একুশে বই মেলা ২০২৪ কবে শুরু হবে,কত তারিখে |একুশে বই মেলা ২০২৪ কোথায় হবে

একুশে বই মেলা ২০২৩ কবে শুরু হবে |একুশে বই মেলা ২০২৩ কোথায় হবে


আসছালামু আলাইকুম প্রিয় পাঠক সবাই কেমন আছেন। আসা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই পোস্টে একুশে বই মেলা ২০২৪ নিয়ে আলোচনা করবো। অনেকে ২১শে বই মেলা ২০২৪ কবে কত তারিখে, সময়সূচি, নীতিমালা জানতে চাচ্ছেন তাই আজকের এই পোস্ট।

        
       
             

    একুশে বই মেলা ২০২৪

    একুশে বই মেলা ২০২৪: কোটি বাঙালির প্রাণের মেলা একুশে বই মেলা লেখক, প্রকাশক ও পাঠকের একটি মহা মিলনমেলা হিসেবে পালিত হয়ে আসছে যুগ যুগ ধরে। স্বাধীন বাংলার ঐতিহ্যবাহী এই মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন, যার শুরুটা হয়েছিল অমর একুশে গ্রন্থমেলা নামকরণ এর মধ্য দিয়ে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে মহান ভাষা শহীদদের ত্যাগের স্মৃতিকে অক্ষত রাখতেই তৎকালীন অমর একুশে গ্রন্থমেলার যাত্রা শুরু করা হয়, যা আজও অমর একুশে বই মেলা হিসেবে পালিত হয়ে আসছে বাংলা একাডেমী প্রাঙ্গন সহ সোহরাওয়ার্দী উদ্যানে।

    এদিকে ইতিমধ্যে লটারির মাধ্যমে প্রকাশকরা তাদের স্টল বুঝে নিয়েছেন। এই বছর মেলার পরিধি অনেকটা বাড়ানো হয়েছে। একুশে বই মেলা ২০২৪ এর জন্য নির্ধারিত স্থান প্রায় ১৫ লাখ বর্গফুট, যা আগের বছরের চেয়ে ছয় লাখ ৫০ হাজার বর্গফুট বেশি।

    ২১ শে বই মেলা ২০২৪ সময়সূচী -বইমেলা ২০২৪ সময়সূচী

    বইমেলা ১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ২৯ ফেব্রুয়ারি ২০২৪  পর্যন্ত চলবে।

    • বইমেলা প্রতিদিন বেলা ৩ : ০০ টা থেকে রাত ৮ টা 
    • ছুটির দিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা
    • পর্যন্ত খােলা থাকবে । 
    • [ ছুটির দিন বেলা ১১ টা থেকে বেলা ৮ : ০০ টা ও শুধুমাত্র ২১শে ফেব্রুয়ারিতে বই মেলা খোলা থাকবে সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত

    ২১ শে বই মেলা ২০২৪ কোথায় হবে

    বইমেলার স্থান:-বাংলা একাডেমি প্রাঙ্গণ ও একাডেমি সংলগ্ন সােহরাওয়ার্দী উদ্যানের নির্ধারিত স্থানে অমর একুশে বইমেলা ২০২৪ অনুষ্ঠিত হবে । 

    একুশে বই মেলা ২০২৪ নীতিমালা 














    Tag:একুশে বই মেলা ২০২৪ কবে শুরু হবে,একুশে বই মেলা ২০২৪ কোথায় হবে 

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)