আজ বৃহ:বার বিকাল ৩ টা ৩০ মিনিটে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৩ এর প্রথম ম্যাচ। এই ম্যাচে পাকিস্তানের মুখামুখি হবে নেপাল। পাকিস্তান বর্তমানে ওয়ানডে ১ নাম্বার দল হয়ে অবশ্যই ফেভারিট হিসেবে প্রতিযোগিতায় নামবে এবং ভারতের বিপক্ষে ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে অনুষ্ঠিতব্য প্রত্যাশিত ম্যাচের আগে এটিকে প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখবে। ম্যাচটি মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ থেকে কিভাবে লাইভ দেখবেন?
বাংলাদেশ থেকে সরাসরি আপনি গাজী টিভিতে লাইভ খেলাটি দেখতে পারবেন,এছারা আপনি সরাসরি ফেসবুকে Asia Cup 2023 live লিখে সার্চ করে দেখতে পারবেন।
ইন্ডিয়া থেকে কিভাবে লাইভ দেখবেন?
এশিয়া কাপ ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টসে, এ ছাড়া আপনি সরাসরি ফেসবুকে Asia Cup 2023 live লিখে সার্চ করে দেখতে পারবেন।
অথবা আপনি সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।
পাকিস্তানের একাদশ
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সলমন, ইফতিকার আহমেদ, শাদব খান, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ।
পাকিস্তান বনাম নেপাল লাইভ স্কোর: সম্পূর্ণ স্কোয়াড
নেপাল: কুশল ভুর্তেল, আসিফ শেখ (ডব্লিউ), ভীম শারকি, রোহিত পাউডেল (সি), কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, গুলসান ঝা, সোমপাল কামি, করণ কেসি, সন্দীপ লামিছনে, ললিত রাজবংশী, সুন্দীপ জোরা, প্রতীস জিসি, অর্জুন সৌদ , মৌসম ঢাকল, কিশোর মাহাতো, আরিফ শেখ
পাকিস্তান: ফখার জামান, ইমাম-উল হক, বাবর আজম (c), মোহাম্মদ রিজওয়ান (w), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল, আবদুল্লাহ শফিক, উসামা মীর