ঈদুল আজহা ২০২৪ কত তারিখে [বাংলাদেশ] | ২০২৪ সালের ঈদুল আযহা কত তারিখে | রোজার ঈদের কতদিন পর কোরবানির ঈদ


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com





মুসলমানদের দুই ঈদের মধ্যে একটি হলো কোরবানির ঈদ বা ঈদুল আযহা। ইসলামি চান্দ্র পঞ্জিকায়, ঈদুল আযহা জ্বিলহজ্জের ১০ তারিখে পড়ে। আন্তর্জাতিক (গ্রেগরীয়) পঞ্জিকায় তারিখ প্রতি বছর ভিন্ন হয়, সাধারণত এক বছর থেকে আরেক বছর ১০ বা ১১ দিন করে কমতে থাকে। ঈদের তারিখ স্থানীয়ভাবে জ্বিলহজ্জ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে। অনেকে আরবি হিসাব রাখে না তাই ইংরেজি তারিখ অনুযায়ী ঈদুল আজহা ২০২৪ কত তারিখে হবে অনেকে জানতে চাচ্ছেন। তাই আজকে আমরা ২০২৪ সালের ঈদুল আযহা কত তারিখে হবে এবং রোজার ঈদের কতদিন পর কোরবানির ঈদ তুলে ধরার চেষ্টা করবো। 

শুরু১০ জ্বিলহজ্জ
সমাপ্তি১২ বা ১৩ জ্বিলহজ্জ
আরবি তারিখজ্বিলহজ্জ ১০

   
       

    ঈদুল আজহা ২০২৪ কত তারিখে

    বন্ধুরা অনেকে ঈদুল আযহা ২০২৪ কত তারিখে হবে এটা জানতে গুগলে সার্চ করে থাকেন। ঈদুল আযহা বা কোরবানির ঈদ সৌদি আরবে ১৬ জুন ২০২৪ তারিখে পালিত হবে। আর সৌদি আরব থেকে বাংলাদেশে ১ দিন পর ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালিত হয়। সেই হিসাবে ঈদুল আজহা বাংলাদেশে ১৭ জুন ২০২৪ তারিখে পালিত হবে।

    কোরবানির ঈদ কত তারিখে 2024

    ঈদুল আজহা বাংলাদেশে ১৭ জুন ২০২৪ তারিখে পালিত হবে।

    রোজার ঈদের কতদিন পর কোরবানির ঈদ

    রোজা ঈদের কত দিন পর কোরবানির ঈদ~হিজরি চান্দ্র বছরের গণনা অনুযায়ী ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঝে ২ মাস ১০ দিন ব্যবধান থাকে। দিনের হিসেবে যা সর্বোচ্চ ৭০ দিন হতে পারে।

    Tag:ঈদুল আজহা ২০২৪ কত তারিখে, ২০২৪ সালের ঈদুল আযহা কত তারিখে, রোজার ঈদের কতদিন পর কোরবানির ঈদ


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post