বিএনপির স্লোগান সমূহ (নতুন,নির্বাচনী) | ছাত্রদলের স্লোগান সমূহ | বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের স্লোগান


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


বিএনপির স্লোগান সমূহ (নতুন,নির্বাচনী) | ছাত্রদলের স্লোগান সমূহ | বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের স্লোগান


আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক যারা রাজনৈতিক ভাবে বিনপির সাথে জরিত, তাদের ভিবিন্ন সমাবেশে যেতে হয় আর সমাবেশে গেলে স্লোগান দিতে হয়। তাই অনেকে বিএনপির স্লোগান সমূহ শেখার জন্য গুগলে সার্চ করর থাকেন। তাই আজকে আমরা বিএনপির স্লোগান সমূহ (নতুন,নির্বাচনী) - ছাত্রদলের স্লোগান সমূহ -বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের স্লোগান শেয়ার করবো। আসা করি তোমাদের উপকারে আসবে। 

প্রিয় পাঠক আপনি যদি বিএনপির স্লোগান খুজে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। এখানে আমরা বিএনপির সকল স্লোগান সমূহ তুলে ধরার চেষ্টা করেছি।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের একটি অন্যতম প্রধান কেন্দ্র-ডান থেকে ডানপন্থী রাজনৈতিক দল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন। ১৯৭৭ সালে ৩০ এপ্রিল জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি শুরু করেন। জিয়া যখন সিদ্ধান্ত নিলেন যে তিনি রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচন করবেন তখন তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয়। এই দলের সমন্বয়ক ছিলেন আব্দুস সাত্তার।

    বিএনপির স্লোগান সমূহ 


    • প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ '
    • শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ '
    • খালেদা জিয়ার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই ;এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে
    • আমার নেএি আমার মা, জেলে থাকতে দিব না,'বন্দি আছে আমার মা, ঘরে ফিরে যাবো না,'হামলা করে আন্দোলন -বন্ধ করা যাবে না। 

    আপোষ না সংগ্রাম,,

    সংগ্রাম সংগ্রাম,, ।

    দালালী না রাজপথ, 

    রাজপথ রাজপথ,, ।

    জনতা না ক্ষমতা,,

    জনতা জনতা।। 

    জনতার দাবী এক,

    খুনি হাসিনার পদত্যাগ।।


    বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে,

    আমাদের ধমনীতে, 

    শহীদ জিয়ার রক্ত, 

    সেই রক্ত কোনদিনও বৃথা হতে দিব না,,,

    বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান,,, স্বাধীনতার ঘোষক জিয়া,,,

    লও লও লও সালাম,,,


    বিএনপির স্লোগান লেখা


    ছাত্রদলের স্লোগান সমূহ


    বিএনপির ছাত্র দলের স্লোগান


     বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের স্লোগান

    ইতিহাস

    জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আসলে জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। জাগদলকে বিএনপির সাথে একীভূত করা হয়। রাষ্ট্রপতি জিয়া এই দলের সমন্বয়ক ছিলেন এবং এই দলের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী এর প্রথম মহাসচিব ছিলেন। জিয়ার এই দলে বাম, ডান, মধ্যপন্থি সকল প্রকার লোক ছিলেন। বিএনপির সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য ছিল এর নিয়োগ পদ্ধতি। প্রায় ৪৫ শতাংশ সদস্য শুধুমাত্র রাজনীতিতে যে নতুন ছিলেন তাই নয়, তারা ছিলেন তরুণ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাত্রা শুরু করেন। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি ঘোষণাপত্র পাঠ ছাড়াও প্রায় দুই ঘণ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে নতুন দলের আহ্বায়ক কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি প্রথমে ১৮ জন সদস্যের নাম এবং ১৯ সেপ্টেম্বর ওই ১৮ জনসহ ৭৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এখানে উল্লেখ্য, বিএনপি গঠন করার আগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে আরেকটি দল তৎকালীন উপ-রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে সভাপতি করে গঠিত হয়েছিল। ২৮ আগস্ট ১৯৭৮ সালে নতুন দল গঠন করার লক্ষ্যে জাগদলের বর্ধিত সভায় ওই দলটি বিলুপ্ত ঘোষণার মাধ্যমে দলের এবং এর অঙ্গ সংগঠনের সকল সদস্য জিয়াউর রহমান ঘোষিত নতুন দলে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

    Tag:বিএনপির স্লোগান সমূহ (নতুন,নির্বাচনী),ছাত্রদলের স্লোগান সমূহ,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের স্লোগান


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post