আমার সাজেশন হচ্ছে তোমরা তা প্রথম পত্র থেকে গদ্য অংশ থেকে ৫টি, পদ্য অংশ থেকে চারটি এবং কাকতাড়ুয়া বা বহিটির থেকে একটি পড়লেই ফল তোমাদের এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা প্রস্তুতি অনায়াসে পূর্ণ করতে পারবে। কারণ এখান থেকে মিনিমাম সৃজনশীল প্রশ্ন থাকবে। এবং ১৫ টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবে।
এসএসসি বাংলা পরীক্ষার পাশ মার্ক
এখন কথা হচ্ছে এসএসসি বাংলা প্রথম পত্র পাস মার্ক কতো। আমরা অনেকেই এসএসসি পরীক্ষার কোন বিষয়ে কত পেলে পাশ হবে সেটা জানিনা। বাংলা প্রথম পত্রের ৫ নম্বর হলো সৃজনশীলে ৪০ এর মধ্যে পাস নম্বর ১৩ এবং mcq ১৫ এর মধ্যে পাশ নম্বর ৫। প্রথম পত্রে আপনাকে টোটাল ১৮ নম্বর পেতে হবে।
এস এস সি বাংলা প্রথম পত্রের গদ্য অংশ
পার্থ নিচে আমরা এসেছি বাংলা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ অধ্যায় দিয়েছি। এখান থেকে তোমাদের সামনে পরীক্ষা সৃজনশীল এবং mcq প্রশ্ন কমন থাকবে।
এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩
- শিক্ষা ও মনুষ্যত্ব।
- সুভা।
- বই পড়া।
- মমতাদি।
- আম আটির ভেঁপু।
- মানুষ।
- কপোতাক্ষ নদ।
- বঙ্গবাণী।
- তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা।
- পল্লীজননী।
- কাকতাড়ুয়া অথবা বহীপীর।
এসএসসি বাংলা ১ম পত্র জ্ঞানমূলক সাজেশন ২০২৩
বই | এসএসসি বাংলা ১ম পত্র জ্ঞানমূলক সাজেশন |
প্রকাশক | 10min School |
মোট পেইজ সংখ্যা | 18 |
এসএসসি বাংলা ১ম পত্র জ্ঞানমূলক সাজেশন ২০২৩ PDF
এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি সাজেশন ২০২৩
বই | এসএসসি বাংলা ১ম পত্র জ্ঞানমূলক সাজেশন |
প্রকাশক | 10min school |
মোট পেইজ সংখ্যা | 74 |
এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি সাজেশন ২০২৩ PDF
Suggesting Credit :- 10min School
Tag: এসএসসি বাংলা ১ম পত্র ফাইনাল সাজেশন ২০২৩ 💯 কমন ~ এসএসস ি বাংলা বহুনির্বাচনি ও সৃজনশীল সাজেশন ২০২৩
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)