কোপা দেল রেই (ইংরেজি: King's Cup) স্পেনীয় ফুটবল ক্লাবগুলোর একটি বার্ষিক প্রতিযোগিতা। এর পুরো নাম ‘‘কাম্পেওনাতো দে এস্পানিয়া – কোপা দে সু মাজেস্তাদ এল রে’’ (ইংরেজি: Championship of Spain – His Majesty the King's Football Cup)।
এই প্রতিযোগিতা স্থাপিত হয় ১৯০৩ সালে। এটিই স্পেনের সবচেয়ে পুরনো ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। সাধারণত, কোপা দেল রেই বিজয়ী উয়েফা ইউরোপা লীগে খেলার সুযোগ পায়। যদি কোন ফাইনাল প্রতিযোগী ইউরোপীয় প্রতিযোগিতার জন্য আগে থেকেই যোগ্যতা অর্জন করে থাকে, তবে অন্য প্রতিযোগী ইউরোপা লীগে খেলার সুযোগ পায়। এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশিবার বিজয়ী হয়েছে বার্সেলোনা (৩১ বার)।
বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ২০২৩ খেলা কবে
বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ২০২৩ লাইভ কিভাবে দেখবেন
বার্সেলোনা বনাম রিয়াল পরিসংখ্যান
কোপা দেল রে কিছু রেকর্ড
- সর্বাধিক গোল: ৮১ – তেলমো জাররা
- ফাইনালে সর্বাধিক গোল: ৯ – লিওনেল মেসি
- ফাইনালে সর্বাধিক সহায়তা(অ্যাসিস্ট) প্রদান: ৬ – লিওনেল মেসি
- ফাইনালে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন: ৩ – লিওনেল মেসি
- ফাইনালে সর্বাধিক উপস্থিতি: ১০ – লিওনেল মেসি এবং সের্হিও বুস্কেৎস্
- সর্বাধিক কাপ জয়: ৭ – লিওনেল মেসি, হেরার্দ পিকে, হোসে মারিয়া বেলাস্তে, পিরু গাইনজা এবং সের্হিও বুস্কেৎস।
কোপা দেল রে বিজয়ী ও রানার আপ তালিকা
Tag:বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ (কোপা দেল রে সেমিফাইনাল ২০২৩) লাইভ,লাইনআপ,পরিসংখ্যান,কবে,কখন শুরু হবে