✅ এইচএসসি ইংরেজি ২য় পত্রে ভালো নম্বর পাওয়ার ৭টি সেরা টেকনিক:
১. Grammatical Items গুলো ভালোভাবে আয়ত্ত করো
-
Parts of speech, Tense, Voice, Narration, Right form of verb, Sentence connectors, Preposition—এই অংশগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে।
-
প্রতিটি টপিকের নিয়ম মুখস্থ না করে, উদাহরণ দেখে প্র্যাকটিস করো।
📌 টিপস: প্রতিদিন অন্তত ২-৩টি Grammar চ্যাপ্টার লিখে প্র্যাকটিস করো।
২. Transformation, Correction, Completing Sentence–প্রশ্নে গুরুত্ব দাও
-
পরীক্ষায় নিয়মিত আসে এবং তুলনামূলক সহজ।
-
বিভিন্ন বোর্ডের বিগত বছরের প্রশ্ন অনুশীলন করো।
📌 টিপস: Common structure গুলো আলাদা খাতায় লিখে নিয়মিত দেখে নাও।
৩. Paragraph এবং Composition গুলো মুখস্থ না করে নিজের মতো গঠন শেখো
-
Common topic গুলো যেমন:
-
Tree Plantation
-
Importance of Learning English
-
Environment Pollution ইত্যাদি প্রস্তুত রাখো।
-
-
প্রতিটি Composition ২০০-২৫০ শব্দের মধ্যে রাখো।
📌 টিপস: প্রতিটি প্যারাগ্রাফে ৫টি লাইন হলে যথেষ্ট। ভূমিকা, বর্ণনা ও উপসংহার স্পষ্ট করো।
৪. Email & Application এর Format মুখস্থ রাখো
-
প্রতিবার পরীক্ষায় ১০ নম্বর বরাদ্দ থাকে।
-
Official, Informal Email–দুটোরই format শিখে ফেলো।
-
Application–এর common topic যেমন:
-
Library card
-
Seat Increase
-
Morning school ইত্যাদি।
-
📌 টিপস: Email এবং Application–এ কোনো বানান বা ফরম্যাট ভুল যেন না হয়।
৫. Writing Part এ Grammar Mistake এড়িয়ে চলো
-
Spelling এবং Sentence structure পরিষ্কারভাবে লেখো।
-
বানান ভুল হলে examiner–এর কাছে খারাপ ইম্প্রেশন পড়ে।
📌 টিপস: প্রতিটি sentence শেষ করলে punctuation চেক করো।
৬. Time Management খুবই গুরুত্বপূর্ণ
-
Grammar part শেষ করো ৩০ মিনিটে।
-
Writing part (Paragraph, Email, Application, Composition) – এর জন্য সময় বাঁচিয়ে রাখো।
📌 টিপস: পরীক্ষা শুরুর আগে ১ মিনিটে পুরো প্রশ্ন স্ক্যান করো।
৭. Model Test & Board Question Solve করো
-
বিগত ৫ বছরের বোর্ড প্রশ্ন সমাধান করো।
-
বিভিন্ন কোচিং / বইয়ের মডেল টেস্ট দিয়ে প্র্যাকটিস করো।
📌 টিপস: সময় নিয়ে পরীক্ষার পরিবেশে বসে solve করো।
✅ Frequently Asked Questions (FAQs):
প্রশ্ন ১: ইংরেজি ২য় পত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো?
উত্তর: Grammar part, Paragraph, Composition, Application, Email–এই পাঁচটি অধ্যায় সবচেয়ে বেশি নম্বর বহন করে।
প্রশ্ন ২: ইংরেজি ২য় পত্রে মুখস্থ করে কি নম্বর বাড়ানো যায়?
উত্তর: শুধু মুখস্থ করলে নম্বর পাওয়া কঠিন। বুঝে লেখার অভ্যাস করতে হবে।
প্রশ্ন ৩: Writing এ ভালো করতে হলে কী করব?
উত্তর: নিয়মিত লিখে প্র্যাকটিস করো। ৩টি প্যারাগ্রাফ, ৩টি Application/Email এবং ২টি Composition রুটিন করে লিখো।
এইচএসসি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৫
✅ শেষ কথা:
ইংরেজি ২য় পত্রে ভালো করতে হলে নিয়মিত চর্চা, বোর্ড প্রশ্ন অনুশীলন এবং লেখার দক্ষতা—এই তিনটি জিনিসে জোর দিতে হবে। সময়মতো প্রস্তুতি শুরু করলে A+ পেতে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ।
Tag:(এক নজরে) HSC ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৫ -10 Min School -চূরান্ত ১০০% কমন ইংরেজি ২য় পত্র সাজেশন

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)