বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ মূলপর্বে খেলার লক্ষে ১৮ অক্টোবর পেরুর মুখামুখি হতে যাচ্ছে। আর্জেন্টিনা এখন পর্যন্ত বাচাইপর্বে ৩ টি ম্যাচে একটিতে ও হারে নাই। তারা ৯ পয়েন্ট নিয়ে টেবিল পয়েন্টে সবার শীর্ষে রয়েছে। অন্যদিকে পেরু ৩ টি ম্যাচে ২ টি হেরেছে ১ টি ড্র করে মাত্র ১ টি পয়েন্ট নিয়ে ৯ নাম্ভার স্থানে রয়েছে।
1970 এবং 1978 সালে প্রতিযোগিতায় তাদের সেরা পারফরম্যান্সের মাধ্যমে পেরু পাঁচটি বিশ্বকাপের ফাইনালে উপস্থিত ছিল, যখন তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল।
হোয়াইট এবং রেড 2018 বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, গ্রুপ পর্বে বাদ পড়েছিল, কিন্তু তারা কাতারে 2022 সালের প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি।
আর্জেন্টিনা বনাম পেরুর খেলাটি কত তারিখ কখন শুরু হবে?
আর্জেন্টিনা বনাম পেরু ম্যাচটি লাইভ কিভাবে দেখবেন?
আর্জেন্টিনা বনাম পেরু বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচটি আপনি সরাসরি বাংলাদেশের কোন চ্যানেলে দেখতে পারবেন না। এই খেলাটি আপনি সহজে মোবাইল দিয়ে বা ফেসবুকের মাধ্যমে সরাসরি দেখতে পারবেন, নিচে নিয়ম দেখানো হলো:-
খেলাটি লাইভ চলাকালীন সময়ে আর্জেন্টিনা বনাম পেরু Live লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।
অথবা,আপনি চাইলে নিচের এপ্লিকেশন নামিয়ে সহজেই আর্জেন্টিনা বনাম পেরু এর লাইভ খেলাটি দেখতে পারবেন।
Live Website.
অথবা এপ্স এর মাধ্যমে লাইভ দেখতে পারবেন
Apps Link:- Click Here To Download
বিশ্বকাপ বাচাইপর্ব টেবিল পয়েন্ট
আর্জেন্টিনা বনাম পেরু পরিসংখ্যান, হেড টু হেড
আর্জেন্টিনা বনাম পেরু এই পর্যন্ত ৫৬ বার মুখোমুখি হয়েছে এর মধ্যে আর্জেন্টিনা ৩৫ বার জিতেছে এবং ৭ বার হেরেছে, ১৪ বার ম্যাচ ড্র হয়েছে।
আর্জেন্টিনা জিতেছে: | ৩৫ বার |
ম্যাচ ড্র হয়েছে: | ১৪ আবার |
আর্জেন্টিনা হেরেছে: | ৭ বার |
আর্জেন্টিনা স্কোয়াড :
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (উদিনেসে), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।
ডিফেন্ডার : ওয়ালটার বেনিতেজ (পিএসভি), গনজালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (অ্যাতলেতিকো মাদ্রিদ), হার্মান পেজ্জেয়া (রিয়াল বেতিস), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), লুকাস এস্কিভেল (অ্যাথলেতিকো পারানায়েন্স); লুকাস মার্টিনেজ (পিউরেন্তিনা) নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), মার্কো ফেলেগরিনো (এসি মিলান), মার্কা আকুওনা (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ)।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (জুভেন্তাস), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো দি পল (অ্যাতলেতিকো মাদ্রিদ), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), কালোর্স আলকারেজ (সাউদাম্পটন), জিওভানি লে সোলসো (ট্যটেনহাম) অ্যালেক্সিস ম্যাক আলিস্তার (লিভারপুল), থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড), ব্রুনো জাপেল্লি (অ্যাথলেতিকো পারানায়েন্স);
ফরোয়ার্ড : পাওলো দিবালা (রোমা), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), ফাকুন্দো ফারিয়াস (ইন্টার মায়ামি), লুকাস বেলত্রান (ফিওরেন্তিনা), আলেহান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গনজালেজ (ফিওরেন্তিনা), লুকাস ওকোম্পাস (সেভিয়া)।
আর্জেন্টিনা বনাম পেরু শুরুর সম্ভাব্য লাইনআপ:
পেরু সম্ভাব্য শুরু লাইনআপ:
গ্যালিস; করজো, জামব্রানো, আব্রাম, ট্রাউকো; অ্যাকুইনো, ইয়োতুন; অ্যাডভিনকুলা, ক্যারিলো, পোলো; গুয়েরো
আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর লাইনআপ:
ই মার্টিনেজ; মোলিনা, রোমেরো, ওটামেন্ডি, তাগলিয়াফিকো; ডি পল, ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার; মেসি, এল মার্টিনেজ, আলভারেজ
Tag:আর্জেন্টিনা বনাম পেরু লাইভ ২০২৩: কবে,কখন,কিভাবে দেখবেন,লাইন আপ,পরিসংখ্যান (বিশ্বকাপ বাচাইপর্ব)
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)