ডিগ্রি ২য় বর্ষ ইতিহাস ৪র্থ পত্র সাজেশন ২০২৩ -ডিগ্রি পাস ২০২১ | Degree 2nd Year History 4th Paper Suggestion 2023

ডিগ্রি ২য় বর্ষ ইতিহাস ৪র্থ পত্র সাজেশন ২০২৩


আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের ডিগ্রি ২য় বর্ষের ইতিহাস ৪র্থ পত্র সাজেশন নিয়ে হাজির হয়েছি। আসা করি যারা ইতিহাস ৪র্থ পত্র সাজেশন খুজতেছেন তোমাদের উপকারে আসবে। 

   
       

    ডিগ্রি ২য় বর্ষ ইতিহাস ৪র্থ পত্র সাজেশন ২০২৩

    ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষা ২০২১ অনুষ্ঠিত ২০২৩
    বিষয়ঃ ইতিহাস চতুর্থ পত্র (দক্ষিণ এশিয়ার ইতিহাস: ১২১৫০৩)

    ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) (যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।

    ১। কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?
    উঃ লর্ড কর্ণওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
    ২। কখন দ্বৈতশাসনের অবসান ঘটে?
    উঃ দ্বৈত শাসনের অবসান ঘটে ১৭৭২ সালে।
    ৩। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে?
    উঃ রাজা রামমোহন রায়।
    ৪। আলীগড় আন্দোলন কে শুরু করেন?
    উঃ স্যার সৈয়দ আহমদ আলীগড় আন্দোলন শুরু করেন।
    ৫। মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়?
    উঃ ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
    ৬। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 'দেওয়ানি লাভ করে?
    উঃ ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে।
    ৭। অধীনতামূলক মিত্রতানীতি কে প্রবর্তন করেন?
    উঃ লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতানীতি প্রবর্তন করেন।
    ৮। সতীদাহ প্রথা রহিত করেন কোন গভর্নর জেনারেল ?
    উঃ সতীদাহ প্রথা রহিত করেন গভর্নর জেনারেল লর্ড বেন্টিংক।
    ৯। লর্ড ডালহৌসি কোন নীতি প্রবর্তন করেন?
    উঃ লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন।
    ১০। খিলাফত আন্দোলনের দুইজন নেতার নাম কি?
    উঃ খিলাফত আন্দোলনের দুইজন নেতার নাম হলো মওলানা মুহাম্মাদ আলী ও মওলানা শওকত আলী।
    ১১। লাহোর প্রস্তাব কত সালে উত্থাপন করা হয়?
    উঃ ১৯৪০ সালের ২০ মার্চ তারিখে।
    ১২। কত সালে ভারত স্বাধীনতা লাভ করে?
    উঃ ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে।
    ১০। লর্ড ক্লাইড কে ছিলেন?
    উঃ লর্ড ক্লাইভ ব্রিটিশ ভারতের গভর্নর ছিলেন।
    ১৪। রেগুলেটিং অ্যাক্ট করে প্রণীত হয়?
    উঃ ১৭৮৪ সাল।
    ১৫। দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় সমাহিত করা হয়েছিল?
    উঃ ইয়াংগুনে।
    ১৬। হাজী শরীয়ত উল্লাহ কে ছিলেন?
    উঃ হাজী শরীয়ত উল্লাহ ফরায়েজি আন্দোলনের প্রবর্তক ছিলেন।
    ১৭। তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল?
    উঃ কলকতার নিকটবর্তী নারকেলবাড়িয়া নামকস্থানে।
    ১৮। কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয় ?
    উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
    ১৯। 'মোহামেডান লিটারেরী সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?
    উঃ নওয়াব আব্দুল লতিফ।
    ২০। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
    উঃ লর্ড কার্জন।
    ২১। কোন আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে?
    উঃ ১৯৪৭ সালের আইনের মাধ্যমে।
    ২২। দ্বৈত শাসন কে প্রবর্তন করেন?
    উঃ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ।
    ২০। লর্ড ওয়েলসনি কে ছিলেন?
    উঃ লর্ড ওয়েলসলি ব্রিটিশ ভারতের প্রথম সাম্রাজ্যবাদী গভর্নর জেনারেল ছিলেন।
    ২৪। কখন সতীদাহ প্রথা রহিত করা
    উঃ ১৮২৯ সালে সতীদাহ প্রথা রহিত করা হয়।
    ২৫। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
    উঃ উমেশচন্দ্র বন্দোপাধ্যায়।
    ২৬। খিলাফত আন্দোলনের একজন নেতার নাম উল্লেখ কর।
    উঃ মওলানা মুহাম্মদ আলী।
    ২৭। অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন?
    উঃ মহাত্মা গান্ধী।
    ২৮। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
    উঃ ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস।
    ২৯। অসহযোগ আন্দোলন কে শুরু করেছিলেন?
    উঃ মহাত্মা গান্ধী।
    ৩০। লক্ষ্ণৌ প্যাই কখন স্বাক্ষরিত হয়?
    উঃ লক্ষ্মৌ প্যাক্ট ১৯১৬ সালে স্বাক্ষরিত হয়।
    ৩১। ফকির মজনু শাহ কে ছিলেন?
    উঃ ফকির মজনু শাহ ছিলেন ফকির সন্ন্যাস বিদ্রোহের প্রধান নেতা।
    ৩২। বসবস কখন রদ করা হয়?
    উঃ ১৯১১ সালে।
    ৩০। স্বত্ব বিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
    উঃ লর্ড ডালহৌসি।
    ৩৪। ব্রিটিশ ভারতের প্রথম মহাবিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
    উঃ ১৮৫৭ সালে।
    ৩৫। ঘাউন্ট ব্যাটেন কে ছিলেন?
    উঃ ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয়।
    ৩৬। টিপু সুলতান কে ছিলেন?
    উঃ টিপু সুলতান মহীশূরের রাজা ছিলেন।
    ৩৭। সেফটি বাল্ব তত্ত্ব' কে প্রবর্তন করেন?
    উঃ অ্যালান অক্টাভিয়ান হিউম
    ৩৮। কে চৌদ্দ দফা পেশ করেন?
    উঃ মোহাম্মদ আলী জিন্নাহ
    ৩৯। ভারত ছাড় আন্দোলনের নেতা কে ছিলেন?
    উ: মহাত্মা গান্ধী।
    ৪০। মন্ত্রিমিশন পরিকল্পনার প্রধান কে ছিলেন?
    উঃ স্যার স্টাফোর্ড ক্রিপস ।
    ৪১। ঝাঁসির রানির নাম ?
    উঃ ঝাঁসির রানির নাম হলো লক্ষ্মীবাঈ।
    ৪২। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় কবে?
    উঃ ১৮৮৫ সালে।
    ৪৩। ১৯১৬ সাল ভারতের ইতিহাসে বিখ্যাত কেন?
    উঃ লক্ষ্মৌ চুক্তির জন্য।
    ৪৪। ভারত স্বাধীনতা আইন কবে পাস হয়?
    উঃ ১৯৪৭ সালে।
    ৪৫। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে?
    উঃ নবাব স্যার সলিমুল্লাহ।

    খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

    ১। দিওয়ানি/ইলবার্ট বিল বলতে কি বুঝায়? ১০০%
    ২। অধীনতামূলক মিত্রতা নীতি কি? ১০০%
    ৩। স্বত্ববিলোপ নীতি ব্যাখ্যা কর। ১০০%
    ৪। লক্ষ্ণৌচুক্তি সম্পর্কে কি জান? ১০০%
    ৫। ক্রীপস/মন্ত্রী মিশন পরিকল্পনা কি? ১০০%
    অথবা, মাউনব্যাটেন পরিকল্পনা কী?
    ৬। সিমলা ডেপুটেশন সম্পর্কে কী জান? ১০০%
    ৭। সূর্যাস্ত আইন ও চিরস্থায়ী বন্দোবস্ত কী? ১০০%
    ৮। চিরস্থায়ী বন্দোবস্তের দোষ গুণ আলোচনা কর। ১০০%
    ৯। খিলাফত আন্দোলনের ব্যর্থতার কারণ আলোচনা কর। ১০০%
    ১০। তিতুমীরের, দুদুমিয়ার পরিচয় দাও। ১০০%
    ১১। ছিয়াত্তরের মন্বন্তরের ওপর টীকা লিখ। ৯৯%
    ১২। মুসলিম লীগ সম্পর্কে টীকা লিখ। ৯৯%
    ১৩। কর্নওয়ালিস কোড কী? ৯৯%
    ১৪। লাহোর প্রস্তাবের মূল বক্তব্য কি ছিল? ৯৯%
    ১৫। খিলাফত আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লিখ। ৯৯%

    গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন। যে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।

    ১। ওয়ারেন হেস্টিংস এর সংস্কারসমূহ আলোচনা কর। ১০০%
    ২। লর্ড ওয়েলসলির অধীনতামূলক মিত্রতা নীতি আলোচনা কর। ১০০%
    ৩। উইলিয়াম বেন্টিং এর সংস্কারসমূহের বিবরণ দাও। ১০০%
    ৪। ১৮৫৭ সালের বিদ্রোহের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর। ১০০%
    ৫। ভারতীয় মুসলমানদের পুনর্জাগরণে স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা মূল্যায়ন কর। ১০০%
    ৬। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা কর।ভারতের রাজনীতিতে ইহার প্রভাব কি ছিল?১০০%
    ৭। মন্ত্রিমিশন পরিকল্পনার প্রস্তাবসমূহ পর্যালোচনা কর।
    এই পরিকল্পনা কেন ব্যর্থ হয়? ১০০%
    ৮। দ্বৈত-শাসন বলতে কি বুঝায়? বাংলার আর্থসামাজিক জীবনে দ্বৈত-শাসনের প্রভাব আলোচনা কর। ১০০%
    ৯। খিলাফত ও অসহযোগ আন্দোলন কি? এ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। ১০০%
    ১০। দেওয়ানী বলতে কি বুঝ? কোম্পানি শাসন প্রতিষ্ঠায় দেওয়ানীর গুরুত্ব/পটভূমি বর্ণনা কর। ৯৯%
    ১১। 'স্বত্ব বিলোপ নীতি' ব্যাখ্যা কর। লর্ড ডালহৌসী কিভাবে ইহা প্রয়োগ করেন? %
    ১২। লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল ? 

    Tag:ডিগ্রি ২য় বর্ষ ইতিহাস ৪র্থ পত্র সাজেশন ২০২৩ -ডিগ্রি পাস ২০২১,Degree 2nd Year History 4th Paper Suggestion 2023

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)