২৬ থেকে ২৮ নভেম্বর এইচএসসি ফলাফল প্রকাশ

 

২৬ থেকে ২৮ নভেম্বর এইচএসসি ফলাফল প্রকাশ

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের সম্ভাব্য তারিখ জানা গেছে। আজ ৩১ অক্টোবর মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সকালে সাংবাদিকদের বলেন নভেম্বর মাসের ২৬ থেকে ২৮ তারিখের মধ্যে এইচএসসি ফলাফল প্রকাশিত হতে পারে। এবারের এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু হয়ে প্রায় দেড় মাস চলছিল। জানা গেছে পরীক্ষার খাতা দেখা প্রায় পর্যায়ে। অনুমতি পেলেই ফল প্রকাশ করা হবে।

এই বছর ১১টি শিক্ষাবোর্ডের অধীনে শুরু থেকেই পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর। তবে ৮টি বোর্ডে ১০ লাখ ৭ হাজার ২৪১ জন অংশ নেন প্রথমদিনের পরীক্ষায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে অন্য বোর্ডগুলোর পরীক্ষা স্থগিত করা হয়।

১০ দিন পর ২৭ আগস্ট থেকে বাকি বোর্ডগুলোর পরীক্ষা শুরু হয়। চলতি বছর সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে পরীক্ষার্থীরা অংশ নেন। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হয়েছে বলে জানা গেছে।



Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন