গত ৩০ ডিসেম্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ৪ টি বিষয়ে মোট ১০০ নাম্ভারে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থী প্রায় ৬ লাখ ছিলো। পরীক্ষা সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ২ ঘন্টায় শেষ হয়।
এবার প্রাথমিক ৫ম শ্রেনীর বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলাভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের মধ্যে জেন্ডারভিত্তিক মেধা অনুসারে প্রদান করা হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবেন।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ১৫ ফেব্রুয়ারী এই তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। জানা গেছে খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে । খাতা কম্পাইলের কাজও শুরু হয়ে গেছে। শিক্ষার্থী সংখ্যা অনেক বেশি হওয়ায় এই প্রক্রিয়া শেষ করতে বেশ খানিকটা সময় প্রয়োজন। সব কিছু ঠিক থাকলে ১৫ ফেব্রুয়ারী ফল প্রকাশ হবে।
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)