SSC Bangla 1st Paper Model Test 2023 | এস এস সি/SSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট প্রশ্ন ২০২৩

 আসছালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের এসএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ও নমুনা প্রশ্ন ২০২৩ শেয়ার করবো। আসা করি তোমাদের উপকারে আসবে। 

   
       

    SSC Bangla 1st Paper Model Test 2023 



     এস এস সি/SSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট প্রশ্ন ২০২৩



    ১. ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর’–এ উক্তিতে হযরত মুহাম্মদ (স.)-এর কোন গুণটি প্রকাশ পেয়েছে?

     
     সহনশীলতা
     উদারতা
     মহানুভবতা
     বিচক্ষণতা
    সঠিক উত্তর: মহানুভবতা

    ২. মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল?

     
     দশ টাকা
     বারো টাকা
     পনেরো টাকা
     আঠারো টাকা
    সঠিক উত্তর: পনেরো টাকা

    ৩. কোন কবি ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেন?

     
     জীবনানন্দ দাশ
     মাইকেল মধুসূদন দত্ত
     কাজী নজরুল ইসলাম
     সুকান্ত ভট্টাচার্য
    সঠিক উত্তর: জীবনানন্দ দাশ

    ৪. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় মতলব মিয়া কে?

     
     সৈনিক
     ছাত্র
     রিকশাওয়ালা
     মাঝি
    সঠিক উত্তর: মাঝি

    ৫. তিনুর বয়স কত?

     
     দেড় বছর
     আড়াই বছর
     তিন বছর
     সাড়ে তিন বছর
    সঠিক উত্তর: দেড় বছর

    উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নটির উত্তর দাও:
    অমল বাবুর পরিবার স্বাধীনতাযুদ্ধের সময় দেশ ছাড়লেও তিনি দেশ ছেড়ে যাননি। দেশের জন্য মুক্তিযুদ্ধে অংশ নেবেন বলে তিনি প্রতিজ্ঞা করেন।
    ৬. অমল বাবুর সঙ্গে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে?

     
     হরিকাকু
     নোলক বুয়া
     বুধা
     শাহাবুদ্দিন
    সঠিক উত্তর: বুধা

    ৭. ‘রানার’ কবিতায় ব্যবহৃত ‘কালো রাত্রির খাম’ বলতে কী বোঝানো হয়েছে?

     
     শোষণ বঞ্ছনা
     অবজ্ঞা অবহেলা
     ক্লা‌ন্তি হতাশা
     দুঃখে শোকে
    সঠিক উত্তর: শোষণ বঞ্ছনা

    ৮. হাজী শরীয়তউল্লাহ হলেন— i. ফরায়েজি আন্দোলনের নেতা ii. আবদুল ওহাবের মতাদর্শে বিশ্বাসী iii. অত্যাচারিত মানুষের নেতা। নিচের কোনটি সঠিক?

     
     i ও ii
     i ও iii
     ii ও iii
     i, ii ও iii
    সঠিক উত্তর: i, ii ও iii

    ৯. প্রতাপের প্রধান শখ কী ছিল?

     
     ছিপ ফেলে মাছ ধরা
     তেঁতুলতলায় মাছ ধরা
     সুভার সাথে গল্প করা
     অকর্মণ্য হয়ে বসে থাকা
    সঠিক উত্তর: ছিপ ফেলে মাছ ধরা

    ১০. ‘শুক্লা দ্বাদশী’ বলতে কী বোঝায়?

     
     চাঁদের দ্বিতীয় দিন
     চাঁদের চতুর্থ দিন
     চাঁদের ষষ্ঠ দিন
     চাঁদের দ্বাদশ দিন
    সঠিক উত্তর: চাঁদের দ্বিতীয় দিন

    ১১. ‘নিমগাছ’ গল্পে ‘কবি’ শব্দ দ্বারা বোঝানো হয়েছে— i. যিনি কবিতা লেখেন ii. কবিরাজ iii. সৌন্দর্যের পূজারি। নিচের কোনটি সঠিক?

     
     i ও ii
     i ও iii
     ii ও iii
     i, ii ও iii.
    সঠিক উত্তর: i ও iii

    ১২. ‘প্রবাস বন্ধু’ রচনায় পাগমান পাহাড়ের রং কী?

     
     সাদা
     নীল
     ধূসর
     কালো
    সঠিক উত্তর: নীল

    ১৩. জীবাত্মা____। শূন্যস্থান পূরণ করো।

     
     অবিনশ্বর
     নশ্বর
     অনিত্য নয়
     নিত্যদিনের
    সঠিক উত্তর: অনিত্য নয়

    ১৪. রানারের পেছনে কী সরে যায়?

     
     কত নদী সরোবর
     কত গ্রাম কত পথ
     সুউচ্চ অট্টালিকা
     নানা নদীবন্দর
    সঠিক উত্তর: কত গ্রাম কত পথ

    ১৫. রানারের ছুটে চলার কারণ— i. ডাক পৌঁছে দেওয়া ii. দায়িত্ববোধের কারণে iii. শহরে রানার ভোরেই সংবাদ পৌছে দেবে। নিচের কোনটি সঠিক?

     
     i ও ii
     i ও iii
     ii ও iii
     i, ii ও iii.
    সঠিক উত্তর: i, ii ও iii.

    ১৬. বুধার ভাই-বোন হলো—

     
     শিলু, তালেব, সাধু, তিনু
     বিনু, তিনু, শিবু, মিঠু
     শিলু, তালেব, বিনু, তিনু
     তিনু, বিনু, মিনু, শিলু
    সঠিক উত্তর: শিলু, তালেব, বিনু, তিনু

    ১৭. ‘বিজনমূর্তি’ বলতে কী বোঝায়?

     
     দূরবর্তী স্থান
     গভীর অরণ্য
     নির্জন অবস্থা
     থমথমে ভাব
    সঠিক উত্তর: নির্জন অবস্থা

    ১৮. ‘সতত, হে নদ, তুমি পড় মোর মনে’—এ চিত্রকল্পে ফুটে উঠেছে—

     
     ভ্রান্তির বিলাস
     স্মৃতি রোমন্থন
     আত্মসম্বিৎ
     চৈতন্য-উদয়
    সঠিক উত্তর: স্মৃতি রোমন্থন

    উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নটির উত্তর দাও:
    জুঁই সারা দিন দুটি পুতুল নিয়ে খেলা করে। একটির সঙ্গে অন্যটির বিয়ে দেয় । নানা আয়োজন করে।
    ১৯. উদ্দীপকের জুঁইয়ের সাথে অপুর সাদৃশ্য কী?

     
     কল্পনাপ্রবণ
     ভাবুক প্রকৃতির
     খেলার প্রতি টান
     বিলাসিতা
    সঠিক উত্তর: কল্পনাপ্রবণ

    ২০. ‘সারা গায়ে দেয় হাত’ বলতে কী বোঝানো হয়েছে?

     
     মৃদু শাসন
     সোহাগ
     সান্ত্বনা
     দোয়া
    সঠিক উত্তর: সোহাগ

    ২১. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?

     
     চতুর্ধশপদী কবিতা
     অমিত্রাক্ষর ছন্দ
     একেই কি বলে সভ্যতা
     মেঘনাদবধ কাব্য
    সঠিক উত্তর: মেঘনাদবধ কাব্য

    ২২. বনফুল শনিবারের চিঠি পত্রিকায় কী লিখতেন?

     
     উপন্যাস
     গল্প
     ব্যঙ্গ কবিতা
     প্রবন্ধ
    সঠিক উত্তর: ব্যঙ্গ কবিতা

    ২৩. ‘গণসূর্যের মঞ্চ’ বলতে কী বোঝানো হয়েছে?

     
     আলোচিত মঞ্চ
     উদ্দীপ্ত মঞ্চ
     বিপ্লবী মঞ্চ
     নেতার মঞ্চ সূর্যের মতো
    সঠিক উত্তর: নেতার মঞ্চ সূর্যের মতো

    ২৪. ‘মানুষ মুহাম্মদ (স.)’ প্রবন্ধে সুমহান আদর্শ বলতে কী বোঝানো হয়েছে?

     
     অভূতপূর্ব প্রতিশোধ
     মহানুভব দৃষ্টিভঙ্গি
     নিঃশর্ত ক্ষমা প্রদর্শন
     উচ্চ মানসিকতা
    সঠিক উত্তর: নিঃশর্ত ক্ষমা প্রদর্শন

    ২৫. মমতাদি কত টাকা মাইনে আশা করেছিলেন?

     
     ১০ টাকা
     ১১ টাকা
     ১২ টাকা
     ১৩ টাকা
    সঠিক উত্তর: ১২ টাকা

    ২৬. বুধা’র কয় ভাইবোন কলেরায় মারা যায়?

     
     তিনজন
     চারজন
     পাঁচজন
     ছয়জন
    সঠিক উত্তর: চারজন

    উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নটির উত্তর দাও:
    একদিন তারা আমাদের অংশ ছিল। একসঙ্গে থেকেছি, শুয়েছি, খেয়েছি, ঘুমিয়েছি। এক টেবিলে গল্প করেছি। আজ তাদের দেখলে শরীরের রক্ত গরম হয়ে যায়। চোখ জ্বালা করে ওঠে। হাত নিসপিস করে। মারার জন্য মরিয়া হয়ে উঠি।
    ২৭. উদ্দীপকের বক্তব্যের সঙ্গে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের সাদৃশ্য কোথায়?

     
     বন্ধুত্বে
     শত্রুতায়
     সম্মান করায়
     প্রতিশোধ স্পৃহায়
    সঠিক উত্তর: প্রতিশোধ স্পৃহায়

    ২৮. ‘কপোতাক্ষ নদ’ চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা যায়— i. শেষ ছয় চরণ মিল গঘ গঘ গঘ ii. ষটকে ভাবের পরিণতি iii. প্রথম আট চরণ কখ কগ কখ কগ। নিচের কোনটি সঠিক?

     
     i ও ii
     ii ও iii
     i ও iii
     i, ii ও iii
    সঠিক উত্তর: i ও ii

    ২৯. ‘মানুষ’ কবিতায় ‘ভজনালয়’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?

     
     খাবার ঘর
     উপাসনালয়
     ভোজন করার স্থান
     রান্নাঘর
    সঠিক উত্তর: উপাসনালয়

    ৩০. ‘নকশিকাঁথার মাঠ’ গ্রন্থের রচয়িতা কে?

     
     রবীন্দ্রনাথ ঠাকুর
     জসীমউদ্‌দীন
     আল মাহমুদ
     আহসান হাবীব
    সঠিক উত্তর: জসীমউদ্‌দীন

    Tag;SSC Bangla 1st Paper Model Test 2023, এস এস সি/SSC বাংলা ১ম পত্র মডেল টেস্ট প্রশ্ন ২০২৩

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)