বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচ: আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে লাইভ/সরাসরি,Live Tv Channel How To Watch

  

Argentina vs Paraguay: আর্জেন্টিনা বনাম পেরাগুয়ে লাইভ,সরাসরি,পরিসংখ্যান,লাইন আপ,ম্যাচটি কবে কখন কিভাবে দেখবেন | বিশ্বকাপ বাচাইপর্ব ম্যাচ ২০২৬

বিশ্বকাপ ২০২৬ মূলপর্বে খেলার লক্ষে আর্জেন্টিনা তাদের প্রথম দুটি কোয়ালিফাই ম্যাচে দুর্দান্ত জয়ের পর ১৩ অক্টোবর পেরাগুয়ে বিপক্ষে মাঠে নামবে মেসি বাহিনী ।  আর্জেন্টিনা বাচাইপর্বের টেবিল পয়েন্টে ৬ পয়েন্ট নিয়ে ২য় স্থানে রয়েছে। অন্যদিকে পেরাগুয়ে ২ টি ম্যাচের মধ্যে ১ টিতে ড্র এবং অন্যটিতে হেরে টেবিল পয়েন্টে ৬ নাম্ভার স্থানে রয়েছে। 

তো বন্ধুরা আর্জেন্টিনা বনাম পেরাগুয়ে লাইভ,সরাসরি,পরিসংখ্যান,লাইন আপ,ম্যাচটি কবে কখন কিভাবে দেখবেন বিস্তারিত এই আর্টিকেলে আলোচনা করা হবে।

    আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে খেলাটি কবে কখন শুরু হবে?


    আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে বিশ্বকাপ বাচাইপর্ব ম্যাচটি ১৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৫ টায় সময় অনুষ্ঠিত হবে। 


    আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ম্যাচটি লাইভ কিভাবে দেখবেন? 

    আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচটি আপনি সরাসরি বাংলাদেশের কোন চ্যানেলে দেখতে পারবেন না। এই খেলাটি আপনি সহজে মোবাইল দিয়ে বা ফেসবুকের মাধ্যমে সরাসরি দেখতে পারবেন, নিচে নিয়ম দেখানো হলো:-

    খেলাটি লাইভ চলাকালীন সময়ে আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে Live লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।

    অথবা,আপনি চাইলে নিচের এপ্লিকেশন নামিয়ে সহজেই আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে এর লাইভ খেলাটি দেখতে পারবেন।

    Live Website. 

    https://live.shoot-yalla.tv

    অথবা এপ্স এর মাধ্যমে লাইভ দেখতে পারবেন 

    Apps Link:- Click Here To Download

    আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে পরিসংখ্যান, হেড টু হেড

    আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে এই পর্যন্ত ১০৯  বার মুখোমুখি হয়েছে এর মধ্যে আর্জেন্টিনা ৫৯ বার জিতেছে এবং ১৬ বার হেরেছে, ৩৫ বার ম্যাচ ড্র হয়েছে।

    আর্জেন্টিনা জিতেছে:৫৯ বার
    ম্যাচ ড্র হয়েছে:৩৫ আবার
    আর্জেন্টিনা হেরেছে:১৬ বার

    আর্জেন্টিনা স্কোয়াড :


    গোলরক্ষক
    : এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (উদিনেসে), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।
    ডিফেন্ডার : ওয়ালটার বেনিতেজ (পিএসভি), গনজালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (অ্যাতলেতিকো মাদ্রিদ), হার্মান পেজ্জেয়া (রিয়াল বেতিস), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), লুকাস এস্কিভেল (অ্যাথলেতিকো পারানায়েন্স); লুকাস মার্টিনেজ (পিউরেন্তিনা) নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), মার্কো ফেলেগরিনো (এসি মিলান), মার্কা আকুওনা (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ)।

    মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (জুভেন্তাস), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো দি পল (অ্যাতলেতিকো মাদ্রিদ), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), কালোর্স আলকারেজ (সাউদাম্পটন), জিওভানি লে সোলসো (ট্যটেনহাম) অ্যালেক্সিস ম্যাক আলিস্তার (লিভারপুল), থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড), ব্রুনো জাপেল্লি (অ্যাথলেতিকো পারানায়েন্স);


    ফরোয়ার্ড : পাওলো দিবালা (রোমা), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), ফাকুন্দো ফারিয়াস (ইন্টার মায়ামি), লুকাস বেলত্রান (ফিওরেন্তিনা), আলেহান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গনজালেজ (ফিওরেন্তিনা), লুকাস ওকোম্পাস (সেভিয়া)। 


     শুরুর লাইনআপ:


     আর্জেন্টিনা (4-3-3, ডান থেকে বামে): 23. ই. মার্টিনেজ (GK) — 21. মোলিনা, 13. রোমেরো, 19. ওটামেন্ডি, 3. ট্যাগলিয়াফিকো — 7. ডি পল, 20. ম্যাক অ্যালিস্টার, 8।  ই. ফার্নান্দেজ — 9. জে. আলভারেজ, 22. এল. মার্টিনেজ, 15. এন. গঞ্জালেজ।


     প্যারাগুয়ে (5-4-1, ডান থেকে বামে): 1. সি. করোনেল (GK) — 14. আই. রামিরেজ, 15. জি. গোমেজ, 5. বালবুয়েনা, 6. আলোনসো, 4. এস্পিনোজা — 20. আর সানচেজ  , 8. ক্যাম্পুজানো, 10. আলমিরন, 21. বেরেইরো — 19. সোসা।

    Tag:Argentina vs Paraguay: আর্জেন্টিনা বনাম পেরাগুয়ে লাইভ,সরাসরি,পরিসংখ্যান,লাইন আপ,ম্যাচটি কবে কখন কিভাবে দেখবেন | বিশ্বকাপ বাচাইপর্ব ম্যাচ ২০২৬



    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com