আসছালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী ও অবিভাবকবৃন্ধ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।প্রিয় শিক্ষার্থী ও অবিভাবকবৃন্ধ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। এ লক্ষ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২০ প্রণয়ন করা হয়। বর্তমানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে মাধ্যমিক পর্যায়ে ৫,০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে ৬ষ্ঠ-১০ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার আবেদন অনলাইনে গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি-২০২৩ প্রকাশিত হয়ে গেছে।
ষষ্ঠ-১০ম শ্রেনীর/শ্রেনির শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদন ২০২৩
ভর্তি সহায়তা আবেদন
আবেদনের নিয়মঃ সর্বপ্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন।
ভর্তি সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র
তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন।
অতঃপর
- ছবি
- স্বাক্ষর
- জন্মসনদ
- অভিভাবকের এনআইডি
- ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।
আবেদনর নিয়ম
- প্রথমে রেজিষ্ট্রেশন করুন (যদি একাউন্ট না থাকে)
- মোবাইল ভেরিফিকেশন করুন
- লগইন করুন
- আবেদন করুন
- ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন
প্রয়োজনীয় কাগজপত্র
- ছবি*
- স্বাক্ষর*
- জন্ম নিবন্ধন সনদ*
- অভিভাবকের জাতীয় পরিচয়পত্র *
- শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে) *
- পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র/সুপারিশ (৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য) *
ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা
আবেদনের প্রাপ্তির ০৪-০৬ মাস পর অর্থ প্রেরণ করা হয়।
শিক্ষার্থী ভর্তি সহায়তার নির্বাচিত হলে তাঁর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
Tag:ষষ্ঠ-১০ম শ্রেনীর/শ্রেনির শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদন ২০২৩ , ভর্তি সহায়তা আবেদন
Tag:ষষ্ঠ-১০ম শ্রেনীর/শ্রেনির শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদন ২০২৩,ভর্তি সহায়তা আবেদন, ভর্তি সহায়তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)