এসএসসি পৌরনীতি ও নাগরিকতা সাজেশন ২০২৩
১ম অধ্যায়: পৌরনীতি ও নাগরিকতা
১। পৌরনীতি বলতে কী বোঝ?
উত্তর: পৌরনীতি বলতে সেই শাস্ত্রকে বোঝায়, যা নাগরিক ও নাগরিকতার সাথে সম্পর্কিত যাবতীয় বিষয়ের ধারাবাহিক পর্যালোচনা করে।
২। একক পরিবার বলতে কী বোঝ?
উত্তর: স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান-সন্ততি নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলে ।
৩। নাগরিকতা কাকে বলে?
উত্তর: রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পায় তাকে নাগরিকতা বলে।
৪। নাগরিক কাকে বলে?
উত্তর: যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্বায়ীভাবে বসবাস, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার, রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তাকে ঐ রাষ্ট্রের নাগরিক বলে।
৫। একপত্নীক পরিবার কাকে বলে?
উত্তর: যে পরিবারে একজন স্বামীর একজন স্ত্রী থাকে তাকে একপত্নীক পরিবার বলে।
৬। মাতৃতান্ত্রিক পরিবার কাকে বলে?
উত্তর: যে পরিবারে সন্তানেরা মায়ের পরিচয়ে মাতৃতান্ত্রিক পরিবার বলে। হয় এবং যা পরিবারের নেতৃত্ব দেন তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে।
৭। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কি?
উত্তর: রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা হলো সার্বভৌমত্ব।
৮। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ Civics,
৯। পরিবার কি?
উত্তর: বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা তাদের সন্তানাদি, পিতামাতা ও
অন্যান্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে ওঠে তাকে পরিবার বলে।
১০। সমাজ বলতে কী বোঝায়?
উত্তর: সমাজ বলতে সেই সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায়, যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রে বসবাস করে।
১১। পৌরনীতি কী ধরনের বিজ্ঞান ?
উত্তর: পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।
১২। ভূখন্ড কাকে বলে?
উত্তর: একটি রাষ্ট্রের নির্দিষ্ট স্থলভাগ, জলভাগ ও আকাশসীমাকে তার ভূখন্ড বলে।
১৩। সামাজিক চুক্তি মতবাদের মূলকথা কী ?
উত্তর: সামাজিক চুক্তি মতবাদের মূলকথা হলো সমাজে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে।
১৪। রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট প্রদত্ত পৌরনীতির সংজ্ঞা দাও।
উত্তর: রাষ্ট্রবিজ্ঞানী ই. এম. হোয়াইট প্রদত্ত পৌরনীতির সংজ্ঞাটি হচ্ছে-পৌরনীতি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে।
২য় অধ্যায়: পৌরনীতি ও নাগরিকতা
১। নাগরিকতা কাকে বলে?
উত্তর: রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পায় তাকে নাগরিকতা বলে।
২। নাগরিক কাকে বলে?
উত্তর: যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্বামীভাবে বসবাস, রাষ্ট্রের প্রতি আনুগত্তা স্বীকার, রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তাকে ঐ রাষ্ট্রের নাগরিক বলে।
৩। নগর-রাষ্ট্র কি?
উত্তর: প্রাচীন গ্রিসে নগরকেন্দ্ৰিক যেগৰ ছোট ছোট ৰাষ্ট্ৰ ছিল মূলত সেগুলোই নগর-রাষ্ট্র।
৪। দ্বৈত নাগরিকতা কাকে বলে?
উত্তর: দ্বৈত নাগরিকতা বলতে একজন ব্যক্তির একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে বোঝায়।
৫। স্বাধীনতা কাকে বলে?
উত্তর: অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছানুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কা করাই হলো স্বাধীনতা।
৬। নৈতিক অধিকার কাকে বলে?
উত্তর: মানুষে বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ দ্বারা যেসব অধিকার স্বীকৃত সেগুলোকে নৈতিক অধিকার বলে।
৭। তথ্য অধিকার আইন কাকে বলে?
উত্তর: জনগণের তথ্য পাওয়ার স্বাধীনতা সংক্রান্ত আইনকে তথ্য অধিকার আইন বলে।
৮। অধিকার বলতে কি বোঝায়?
উত্তর: অধিকার বলতে বোঝায় সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
৪র্থ অধ্যায়: রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
৯। রাষ্ট্র কাকে বলে?
উত্তর: রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক সমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে যুক্ত।
২। কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে?
উত্তর: যে রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণসহ সর্বোচ্চ ও সার্বিক কল্যাণের প্রচেষ্টা চালায় তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে।
৩।পুঁজিবাদী রাষ্ট্র কি?
উত্তর: পুঁজিবাদী রাষ্ট্র হলো সেই রাষ্ট্র যেখানে সম্পতির ওপর ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়।
৪। ক্ষমতা বণ্টনের নীতিতে ভিত্তিতে রাষ্ট্র কয় ধরনের? উত্তর: দুই ধরনের। এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয়।
৫। গণতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে?
উত্তর: যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের শাসনক্ষমতা সমাজের সকল সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে।
৬। সমাজতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে?
উত্তর: যে রাষ্ট্রব্যবস্থায় উৎপাদনের সকল উপাদান রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয়, তাকে সমাজতান্ত্রিক কাকে বলে।
৭। রাষ্ট্রের উপাদান কয়টি?
উত্তর: রাষ্ট্রের উপাদান ৪টি।
১০ম অধ্যায়: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা।
১। দ্বিজাতি তত্ত্ব কী?
উত্তর: মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ্ জাতিগত তত্ত্বের ভিত্তিতে ভারতের মুসলমানদের একটি স্বতন্ত্র জাতি হিসেবে ঘোষণা করেন এবং তাঁর এ তত্ত্বের নাম হচ্ছে দ্বিজাতি তত্ত্ব।
২। ছয় দফা কর্মসূচি কে উত্থাপন করেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩। বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয় কখন?
উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল।
৪। লাহোর প্রস্তাব কী?
উত্তর: লাহোর প্রস্তাব হলো ১৯৪০ সালের ২০ শে মার্চ শেরে বাংলা এ. কে. উত্থাপিত মুসলমানদের স্বার্থ-সম্বলিত একটি প্রস্তাব। ফজলুল হক কর্তৃক
৫। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উত্তর: শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
৬। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে?
উত্তর: ১৯৪০ সালে।
৭। মুসলিম লীগ কত সালে গঠিত হয়,
উত্তর: ১৯০৬ সালে।
৮। ছয় দফা বলতে কী বোঝ?
উত্তর: ১৯৬৬ সালের ৫-৬ই ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহ কর্তৃক উত্থাপিত বাঙালি জাতির প্রাণের ছয়টি দাবি হচ্ছে ছয় দফা দাবি।
৯। জেনারেল নিয়াজী কতজন সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন?
উত্তর: ৯০০০০ জন।
১০। কার সভাপতিত্ত্বে লাহোর প্রস্তাব গৃহীত হয়?
উত্তর: জিন্নাহর সভাপতিত্বে।
১১। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কী নামে পরিচিত?
উত্তর: ঐতিহাসিক লাহোর প্রস্তাব 'পাকিস্তান প্রস্তাব' নামে পরিচিত।
১২। ঐতিহাসিক আগরতলা মামলা কী?
উত্তর: ১৯৬৮ সালের জানুয়ারী মাসে আইয়ুব সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এক নম্বর আসামি করে ৩৫ জন বাঙালি সামরিক-বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতামূলক একটি মামলা দায়ের করে, যা ঐতিহাসিক আগরতলা মামলা নামে পরিচিত।
"খ" নম্বরের জন্য অনুধাবনমূলক প্ৰশ্ন
১ম অধ্যায়: পৌরনীতি ও নাগরিকতা
১। পরিবারের অর্থনৈতিক কাজ ব্যাখ্যা কর।
২। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত প্রাচীন মতবাদটি বর্ণনা কর।
৩। মানুষ সমাজে বাস করে কেন? ব্যাখ্যা কর।
৪। সার্বভৌমত্বকে রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বলা হয় কেন?
৫। সমাজের সাথে মানুষের সম্পর্ক ব্যাখ্যা কর।
৬। পরিবারকে শাশ্বত বিদ্যালয় বলা হয় কেন?
৭। পরিবার একটি সামাজি প্রতিষ্ঠান- কথাটি বুঝিয়ে লেখ।
২য় অধ্যায়: নাগরিক ও নাগরিকতা
২। নৈতিক অধিকার ব্যাখ্যা কর।
১। দ্বৈত নাগরিকতার ধারণাটি বুঝিয়ে লেখা
৩। 'আইন মান্য করা নাগরিকের কর্তব্য'- ব্যাখ্যা কর। অথবা, নাগরিকগণ আইন মান্য করে কেন?
৪। 'কর্তব্য পালন ছাড়া অধিকার ভোগ করা যায় না'- ব্যাখ্যা কর। অথবা, অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক ব্যাখ্যা কর।
৫। নাগরিক ও নাগরিকতার উৎস অভিন্ন হলেও এদের অন্তর্গত পার্থক্য রয়েছে ব্যাখ্যা কর।
৬। তথ্য অধিকার আইন বলতে কী বোঝ?
৪র্থ অধ্যায়: রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
১। সংসদীয় সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়? ***
২। গণতন্ত্রে নাগরিকগণ কীভাবে প্রকৃত ক্ষমতার অধিকারী হয়?
৩। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলতে কী বোঝ? "
৪। গণতন্ত্রকে সর্বাপেক্ষা জনপ্রিয় শাসনব্যবস্থা বলা হয় কেন?
৫। কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
৬। সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে কী বোঝায়?
৭। পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝ?
৬ষ্ঠ অধ্যায়: বাংলাদেশের সরকার ব্যবস্থা
১। সচিবালয়ের গঠন ব্যাখ্যা কর।
২। প্রশাসনকে রাষ্ট্রের হৃৎপিন্ড বলা হয় কেন?
৩। সচিবালয়কে প্রশাসনের কেন্দ্রবিন্দু বলা হয় কেন?
৪। আইন বিভাগ কীভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে?
৫। সংসদের ব্যাপারে প্রধানমন্ত্রীই সর্বেসর্বা কেন?
৬। শাসন বিভাগ বলতে কী বোঝায়?
৭। অভিশংসন কী? ব্যাখ্যা করো।
৮। রাষ্ট্রপতির আইনসংক্রান্ত কাজ বলতে কী বোঝ?
১০ম অধ্যায়: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা
১। দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়?
২। ছয় দফা কর্মসূচিকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কেন?
৩। ১৯৫৪ সালের নির্বাচনের ফলাফল ব্যাখ্যা কর।
৪। লাহোর প্রস্তাবের মূল বক্তব্য লেখ।
৫। বাংলাদেশের ইতিহাসে কালরাত্রি কী? ব্যাখ্যা কর।
৬। ১৯৭০ সালের নির্বাচন গুরুত্বপূর্ণ কেন?
৭। যুক্তফ্রন্ট গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা কর।
৮। আগরতলা মামলী কী? ব্যাখ্যা কর।
Tag:এসএসসি পৌরনীতি ও নাগরিকতা সাজেশন ২০২৩ (সকল বোর্ড 💯কমন),পৌরনীতি ও নাগরিকতা সাজেশন ২০২৩,SSC Politics and Civilization Suggesting 2023