এসএসসি কৃষি শিক্ষা সাজেশন ২০২৪ সকল বোর্ড 💯 কমন ~ এসএসসি কৃষি শিক্ষা সাজেশন ২০২৪~SSC Agriculture Suggesting 2024

 


সৃজনশীল প্রশ্নের- 'ক' ও 'খ' নম্বরে এবং নৈর্ব্যক্তিকে যেসব প্রশ্ন আসতে পারে তার সাজেশন ও উত্তর সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ


শিক্ষার্থী বন্ধুরা,

যে কোনো সৃজনশীল এ 'ক' ও 'খ' নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে সৃজনশীলের 'ক' ও 'খ' নম্বর প্রশ্নের উত্তর জানা নাই সেই সৃজনশীল প্রশ্নের উত্তর কখনো লিখবে না। এতে লেখার মান ও নম্বর অবশ্যই কমে যাবে।

এসএসসি কৃষি শিক্ষা সাজেশন ২০২৪

সৃজনশীল-এর গুরুত্বপূর্ণ

জ্ঞানমূলক প্রশ্ন । নৈর্ব্যক্তিক প্রশ্ন। ('ক' নম্বরের জন্য)


১ম অধ্যায়: কৃষি প্রযুক্তি


১। কৃষি প্রযুক্তি কী?

উত্তর: কৃষিকাজ করার জন্য যেসব ধারণা, পদ্ধতি, যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয়, সেগুলোই কৃষি প্রযুক্তি। যেমন-ট্রাক্টর, সবুজ সার ইত্যাদি কৃষি প্রযুক্তির অন্তর্ভুক্ত।

২। জিওল মাছ কী?

উত্তর: যে সকল মাছের দেহে ফুলকা ছাড়াও অতিরিক্ত শ্বসনতন্ত্র থাকে, যার মাধ্যমে তারা বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিতে পারে, সেগুলোই জিওল মাছ।

৩। বীজ শুকানো অর্থ কী?

উত্তর: বীজ শুকানো অর্থ হলো বীজ থেকে অতিরিক্ত আর্দ্রতা সরানো বা পরিমিত মাত্রায় আনা।

৪। বীজ কী?

উত্তর: উদ্ভিদের বংশবিস্তারের জন্য যে অংশ ব্যবহার করা হয় তাই হলো বীজ।

৫। মৌল বীজ কী?

উত্তর: সকল বংশগত গুণাগুন রক্ষা করে যে বীজ উৎপাদন করা হয় তাকে মৌল বীজ বলে।

৬। জমি চাষ কী?

উত্তর: ফসল ফলানোর উদ্দেশ্যে যন্ত্রপাতির সাহায্যে জমির উপরের স্তরের মাটি আলগা করাই হলো জমি চাষ।

৭। ধান চাষে কয় ধরনের বীজতলা তৈরি করা হয়?

 উত্তর: ধান চাষে চার ধরনের বীজতলা তৈরি করা হয়।

৮। জমি প্রস্তুতির প্রথম ধাপ কোনটি?

উত্তর: ভূমি কর্ষণ।

৯। সাইলোপিট কী?

উত্তর: সাইলেজ তৈরির জন্য সংগৃহীত ঘাস কেটে যে বায়ু নিরোধক স্থান বা গর্তে রাখা হয় তাই হলো সাইলোপিট ।

১০। মাটি কাকে বলে?

উত্তর: ভূ-পৃষ্ঠের নরম স্তর যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয়, গবাদিপশু বিচরণ করে তাকেই মাটি বলে।

১১। বীজ প্রক্রিয়াজাতকরণ কী?

উত্তর: ফসলের দানাকে বীজে পরিণত করা এবং বীজের উন্নতমান ও অঙ্কুরোদগম ক্ষমতাকে বজায় রাখার জন্য বীজের সর্বপ্রকার পরিচর্যা করাই হলো বীজ

প্রক্রিয়াজতকরণ।

১২। সম্পূরক খাদ্য কাকে বলে?

উত্তর: প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছের দ্রুত বৃদ্ধির জন্য যে অতিরিক্ত খাদ্য দেওয়া হয় তাকে সম্পূরক খাদ্য বলে।

১৩। কৃষিকাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি?

উত্তর: জমি প্রস্তুত করা।

১৪। কন্টোর পদ্ধতি কাকে বলে?

উত্তর: : পাহাড়ের ঢালে আড়াআড়ি সমন্বিত লাইনে জমি চাষ করাকে কন্টোর পদ্ধতি বলে।

১৫। হে তৈরির জন্য কোন ধরনের ঘাস উপযোগী?

উত্তর: হে তৈরির জন্য শিম গোত্রীয় ঘাস যেমন-সবুজ খেসারি, মাসকলাই বেশি উপযোগী।

১৬। অ্যালজি কী?

উত্তর: অ্যালজি হলো এককোষী বা বহুকোষী উদ্ভিদ।

১৭। হাম পুলিং কী?

উত্তর: মাটির উপরে গাছের সম্পূর্ণ অংশ উপড়ে ফেলাই হলো হাম পুলিং ।

১৮। কর্ষণ কাকে বলে?

উত্তর: চাষাবাদের জন্য মাটিকে যে প্রক্রিয়ায় খুঁড়ে বা আঁচড়ে আগাছামুক্ত, নরম, আলগা ও ঝুরঝুরা করা হয় তাকে কর্ষণ বা ভূমি কর্ষণ বলে ।

১৯। কোন সময় পুকুরে খাবার প্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়?

উত্তর: পুকুরের পানি অত্যধিক সবুজ হয়ে গেলে খাবার প্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

২০। দানাদার খাদ্য কাকে বলে?

উত্তর: যে খাদ্যে কম পরিমাণ আঁশ এবং বেশি পরিমাণে শক্তি পাওয়া যায় তাই দানাদার খাদ্য।

২১। কৃষকের ভাষায় মাটি কী? 

উত্তর: কৃষকের ভাষায় ভূ-পৃষ্ঠের ১৫-১৮ সেমি গভীর স্তরকে মাটি বলা হয়।

২২। গম চাষের pH মান কত?/ গম চাষের জন্য pH মান কত হওয়া উচিত? উত্তর: গম চাষের pH মান ৬.০-৭.০।

২৩। ভূমিক্ষয় কী?

উত্তর: বিভিন্ন প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে ভূ-পৃষ্ঠের উপরিভাগের মাটি সরে অন্যস্থানে চলে যাওয়াকে ভূমিক্ষয় বলে ।

২৪। পাহাড়ি জমির pH মান কত ?

উত্তর: পাহাড়ি জমির pH মান ৫-৫.৭।

২৫। কাফ স্টার্টার কী?

উত্তর: বাছুরের উপযোগী বিশেষ দানাদার খাদ্য মিশ্রণ যাতে ২০% এর অধিক পরিপাচ্য আমিষ ও ১০% এর কম আঁশযুক্ত খাদ্য থাকে তাকেই বলে কাফ স্টার্টার।


২য় অধ্যায়: কৃষি উপকরণ


১। সুষম খাদ্য কাকে বলে?

উত্তর: খাদ্যে সকল পুষ্টি উপাদান সমানুপাতিক হারে বিদ্যমান থাকলে তাকে সুষম খাদ্য বলে।

২। জু-প্লাংকটন কী?

উত্তর: জু-প্লাংকটন হলো পানিতে মুক্তভাবে ভাসমান অণুবীক্ষণিক প্রাণিকণা ।

৩। কৃষিতাত্ত্বিক বীজ কী?

উত্তর: উদ্ভিদের যেকোনো অংশ যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে, তাকে কৃষিতাত্ত্বিক বীজ বলে।

৪। মাছ চাষের জন্য পুকুরের প্রতি লিটারে পানিতে কী পরিমাণ দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজন?

উত্তর: কমপক্ষে ৫ মিলিগ্রাম।

৫। মহুয়ার খৈল বা রোটেনন কী?

উত্তর: মহুয়ার খৈল বা রোটেনন হলো রাক্ষুসে মাছ দূরীকরণের জন্য পানিতে ব্যবহৃত মাছ মারার বিষ।

৬। পুকুর কাকে বলে?

উত্তর: পুকুর হচ্ছে ছোট ও অগভীর জলাশয় যেখানে নিয়ন্ত্রিত উপায়ে মাছ চাষ করা হয় এবং প্রয়োজনে একে শুকিয়ে ফেলা যায় ।

৭। মুরগি খামার পরিচালনায় কোন খাতে খরচ বেশি হয়? উত্তর: খাদ্য খাতে।

৮। রগিং কী?

উত্তর: বীজ বপনের পরে চারা গজালে কাঙ্ক্ষিত চারা রেখে অন্য জাতের চারা বা আগাছ তুলে ফেলাকে রগিং বলে।

৯। ইলিশ প্রজনন ক্ষেত্রগুলোতে কোন সময় মাছ ধরা নিষেধ?

 উত্তর: ১৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত।

১০। ফসটক্সিন কী?

উত্তর: ফসটক্সিন হলো এক ধরনের রাসায়নিক বিষ যা দ্বারা মাছ মারা হয়।

১১। বর্তমানে দেশে মোট কতটি মৎস্য অভয়াশ্রম আছে?

উত্তর: ৫০০টি।

১২। অঙ্গজ বীজ কাকে বলে?

উত্তর: উদ্ভিদের পাতা, কাণ্ড, কুঁড়ি, শিকড় ইত্যাদি যে সকল অংশ বংশ বিস্তারের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, তাদেরকে অঙ্গজ বীজ বলে।

১৩। ডিম পোনা কাকে বলে?

উত্তর: ডিম ফোটার পরের অবস্থাকে বলে ডিমপোনা।

১৪। কারেন্ট জাল বা ফাঁস জাল কী? 

উত্তর: কারেন্ট জাল বা ফাঁস জাল হলো ৪৫ সেমি বা তার কম ব্যাস বা দৈর্ঘ্য বিশিষ্ট জাল।

১৫। একটি ফাইটোপ্লাংকটনের নাম লিখ।

উত্তর: ক্লোরেলা।

১৬। বীজ জমি পৃথকীকরণের উদ্দেশ্য কী?

উত্তর: বীজ জমি পৃথকীকরণের উদ্দেশ্য হচ্ছে শস্য বীজের সাথে যেন অন্য জাতের বীজের সংমিশ্রণ না ঘটে।

১৭। বকচর কী?

উত্তর: মাছ চাষের পুকুরের উপরিতলের ধার ও পাড়ের মধ্যবর্তী যে স্থানটুকু ফাঁকা রাখা হয় তাই বকচর।


৪র্থ অধ্যায়: কৃষিজ উৎপাদন


১। কোন ধরনের জমিতে ধান ফসল ভালো হয়? 

উত্তর: উঁচু, মাঝারি নিচু সব ধরনের জমিতেই ধানের ফলন ভালো হয়।

২। ফসলের শত্রু কী?

উত্তর: ফসলের প্রধান শত্রু হচ্ছে পোকা।

৩। আধুনিক ধান কাকে বলে?

উত্তর: উফশী ধানে বিশেষ গুণাগুন যেমন রোগবালাই সহনশীলতা, স্বল্প জীবনকাল, খরা ও লবণাক্ত সহিষ্ণুতা ইত্যাদি সংযোজিত হলে তাকে আধুনিক ধান বলে ।

৪। দেশি পাটের জাতের নাম উল্লেখ করো। 

উত্তর: দেশি পাটের জাত হলো-সিডিএল-১, সিভিই-৩, সিসি-৪৫, ডি-১৫৪, এটম পার্ট-৩৮ ইত্যাদি।

৫। পাটের জাত উন্নয়নকারী প্রতিষ্ঠানের নাম লিখ।

উত্তর: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BJRI)।

৬। ধানের কয়েকটি স্থানীয় জাতের নাম লিখ। 

উত্তর: টেপি, গিবরি, দুধসর, লতিশাইল ইত্যাদি।

৭। রাক্ষুসে মাছ কাকে বলে?

উত্তর: যে সমস্ত মাছ অন্যান্য মাছকে খেয়ে ফেলে তাদেরকে রাক্ষুসে মাছ বলে।

৮। টুংরো রোগের কারণ কী?

উত্তর: ভাইরাসের আক্রমণের ফলে টুংরো রোগ হয়।

৯। কোন মৌসুমে ধানের ফলন বেশি হয়? 

উত্তর: বোরো মৌসুমে।

১০। ডিম বেগুনের অপর নাম কী?

উত্তর: বারমাসী কালো ও সাদা বর্ণের জাত হলো ডিম বেগুনের অপর নাম ।

১১। সংক্রামক রোগ কাকে বলে?

উত্তর: যে সকল রোগ রোগাক্রান্ত পশু হতে সুস্থ পশুর দেহে সংক্রমিত হয় তাকে সংক্রামক রোগ বলে।

১২। মাছের পেটফোলা রোগ কী জনিত রোগ?

উত্তর: ব্যাকটেরিয়াজনিত রোগ।

১৩। হাঁস পালনের সবচেয়ে সহজ পদ্ধতি কী? 

উত্তর: উন্মুক্ত পদ্ধতি।

১৪। একটি ছত্রাকনাশকের নাম লিখ। 

উত্তর: একটি ছত্রাকনাশকের নাম হলো থিওভিট।

১৫। বিছাপোকা কোন ফসলে আক্রমণ করে ? 

উত্তর: বিছাপোকা পাট ফসলে আক্রমণ করে।

১৬। বাঁশ কোন ধরনের উদ্ভিদ? উত্তর: বাঁশ ঘাস জাতীয় উদ্ভিদ।

১৭। বীজ শোধন কাকে বলে?

উত্তর: কোনো রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে ফসলের বীজকে জীবাণুমুক্ত করার পদ্ধতিকে বীজ শোধন বলে।

১৮। BRRI কী?

উত্তর: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। (Bangladesh Rice Research).

১৯। পশুর আবাসন কাকে বলে?

উত্তর: সুগ্ধভাবে বেঁচে থাকার জন্য এবং অধিক উৎপাদনের জন্য অধিকতর আরামদায়ক পরিবেশে পশুকে আশ্রয় প্রদানকে গৃহপালিত পশুর আবাসন বলে।

২০। চারা গজানোর কত দিনের মধ্যে সরিষার গাছ পাতলাকরণ করতে হয়? 

উত্তর: ১০-১৫ দিনের মধ্যে।

২১। সাকার কী?

উত্তর: সাকার হলো মাতৃগাছের গোড়া থেকে বের হওয়া নতুন চারাগাছ যা বৃদ্ধির প্রথম পর্যায়ে মাতৃগাছ থেকেই খাদ্য গ্রহণ করে।

২২। দেশি জাতের পাট কোন মাসে কাটতে হয়? উত্তর: আষাঢ়-শ্রাবণ মাসে।

২৩। ভেষজ উদ্ভিদ কী?

উত্তর: পরিবেশের যেসব উদ্ভিদ আমাদের রোগ-ব্যাধির উপশম বা নিরাময়ে ব্যবহার হয় সেগুলোকে ভেষজ উদ্ভিদ বলে।


সৃজনশীলের 'খ' নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন

অনুধাবনমূলক প্রশ্ন


১ম অধ্যায়: কৃষি প্রযুক্তি


১। বীজ সংরক্ষণ বলতে কী বোঝায়? / বীজ সংরক্ষণ প্রয়োজন কেন? 

২। ভূমি কর্ষণ কীভাবে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে ?

৩। বনবিধি লঙ্ঘনের শাস্তির বিধান লিখ।

৪। কোন ক্ষেত্রে মাছের জন্য খাদ্য ট্রে ব্যবহার করা উত্তম তা ব্যাখ্যা করো। 

৫। চিংড়িকে সন্ধ্যায় খাবার দিতে হয় কেন?

৫। খৈল ভেজানো পানি মাছের খাদ্য তৈরিতে ব্যবহার করা উচিত নয় কেন?

৬। পুকুরে মাছ চাষে সম্পূরক খাদ্য দেওয়া হয় কেন?

৭। জমি চাষের বিবেচ্য বিষয়গুলো লিখ। 

৮। ভূমিক্ষয় কী? ভূমিক্ষয়ের জন্য মানুষ দায়ী কেন?


২য় অধ্যায়: কৃষি উপকরণ


১। মাছের অভয়াশ্রম বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

২। রগিং বলতে কী বোঝ?

৩। শাপলা ফুলকে নির্গমশীল উদ্ভিদ বলা হয় কেন?

৪। পুকুরের তলদেশে বেশি কাদা থাকা উচিত নয় কেন?

৫। পুকুরে চুন প্রয়োগ করা হয় কেন? / পুকুরে সার প্রয়োগ করা হয় কেন? ৬। চুন পানির গুণগত মান বৃদ্ধি করে ব্যাখ্যা করো ।

৭। পুকুরে পোনা ছাড়ার পূর্বে শোধন করে নিতে হয় কেন?

৮। মাছ চাষের ক্ষেত্রে সূর্যালোকের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।


৪র্থ অধ্যায়: কৃষিজ উৎপাদন


১। পাটের বীজ শোধন পদ্ধতি উল্লেখ করো।

২। ধান বীজ বপনের পূর্বে ইউরিয়া মিশ্রিত পানিতে ডুবিয়ে নিলে কোন ধরনের সুবিধা হয়।

৩। গোলাপ গাছের ফুলের কুড়ি ছাঁটাই করার কারণ ব্যাখ্যা করো।

৪। হাঁস ও মাছের সমন্বিত চাষে পুকুরে মাছের অক্সিজেনের সমস্যা হয় না কেন?

৫। পাট জাগের সময় মাটির ঢেলা বা কলা গাছ ব্যবহার করা ঠিক নয় কেন? ব্যাখ্যা করো।

৬। বীজতলায় রাসায়নিক সার ব্যবহার করা উত্তম কেন?

৭। দোঁআশ মাটিতে সব ধরনের ফসল ভালো হয় কেন? ব্যাখ্যা করো।

৮। উফশী ধানের বৈশিষ্ট্যগুলো লেখো।

এসএসসি কৃষি শিক্ষা সৃজনশীল সাজেশন PDF

বইএসএসসি ইসলাম সৃজনশীল সাজেশন 
প্রকাশক    Educationblog24.com
মোট এমবি 17
Download link click Here To download 


এসএসসি কৃষি শিক্ষা বহুনির্বাচনি সাজেশন PDF

বইএসএসসি ইসলাম বহুনির্বাচনি সাজেশন 
প্রকাশক    Educationblog24.com
মোট পেইজ সংখ্যা 18
Download link click Here To downloadTag:এসএসসি কৃষি শিক্ষা সাজেশন ২০২৪, এসএসসি কৃষি শিক্ষা সাজেশন ২০২৪,SSC Agriculture Suggesting 202   Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               
Previous Post Next Post


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com