নেইমার যোগ দিলেন আল হিলালে,কয় বছরের চুক্তি,কত টাকা বেতন পাবেন?

 

নেইমার যোগ দিলেন আল হিলালে,কয় বছরের চুক্তি,কত টাকা বেতন পাবেন?

আসছালামু আলাইকুম সম্মানিত ফুটবল প্রেমী ভাই ও বোনেরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আর্টিকেলে। বন্ধুরা বেশ কিছু দিন থেকে খবর আসছিল নেইমার যোগ দিবেন আল হিলালে। অবশেষে সেই খবরটি সত্যতায় রুপ নিলো মঙ্গলবার রাতে। আল হিলাল তাদের অফিশিয়াল ফেসবুক ভেরিফাই পেইজে একটি ভিডিও পোস্ট করেছে আল হিলাল। ক্যাপশনে নেইমারের বক্তব্যে লেখা হয়েছে, ‘আমি এখন সৌদি আরবে, আমি হিলালি। 


এ দিকে পিএসজি নেইমারকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে। ক্লাবটির প্রধান নির্বাহী নাসের আল খেলাইফি তাদের অফিশিয়াল ওয়েবসাইটকে বলেছেন, ‘নেইমারের মতো অসাধারণ ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে বিদায় জানানো সবসময়ই কঠিন। ’

‘আমি কোনোদিনও ভুলবো না যেদিন প্রথম সে পিএসজিতে এসেছিল আর ক্লাবে ও গত ছয় বছর ধরে আমাদের প্রজেক্টে যা অবদান রেখেছে। আমাদের দারুণ স্মৃতি আছে। নেইমার সবসময়ই আমাদের ক্লাবের বড় একটি ইতিহাস হয়ে থাকবে। আমি নেইমার ও তার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। তার ভবিষ্যৎ ও পরবর্তী গন্তব্যের জন্য শুভ কামনা রইলো। ’

নেইমারকে দলে নিতে আল হিলাল ট্রান্সফার ফি দিয়েছে আনুমানিক ১০০ মিলিয়ন ইউরো। মধ্যপ্রাচ্যের ফুটবলে এটা অন্যতম বড়় ট্রান্সফার হতে চলেছে।


আল হিলালে নেইমার কয় বছরের জন্য যুক্তি করেছেন? 

২ বছরের চুক্তিতে নেইমার সৌদি আরবের ক্লাবে যোগ দিয়েছেন। এরপর তিনি চাইলে আরও এক বছরের জন্য চুক্তি বাড়াতে পারবেন। যার ফলে তিনি ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আল হিলালে থাকবেন।


আল হিলালে নেইমার কত টাকা বেতন পাবেন?



দুই বছরে আল হিলাল থেকে বছরে ১৫০ মিলিয়ন ডলার করে বেতন পাবেন নেইমার। দুই বছরে নিশ্চিত বেতন পাবেন ৩০০ মিলিয়ন ডলার বা প্রায় তিন হাজার ২৮৪ কোটি টাকা। সঙ্গে সৌদি ক্লাবটি তাকে পারফরম্যান্স বোনাস ও বাণিজ্যিক চুক্তি থেকে আরও ১০০ মিলিয়ন ডলার আয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন




Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               
Previous Post Next Post


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন