মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী- পাশের হার ৩৫.৩৪% → মেডিকেল ফলাফল দেখে নিন



আজ রবিবার মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এবার পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। পাশের হার ৩৫.৩৪% ।


মেডিকেলে সর্বোচ্চ নম্বরঃ (রাফসান জামান ৯৪.২৫)
পাশ করেছেন- ৪৯,১৯৪ জন
পাশের হার- ৩৫.৩৪%
ছেলে- ২০,৮১৩ জন (৪২.৩১%) 
মেয়ে- ২৮,৩৮১ জন (৫৭.৬৯%)
সরকারি মেডিকেলে ছেলে ভর্তি হতে পারবে ১৯৫৭ জন, মেয়ে ২৩৯৩ জন।

ফলাফল https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাওয়া যাবে।

                               
Previous Post Next Post
আমাদের ফেসবুক পেইজে যুক্ত হতে ক্লিক করুন  

 


(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)