A Winter Morning

    • Importance of Trees

  3. Seen Passage – Book-এর ছোট গল্পগুলো ভালোভাবে পড়তে হবে

  4. Unseen Passage – ছোট অনুচ্ছেদ পড়ে প্রশ্নের উত্তর লিখার অভ্যাস


✍️ গণিত

  1. অঙ্ক

    • ভগ্নাংশ (যোগ, বিয়োগ, গুণ, ভাগ)

    • গড়, শতকরা, অনুপাত-সমানুপাত

    • এলসিএম, এইচসিএফ

    • সরল সমীকরণ

    • আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্তের ক্ষেত্রফল

    • ঘনফল, আয়তন

  2. শব্দ সমস্যা (Word Problem)

    • সময়, গতি, দূরত্ব

    • দাম, লাভ-ক্ষতি

    • কাজ ও শ্রমিক সমস্যা


✍️ প্রাথমিক বিজ্ঞান

  1. প্রাণী ও উদ্ভিদের গঠন ও কাজ

  2. মানবদেহ (রক্ত, শ্বাস-প্রশ্বাস, হজম প্রক্রিয়া)

  3. পদার্থ ও শক্তি (তাপ, আলো, বিদ্যুৎ)

  4. পরিবেশ ও আমাদের করণীয় (প্রদূষণ, বৃক্ষরোপণ)


✍️ বাংলাদেশ ও বিশ্বপরিচয় (BGS)

  1. বাংলাদেশের ইতিহাস: ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ

  2. বাংলাদেশের ভূগোল: নদী, পাহাড়, জলবায়ু

  3. সামাজিক বিষয়: পরিবার, সমাজ, দায়িত্ব

  4. বিশ্বপরিচয়: জাতিসংঘ, বিশ্ব মানচিত্র, প্রতিবেশী দেশ


🛠️ পড়ার কৌশল

  • প্রতিদিন ২টা বিষয় নিয়ে পড়ুন (একটি সহজ, একটি কঠিন)

  • সাজেশনের প্রশ্নগুলো লিখে লিখে অনুশীলন করুন

  • সপ্তাহে অন্তত ২ দিন মডেল টেস্ট দিন

  • শেষ ১০ দিনে শুধু সাজেশন + পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র পড়ুন

Tag:৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২৫ সকল বিষয় (প্রশ্ন,সমাধান সহ মডেল টেস্ট) 


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 


 পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন