Pic: Collected |
আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠকবৃন্দ শুক্রবার রাত ১২ টায় শুরু হতে যাচ্ছি ইন্টার মায়ামি বনাম আল নাসের -রিয়াদ সিজন কাপ ২০২৪ এর খেলা । ইন্টার মিয়ামির এই সপ্তাহে সৌদি আরব সফরে দুইটি ম্যাচ ছিলো, প্রথম ম্যাচ আল হিলালের বিরুদ্ধে গত ২৯ জানুয়ারি শেষ হয়েছে, এই ম্যাচে আল হিলাল ৪-৩ গোলে জয় লাভ করে আর দ্বিতীয় ম্যাচ শুক্রবার রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের মুখামুখি হবে লিওনেল মেসি ও সুয়ারেজের ইন্টার মায়ামি। এই ম্যাচের মাধ্যমে আবারো রোনালদো ও মেসিকে মুখামুখি দেখা যাবে।
ইন্টার মিয়ামি লুইস সুয়ারেজকে দারুণভাবে সই করে প্রাক-মৌসুম শুরু করেছে, যিনি বার্সেলোনায় তাদের অবিশ্বাস্য সময় কাটানোর পর মেসির সাথে আবার এক সাথে দলে খেলবেন।
পেশীর ইনজুরির কারণে দলটিকে তাদের চীন সফর বাতিল করার পর ক্রিস্টিয়ানো এই ম্যাচে খেলার জন্য যথেষ্ট ফিট হবেন কিনা তা নিয়ে এখনও কিছু সন্দেহ রয়েছে।
আল নাসর বনাম ইন্টার মিয়ামি খেলা কখন?
লিওনেল মেসির ইন্টার মিয়ামি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের মধ্যে প্রীতি ম্যাচটি শুক্রবার, ২ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ১২ টায়-এ খেলা হবে৷
যেখানে টিভি এবং অনলাইনে আল নাসর বনাম ইন্টার মিয়ামি খেলা দেখতে পাবেন
ইউনাইটেড কিংডম এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় ক্ষেত্রেই অ্যাপল টিভিতে এমএলএস পাস দিয়ে আল নাসর এবং ইন্টার মিয়ামির মধ্যে বন্ধুত্বপূর্ণ খেলা দেখা যেতে পারে।
আল নাসের ও মেসির ইন্টার মিয়ামির খেলা কোথায় হবে?
রিয়াদ সিজন কাপে আল নাসর এবং ইন্টার মিয়ামি রিয়াদের কিংডম এরিনায় খেলা হবে।
আল-নাসের সম্ভাব্য শুরু লাইনআপ:
আল আকিদি; এস আল ঘানাম, আল আমরি, লাপোর্টে, অ্যালেক্স টেলস; ব্রোজোভিক, আল সুলাইহিম; অ্যান্ডারসন তালিসকা, কে আল ঘানাম, ওটাভিও; রোনালদো
ইন্টার মিয়ামি সম্ভাব্য শুরু লাইনআপ:
আহ্বানকারী; ইয়েডলিন, অ্যাভিলেস, ক্রিভটসভ, অ্যালেন, জর্ডি আলবা; গ্রেসেল, বুসকেটস, রুইজ; মেসি, সুয়ারেজ
Tag:ইন্টার মায়ামি বনাম আল নাসের ২০২৪ লাইভ,কবে কখন,কোথায়,কিভাবে দেখবেন,আল নাসের VS ইন্টার মায়ামি -Inter Miami vs Al Nassr 2024
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)