বৈশাখী মেলা অনুচ্ছেদ -for Class 3,4,5,6,7,8,9,10,ssc,hsc

 

বৈশাখী মেলা অনুচ্ছেদ

বৈশাখী মেলা অনুচ্ছেদ for hsc,বৈশাখী মেলা অনুচ্ছেদ for ssc,বৈশাখী মেলা অনুচ্ছেদ class 10,বৈশাখী মেলা অনুচ্ছেদ for class 5,বৈশাখী মেলা অনুচ্ছেদ class 6,বৈশাখী মেলা অনুচ্ছেদ class 4,বৈশাখী মেলা অনুচ্ছেদ for class 3


   
       

    বৈশাখী মেলা অনুচ্ছেদ 


    মহাকালের বৃক্ষ থেকে বছর নামক একটি শুকনো পাতা ঝরে গেলে, নতুন আশা, স্বপ্ন, উদ্দীপনা নিয়ে আসে আর একটি নতুন বছর।বাংলা নববর্ষ ।তখন কাল বৃক্ষের ডালে ডালে বেঁজে ওঠে বাতাসের বাজনা ।বাংলা নববর্ষের আনন্দ ও খুশিকে আরও বাড়িয়ে তোলে নানা বৈশাখী মেলা ।


    বাংলা বছরের প্রথম মাস হলো বৈশাখ মাস ।এই সময়ে বাংলার নানা জায়গায় বেশ জমিয়ে চলে বৈশাখী মেলা । কোথাও দশদিন, পনেরো দিন, আবার কোথাও পুরো মাস ধরে চলে মেলার আয়োজন।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে একাত্ম হয় একই প্রাঙ্গণে।কোথাও কোথাও হিন্দু দেব দেবীকে কেন্দ্র করে বসে বৈশাখী মেলা।বিশেষত গ্রামেই বেশি প্রাধান্য দেখা যায় এই মেলার ।


    তবে আজকাল শহরেও বৈশাখ মাসে নানা উৎসব ও অনুষ্ঠানের আয়োজন করা হয় ।মেলায় ব্যবসা করতে দূর থেকে আসেন ব্যবসায়ীরা।কারো রকমারি চুড়ি ফিতের দোকান।কারো ভাতের হোটেল । কেউ বা জিলিপি কিংবা নানা মিষ্টির পশরা নিয়ে আসেন মেলায় নাগরদোলা, সার্কাস, প্রদর্শনী, মাইকের আওয়াজ সব মিলিয়ে মেলা প্রাঙ্গণ যেন হয়ে ওঠে রসে ভরা মৌচাক।


    নিজস্ব ঐতিহ্য ও প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে কোথাও বসে বাউলের আসর।ভাটিয়ালি, ভাওয়াইয়া ইত্যাদি।সংস্কৃতি মনস্ক বাঙালির সকল রসদ যেন - জেগে ওঠে এইসব বৈশাখী মেলায়।উৎসব প্রিয় বাঙালি নতুন বছরের অন্যান্য খুশি ও আনন্দের সাথে নিজেকে আরও রঙিন করে তোলে বৈশাখী মেলার আনন্দে।যা তাদের জীবনে নিয়ে আসে বৈচিত্র্য ও বর্ণময়তা ৷


    বৈশাখী মেলা অনুচ্ছেদ for hsc

    বৈশাখী মেলা অনুচ্ছেদ for ssc

    বৈশাখী মেলা অনুচ্ছেদ class 10

    বৈশাখী মেলা অনুচ্ছেদ for class 5

    বৈশাখী মেলা অনুচ্ছেদ class 6

    বৈশাখী মেলা অনুচ্ছেদ class 4

    বৈশাখী মেলা অনুচ্ছেদ for class 3


    Tag:বৈশাখী মেলা অনুচ্ছেদ for hsc,বৈশাখী মেলা অনুচ্ছেদ for ssc,বৈশাখী মেলা অনুচ্ছেদ class 10,বৈশাখী মেলা অনুচ্ছেদ for class 5,বৈশাখী মেলা অনুচ্ছেদ class 6,বৈশাখী মেলা অনুচ্ছেদ class 4,বৈশাখী মেলা অনুচ্ছেদ for class 3

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)