ঢাকা মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান PDF | মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩

ঢাকা মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান PDF | মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩


আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩  শেয়ার করবো। আসা করি তোমাদের উপকারে আসবে। এই সাধারন জ্ঞান গুলো ভিবিন্ন চাকরি প্রস্তুতির জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই নিচে পিডিএফ আকারে শেয়ার করা হলো।


২৮ ডিসেম্বর, ২০২২ সালে এমআরটি লাইন-৬-এর দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রোরেল আংশিক চালু হয় এবং তিনি মেট্রোরেলের প্রথম আনুষ্ঠানিক যাত্রার অংশ ছিলেন,যা ২৯ ডিসেম্বর, ২০২২ থেকে জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়।


   
       

    মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩

    সংক্ষিপ্ত বিবরণ
    অবস্থানঢাকা, বাংলাদেশ
    পরিবহনের ধরনদ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা
    লাইনের (চক্রপথের)
    সংখ্যা
    ১ (নির্মাণাধীন)
    ৫ (পরিকল্পিত)
    বিরতিস্থলের (স্টেশন)
    সংখ্যা
    ১৬ (নির্মাণাধীন)
    ৮৮ (পরিকল্পিত)
    দৈনিক যাত্রীসংখ্যা৬০,০০০ (প্রতি ঘণ্টায়) (এমআরটি লাইন ৬)
    প্রধান কার্যালয়ঢাকা, বাংলাদেশ
    ওয়েবসাইটwww.dmtcl.gov.bd
    চলাচল
    চালুর তারিখ২৮ ডিসেম্বর,২০২২
    পরিচালক সংস্থাঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
    কারিগরি তথ্য
    মোট রেলপথের দৈর্ঘ্য২০.১ কিমি (নির্মাণাধীন)
    ১২৮.৭৪১ (পরিকল্পিত)
    রেলপথের গেজআদর্শ গজ


    ঢাকা মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান PDF 


    ১. প্রশ্ন : ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাকে কী বলা হয়?

    উত্তর : ম্যাস র‍্যাপিড ট্রানজিট।

    ২. প্রশ্ন : মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম কী ?

    উত্তর : কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম।

    ৩. প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয় কবে?

    উত্তর : ২৬ জুন ২০১৬।

    ৪. প্রশ্ন : প্রথম দফায় ঢাকা মেট্রোরেল বা এমআরটি-৬ লাইনের দৈর্ঘ্য কত ছিল?

    উত্তর : ২০ দশমিক ১০ কিলোমিটার।

    ৫. প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম কী?

    উত্তর : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

    ৬. প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম কী?

    উত্তর : দিল্লি মেট্রোরেল করপোরেশন।

    ৭. প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য কত?

    উত্তর : ২১ দশমিক ২৬ কিলোমিটার।

    ৮. প্রশ্ন : মেট্রোরেলের স্টেশনসংখ্যা প্রথমে কত ছিল?

    উত্তর : ১৬।

    ৯. প্রশ্ন : সংশোধিত প্রকল্পে বর্তমানে স্টেশনসংখ্যা হবে কত?

    উত্তর : ১৭।

    ১০. প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পের সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় কবে?

    উত্তর : ১৯ জুলাই ২০২২।

    ১১. প্রশ্ন : সংশোধিত প্রকল্পে বর্তমান মেট্রোরেল হবে—

    উত্তর : উত্তরা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত।

    ১২. প্রশ্ন : মেট্রোরেল প্রকল্প প্রথমে ছিল—

    উত্তর : উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত।

    ১৩. প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পের নতুন করে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত কিলোমিটার?

    উত্তর : ১ দশমিক ১৬ কিলোমিটার।

    ১৪. প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে কোন প্রতিষ্ঠান?

    উত্তর : জাইকা (৭৫%) ও বাংলাদেশ সরকার।

    ১৫. প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পের প্রথম ব্যয় ধরা হয়েছিল কত টাকা?

    উত্তর : ২১ হাজার ৯৬৫ কোটি টাকা।

    ১৬. প্রশ্ন : সংশোধনের পর মেট্রোরেল প্রকল্পের নতুন ব্যয় কত টাকা?

    উত্তর : ৩৩ হাজার ৪৭১ দশমিক ৯৯ কোটি টাকা।

    ১৭. প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পে জাইকা কত টাকা দেবে?

    উত্তর : ১৯ হাজার ৭১৮ দশমিক ৪৭ কোটি টাকা।

    ১৯. প্রশ্ন : এমআরটি লাইন-৬ মেট্রোরেল প্রকল্প একনেকে অনুমোদিত হয় কবে?

    উত্তর : ১৮ ডিসেম্বর ২০১২।

    ২০. প্রশ্ন : প্রথম ধাপে মেট্রোরেলের কত কিলোমিটার ও কোন এলাকা চালু হবে?

    উত্তর : উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার।

    ২১. প্রশ্ন : মিরপুর ১০ স্টেশন পর্যন্ত মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক চলাচল শুরু হয় কবে?

    উত্তর : ২৯ নভেম্বর ২০২১।


    Tag: ঢাকা মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান PDF,  মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)