মেডিকেল ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৩ পদার্থবিজ্ঞান ২য় পত্র

মেডিকেল ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৩


 🌱মেডিকেল ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৩ 🌱

             🍂পদার্থ বিজ্ঞান ২য় পত্র🍂


❤️আশা করা যায় আলহামদুলিল্লাহ কমন থাকবে🌺

🌞শুধু কোচিং থেকে দেওয়া দাগানো লাইন গুলো পড়বা।🌞নিচের যে পয়েন্টগুলো দেওয়া হল (দাগানো লাইন)


💯Most Important: অনুশীলনী mcq। 


💯_Most Important_:_গত চার বছরের মেডিকেল এ যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর টপিক্স পড় সাথে মেডিকেল এ যে প্রশ্নগুলো এসেছিলো তার চারটা অপশন গুলোর ও টপিকস পড়ো সলভ করো।🥀🥀 


🌿 প্রথম অধ্যায়: তাপগতিবিদ্যা


1. কয়েকটি পদার্থের আন্তর্জাতিক স্কেলের জন্য


স্থির বিন্দু 

2. তাপগতিবিদ্যার ১ম ও ২য় সুত্রের ব্যবহারও পরিবর্তন


3. এনট্রপি


4. প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রীয়া। 5. এ অধ্যায়ের সকল সূত্রাবলী ও ছোট ছোট গাণিতিক সমস্যা। প্রতিটি অধ্যায়ের শেষে


যেসব এমসিকিউ আছে সব পড়তে হবে।


🌿 দ্বিতীয় অধ্যায়: স্থির তড়িৎ


1. কুলমবের সূত্র


2. তড়িৎ বলরেখার ধর্ম


3. সমবিভব তলের বৈশিষ্ট্য


4. তড়িৎ দিমেরুর উদাহরণ


5. মেরুবর্তী ও অমেরুবর্তী পদার্থের উদাহর


6. বিভিন্ন পদার্থের ডাই-ইলেকট্রিক ধ্রুবক


7. ধারকত্ব


8. কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা


9.এ অধ্যায়ের সকল সূত্রাবলী ও ছোট ছোট


গাণিতিক সমস্যা।


প্রতিটি অধ্যায়ের শেষে যেসব এমসিকিউ


আছে সব পড়তে হবে।


🌿তৃতীয় অধ্যায়: চল তড়িৎ


1. জুলের তাপীয় ক্রীয়ার সূত্র


2. রোধ


3. আপেক্ষিক রোধ 4. প্রাথমিক ও গৌণ কোষের উদাহরণ


5. বিদুৎ কোষের ব্যবহার


6. কীর্শফের সূত্রের ব্যবহার 7. হুইটসটোন ব্রীজের ব্যবহার।


৪. মিটার ব্রীজ ব্যাবহার 9. পোটেনশিওমিটার ব্যাবহার


10. অ্যামিটার ব্যবহার 11. গ্যালভানেমিটারের


ব্যবহার 12. এ অধ্যায়ের সকল সূত্রাবলী ও ছোট ছোট গাণিতিক সমস্যা। প্রতিটি অধ্যায়ের শেষে


যেসব এমসিকিউ আছে সব পড়তে হবে।


🌿চতুর্থ অধ্যায়: তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রীয়া


1. ল্যাপলাস এর সূত্র 

2. বায়ো- স্যাভার্ট এর সূত্র

3. হল প্রভাব / হলক্ৰীয়া 

4. ভূচুরক রিলেটেড সকল রাশি 

5. ভূচুমরকতের উপাদান

6. প্যারাচৌম্বক পদার্থের বৈশিষ্ট্য ও উদাহরণ

7. ডায়াচৌম্বক পদার্থের বৈশিষ্ট্য ও উদাহরণ


৪. ফেরোচৌম্বক পদার্থের উদাহরণ 

9. স্থায়ী ও অস্থায়ী চুমবকের ব্যবহার ও পার্থক্য


10. এ অধ্যায়ের সকল সূত্রাবলী ও ছোট ছোট


গাণিতিক সমস্যা। প্রতিটি অধ্যায়ের শেষে যেসব এমসিকিউ আছে সব পড়তে হবে।


🌿পঞ্চম অধ্যায়: তাড়িতচৌম্বক আবেশ


1. ফ্যারাডের সূত্র 2. লেনজের সূত্র


3. পরিবর্তী প্রবাহের গড় মান + শীর্ষ মান + RMS


4. স্বকীয় আবেশের ব্যাবহার


5. পারস্পরিক আবেশের ব্যবহার 6. এ অধ্যায়ের সকল সূত্রাবলী ও ছোট ছোট


গাণিতিক সমস্যা। প্রতিটি অধ্যায়ের শেষে


যেসব এমসিকিউ আছে সব পড়তে হবে।


🌿ষষ্ঠ অধ্যায়: জ্যামিতিক


আলোকবিজ্ঞানঃ


1. ফার্মাটের নীতি


2. লেন্স প্রস্তুতির সূত্র + সমীকরণ


3. কতিপয় প্রয়োজনীয় সংজ্ঞা 4. লেন্সের সকল ইনফো নিয়ে সাজানো ছক


5. অনুবীক্ষণ


6. দূরবীক্ষণ যন্ত্র 7. প্রিজম


৪. এ অধ্যায়ের সকল সূত্রাবলী ও ছোট ছোট


গাণিতিক সমস্যা। প্রতিটি অধ্যায়ের শেষে


যেসব এমসিকিউ আছে সব পড়তে হবে।


🌿 সপ্তম অধ্যায়: ভৌত আলোকবিজ্ঞান


1. তড়িৎ চুমবকীয় তরঙ্গের বৈশিষ্ট্য


2. বৈশিষ্ট্যমূলক 3. ব্যাতিচার বৈশিষ্ট্য


4. অপবর্তন বৈশিষ্ট্য


5. এ অধ্যায়ের সকল সূত্রাবলী ও ছোট ছোট গাণিতিক সমস্যা। প্রতিটি অধ্যায়ের শেষে


যেসব এমসিকিউ আছে সব পড়তে হবে।


🌿 অষ্টম অধ্যায়: আধুনিক পদার্থবিজ্ঞানের


সূচনা


1. পারমাণবিক ভর একক 2. লরেন্স রূপান্তর সমীকরণ


3. আইনস্টাইনের আপেক্ষিকতা 4. মৌলিক বল


5. ফোটন 6. এক্সরে


7. আলোক তড়িৎ ক্রীয়ার বৈশিষ্ট্য। ৪. তড়িৎ নির্গমনের সূত্রাবলী


9. এ অধ্যায়ের সকল সূত্রাবলী ও ছোট ছোট


গাণিতিক সমস্যা।


10. প্রতিটি অধ্যায়ের শেষে যেসব এমসিকিউ আছে সব পড়তে হবে।


🌿 নবম অধ্যায়: পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান


1. বোরের মডেল 2. নিউক্লিয় বলের


বৈশিষ্ট্য 3. তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, একক, ব্যবহার


4. তেজস্ক্রিয় রশির ধর্ম


5. এ অধ্যায়ের সকল সূত্রাবলী ও ছোট ছোট গাণিতিক সমস্যা।


6. প্রতিটি অধ্যায়ের শেষে যেসব এমসিকিউ


আছে সব পড়তে হবে।


🌿 দশম অধ্যায়: সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিকস


1. বায়াস


2. ট্রানজিটর


3. ডায়োড


4. ডোপিং


5. ডোপায়ন


6. ডোপেনট।


7. এ অধ্যায়ের সকল সূত্রাবলী ও ছোট ছোট গাণিতিক সমস্যা।


৪. প্রতিটি অধ্যায়ের শেষে যেসব এমসিকিউ


আছে সব পড়তে হবে।


🌿 একাদশ অধ্যায়: জোর্তিবিজ্ঞান


1. মৌলিক কণা


2. বিভিন্ন তারার ব্যাস


3. পালসার, সুপারনেভা, ব্লাকহোল, নিউট্রন স্টার


4. এ অধ্যায়ের সকল সূত্রাবলী ও ছোট ছোট


গাণিতিক সমস্যা। 

5. প্রতিটি অধ্যায়ের শেষে যেসব এমসিকিউ আছে সব পড়তে হবে।


🥀যে টপিক্স গুলো দিয়েছি সেগুলোর কোচিং থেকে দেওয়া দাগানো লাইনগুলো পড়বা।🥀


মেডিকেল ভর্তি পরীক্ষার সাজেশন ২০২৩










Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               
Previous Post Next Post


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 

কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন