pic: Collect |
আগামী ১৭ ও ২২ নভেম্বর ২০২৩ ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচের জন্য ব্রাজিলের কোচ দিনেজ তাদের স্কোয়াড ঘোষণা করেছে। ১৭ নভেম্বর কলম্বিয়া মুখামুখি হবে বাংলাদেশ সময় সকাল ৬ টায়। এর পর ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনার মুখামুখি হবে ২২ নভেম্বর সকাল ৬ টা ৩০ মিনিটে। এই দুটি ম্যাচ সামনে রেখে ব্রাজিল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। এবারের স্কোয়াডে ইঞ্জুরির কারনে নেইমার ও ক্যাসেমিরো নেই। কিন্তু নতুন কয়েকজনকে দেখা গেছে এবারের স্কোয়াডে। তার মধ্যে অন্যতম হলে ১৭ বছর বয়সী এনদরিক। যিনি আগামি বছর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কথা রয়েছে। এন্দরিক ছাড়াও ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন দুই ফরোয়ার্ড এফসি পোর্তোর পেপে এবং ব্রাইটনের জোয়াও পেদ্রো।
ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডার্সন ও লুকাস পেরি
ডিফেন্ডার: ব্রেমার, গ্যাব্রিয়েল ম্যাগালেস,মার্কুইনস, নিনো, এমার্সন, রেনান রোদি ও কার্লোস আগুস্তো
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, ডগলাস লুইজ, জোয়েলিন্টন, রাফায়েল ভেইগা ও রদ্রিগো
ফরোয়ার্ড: এনড্রিক, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ভিনিসিউস জুনিয়র, জোয়াও পেদ্রো, পলিনিও, পেপে ও রাফিনিয়া।
Tag:আর্জেন্টিনা বিপক্ষে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)