কোটা আন্দোলন কি?
কোটা আন্দোলন হলো একটি সামাজিক ও রাজনৈতিক আন্দোলন যা সাধারণত শিক্ষার সুযোগ ও সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষিত কোটা বা সিট বরাদ্দের বিরুদ্ধে পরিচালিত হয়। এই আন্দোলনের মূল উদ্দেশ্য হলো কোটা পদ্ধতির সংস্কার বা বিলোপ এবং মেধার ভিত্তিতে সুযোগ প্রদান নিশ্চিত করা।
বাংলাদেশে, কোটা আন্দোলন বিশেষত ২০১৮ সালে প্রচণ্ডভাবে আলোচিত হয়েছিল। তখন শিক্ষার্থীরা সরকারি চাকরির নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে ব্যাপক আন্দোলন করেছিল। এই আন্দোলনের প্রেক্ষিতে সরকার কোটা ব্যবস্থা পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছিল।
ওই পরিপত্র পুনর্বহালসহ আরও তিন দাবি নিয়ে ১ জুলাই থেকে আন্দোলনের ধারাবাহিকতায় গত তিন দিন বিভিন্ন সড়ক-মহাসড়ক কয়েক ঘণ্টার জন্য অবরোধ করে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের দাবিও চার দফা থেকে এক দফায় এসে ঠেকেছে।
আপনি কি কোটা বাতিলের পক্ষে নাকি বিপক্ষে নিজের মতামত জানিয়ে দিন।

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)